গরিবের সুইজারল্যান্ড এখন শেষ প্রায়।
হ্যালো বন্ধুরা। আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মুসলিম ভাই-বোনদের আজকে খুব ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। প্রত্যেকেই ব্যস্ত ছিলো নিজের বাড়িতে কোরবানির কাজকর্মে। কোরবানির এই উৎসবটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ অন্তত এই দিনে গরীব দুঃখী সবাই পেট পুরে ভালো-মন্দ খেতে পারে। ত্যাগের মহিমায় প্রত্যেকেরই এই দিনটি ভালো কাটুক সেই কামনা করি।
আজকে আপনাদের সাথে একটি সুন্দর স্থানের গল্প শেয়ার করব যেটা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি জায়গা আছে যে জায়গাটার নাম আমরা দিয়েছিলাম গরিবের সুইজারল্যান্ড। বিকেলবেলা মাঝেমধ্যেই ওই জায়গাটাতেই যেতাম। ভীষণ সুন্দর ছিল জায়গাটি। ৮০০ থেকে ৯০০ হাঁসের একটি ঝাঁক, মেঘলা আকাশ, সবুজ প্রান্তর আর প্রচন্ড বাতাস। এসব কিছুই এতটাই সুন্দর লাগতো বলে বোঝানোর বাইরে।
মেঘলা পরিবেশ হোক আর পরিষ্কার আকাশ হোক, দুই সময়েই জায়গাটি দেখতে ছিলো অসম্ভব সুন্দর। মানুষজনের কোলাহল নেই, গাড়ি ঘোরার আওয়াজ নেই, উশৃঙ্খলতা নেই। প্রায় সবসময় এই জায়গাটিতে বাতাস থাকতো। প্রচন্ড গরম লাগছে - এখানে চলে যেতাম একটুখানি শীতল বাতাসের স্পর্শ পেতে। শুকিয়ে যাওয়া নদীর মাঝখান দিয়ে একটি মেঠো রাস্তা। এ রাস্তা ধরে যাওয়ার সময় দুপাশের সৌন্দর্যটা চোখকে শীত করে দিত।
![1718641654842-01.jpeg](UPLOAD FAILED)
সেদিন হঠাৎই ওইখানে যাওয়ার পরে দেখলাম ভিন্ন একটা দৃশ্য। দানব মেশিন দিয়ে মাটি খুঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেছে। একজ্যাক্টলি আমরা যে জায়গাটাতে বসতাম সেই জায়গাটাতেই এমনটা করা হচ্ছে। এ বছরে আমাদের আর বসার কোন পরিবেশই নাই ওই জায়গাটাতে। তবে সামনের বছর নদী যখন আবার শুকিয়ে যাবে তখন গর্ত করা ওই জায়গাটিতে কিছুটা পানি থাকবে। তখন আবার দেখতে সুন্দর লাগবে।
খারাপ বিষয় হলো তারা যেহেতু শুরু করেছে কাজটা প্রত্যেক বছরই এমনটা করবে। খেলার মাঠ হারিয়ে গিয়েছে, ধীরে ধীরে সুন্দর সুন্দর জায়গা গুলোও হারিয়ে যাচ্ছে। কৃত্রিম সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করছে মানুষ কিন্তু সেটা মনকে কখনোই প্রশান্তি এনে দিতে পারে না। আল্লাহ হাফেজ৷
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যাঁ ভাই আজকে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। যাইহোক ইটভাটার কারণে এতো সুন্দর একটি জায়গা নষ্ট হয়ে গেলো। ইটভাটা আসলে সবদিক দিয়েই পরিবেশ ধ্বংস করছে। তাই ইটভাটা অচিরেই বন্ধ করা উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুইজারল্যান্ডে বুঝি অনেক হাঁসের ঝাঁক দেখা যায়।যাইহোক আপনাদের দেওয়া গরিবের সুইজারল্যান্ডের বর্ননা পড়ে বোঝা গেল অতীব নিরিবিলি ও সুন্দর একটি পরিবেশ।কিন্তু সেটা এভাবে নষ্ট হয়ে গেছে জেনে খারাপ লাগছে, ইটভাটা পরিবেশের খুবই ক্ষতি করে।
বিভিন্ন সময়ে আপনাদের অনেকের পোস্টে অথবা ফেসবুকে জায়গাটা দেখেছি আমি। অসাধারণ একটা জায়গা এটা। দেখে আমার অসাধারণ লেগেছিল। কিন্তু জায়গাটার এখন এমন অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। যা কিছু সুন্দর মানুষের মনে বসে যায় কেন জানি সেটা ধ্বংস করার জন্য মানুষ উঠে পড়ে লাগে।