নতুন সচ্ছ পানিতে মাছ ধরা চলছে।
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইতো সেদিন দুপুরবেলায় কি মনে কি মনে বাইকটা নিয়ে বের হলাম একটু নদীর বাতাস খেতে। এক চাচাতো ভাই আসছে তিন বছর পর বিদেশ থেকে। দুজন একসাথে বেরিয়ে গেলাম।
নদীর পাশে সুন্দর একটি বসার জায়গা আছে। পাশের একটা দোকান থেকে এক কাপ চা খেয়ে এসে বসলাম সেখানে। রং চায়ের চুমুকেই রিফ্রেশমেন্ট। নদীর পানি ভিষণ সচ্ছ আর প্রচুর বাতাস সেখানে। নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে যাওয়ার মত অবস্থা। একটা লেইং চেয়ারে আমরা দুজন বসলাম। এবার খেয়াল করলাম আমাদের ডান সাইডে পাশের একটি চেয়ারে পাঁচ ছয় জন বন্ধু মিলে পাটকাঠি দিয়ে বরশি বানাচ্ছে। পাট কাঠির সাথে বড়শিগুলো বাধার পর টোপ বানাচ্ছে। ভীষণ গন্ধ ছাড়াচ্ছিলো। এতেই মাছ আকৃষ্ট হয়।
বরশি বানানো শেষ করে তারা সবাই নেমে গেল নদীর ধারে। এক এক জন এক একটা আলাদা জায়গা নিয়ে সেখানে দাঁড়িয়ে গেল মাছ ধরতে। আমার মনে হয়নি যে তারা মাছ পাবে। তাদের অনেকগুলো ভুল আছে। যেখানে তারা দাঁড়িয়ে আছে এখানে এক থেকে দেড় হাত গভীর পানি হবে। এই জায়গাগুলোতে মাছ পাওয়া সম্ভাবনা কম। এরপর তারা যেই টোপ বানিয়েছে সেগুলো আগেই অল্প কিছু এক জায়গাতে ফেলে রেখে চাড় দেয়া উচিৎ ছিলো। আর একটা কাজ করতে পারত, সেখানে নৌকা ছিল - নৌকাটা নিয়ে নদীর মাঝা মাঝি জায়গাতে যেতে হতো। ওখানে মাছ থাকার জন্য উপযুক্ত একটি জায়গা। একটি গাছ আছে ওই জায়গাতে। মাছ এমন জায়গা গুলোই পছন্দ করে।
এবার ইচ্ছে আছে আমরাও একদিন সবাই দলবেঁধে যাব মাছ ধরতে। গতবারও ইচ্ছে ছিলো কিন্তু অনেক সমস্যা আর ব্যস্ত থাকার কারণে যাওয়া হয়নি। ইনশা আল্লাহ এবার চেষ্টা করব। এই নদীতে একসময় এর থেকে অনেক বেশি পানি হতো তখন নদী দেখতেও ভয়ংকর লাগতো। ভরা বর্ষার মধ্যে আমি আমার খালাতো ভাইদের সাথে এই নদীতে মাছ ধরেছি। ছোটবেলায় অনেকবার মাছ ধরার অভিজ্ঞতা আছে আমার এখানে।
আমরা যেদিন মাছ ধরতে যাবো সেদিন ওইপাশে আরও একটি ছোট নদী আছে সেটাতে যাব। মাছ ধরবো নৌকাতে বসেই। চরের মধ্যে কোন একটি নদীর ডাঙ্গায় বসে মাছ ধরা এখন একটু রিক্স। রাসেল ভাই তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এজন্য নৌকার উপর বসে মাছ ধরাই সেইফ।
নৌকায় চড়ে এক জায়গায় স্থির দাঁড়িয়ে মাছ ধরার অভিজ্ঞতা এখন পর্যন্ত নেয়া হয়নি। আমার জন্য হবে সেটা নতুন এক্সপেরিয়েন্স। আপনাদের সাথেও শেয়ার করব ইনশা আল্লাহ। এখন ভালো একটি সময় সুযোগ দেখে বেরিয়ে যেতে হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
ইস্ কি মজা এমন করে মাছ ধরা। আমি যদি একবার এমন করে মাছ ধরতে পারতাম। আপনি তো দেখছি ভালোই অভিজ্ঞতা রাখেন। কেমন করে মাছ ধরলে মাছ মিলবে সেটা বেশ ভালোই বুঝতে পারেন। আশা করি আপনার মাছ ধরার সেই দৃশ্য গুলো আমরাও দেখতে পাবো।
নতুন সচ্ছ পানিতে মাছ ধরার অভিজ্ঞতা শেয়ার করেছেন ভাইয়া।আপনি আপনার কাজিনকে নিয়ে নদীর পাড়ে গিয়ে কিছু ছেলেদের মাছ ধরা দেখে কিছু স্মৃতি রোমন্থন করলেন।আর সামনে নিজেও মাছ ধরবেন বলে মনস্থির করলেন।মাছ ধরা আমার ও ভীষণ পছন্দ। আমার ভাইয়াদের সাথে আমিও ছোটবেলা পুকুরে মাছ ধরতাম বাড়িতে গেলে।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লেগেছে। চমৎকার জায়গাটা।মন ফ্রেস হতে আর কি লাগে।
বরশি দিয়ে মাছ ধরতে আমার কাছেও ভালো লাগে। আর কিছুদিন পরে নদীর পানি যখন কমে যেতে থাকবে তখন বরশিতে মাছ লাগে বেশি। আমাদের দিকে কোন নদী নেই, একটি খাল ছিল সেটাও বিভিন্ন জাগায় ভরাট করে ফেলার কারনে বিলিন হয়ে যাচ্ছে। আপনারা যেদিন বরশি দিয়ে মাছ ধরতে যাবেন,সেইদিনের ফটোগ্রাফি সহ একটি পোষ্ট দেখতে চাই। ধন্যবাদ।
রাসেল ভাই তো এখন চরের মধ্যেই বেশি ঘুরাঘুরি করে😂। যাইহোক নৌকায় বসে বসে বঁড়শি দিয়ে মাছ ধরার কথা শুনে তো আমারও ইচ্ছে করছে এভাবে মাছ ধরতে। এমন স্বচ্ছ পানিতে বঁড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। ছোটবেলায় হাতেগোনা ২/৩ বার বঁড়শি দিয়ে মাছ ধরেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।