তৃতীয় পক্ষ ইফেক্ট।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। আমরা সব ধরনের সমস্যা মোকাবেলা করে জীবন যুদ্ধে টিকে থাকার চেষ্টা করে যাই।

প্রত্যেকটা মানুষ সমাজবদ্ধ ভাবে বসবাস করতে শিখেছে সেই সৃষ্টি শুরু থেকেই। আমাদের পূর্বপুরুষেরা সমাজবদ্ধভাবেই যে কোন সমস্যার মোকাবেলা করেছেন। একসঙ্গে মিলেমিশে বাস করা এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে সহযোগিতামূলক আচরণ করার সমাজের একটা সৌন্দর্য। এই সৌন্দর্যটা নষ্ট হয় তখনই যখন প্রতিহিংসা ঢুকে যায়।

আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি গ্রামের একটি পাড়া দেখেছি যাদের মধ্যে একসময় বিশাল বন্ডিং ছিলো। বর্তমানে তাদের সম্পর্কে মধ্যে বিশাল ফাটল ধরেছে। তারা মোট নয় ভাই। একজনের বিপদে আরেকজন মুহূর্তেই ঝাঁপিয়ে পড়তো। বর্তমান সিচুয়েশন সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেকেই প্রত্যেকের সাথে ঝামেলা পাকিয়ে বসে আছে। কিছুদিন পর পর ঝগড়া বিবাদ লেগেই আছে। একজন আরেকজনকে মারতে যাচ্ছে মাঝেমধ্যেই। ভাইদের মাঝে শত্রুতা তৈরি হয়ে গিয়েছে।

এটা কেন হল জানেন? আমি তাদেরকে সেই অনেক আগে থেকেই খেয়াল করছি। সম্পূর্ণ হিস্টরি ব্যাখ্যা করছি না শুধুমাত্র এর পেছনের কারণগুলো বলছি। প্রধান কারণ হলো দু একজনের হঠাৎ করে অনেক টাকা পয়সা বেড়ে যাওয়ায় অহংকারী হয়ে যাওয়া। দ্বিতীয় বিষয়টি হলো একজন থার্ড ক্লাস রাজনৈতিক নেতাকে ভক্তি দেখিয়ে নিজেদের মধ্যকার সব বিষয় প্রকাশ করা। আমি অনেক কিছুই জানি। যে নেতা এদের মধ্যে ঢুকেছে সে বহু আগে থেকেই চাচ্ছিলো একটা ফাটল তৈরি করতে। তিনি সফল হয়েছেন।

আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি কম্পেয়ার করতে গেলে দেখা যায় আকাশ পাতালের ফারাক। কেউ কারোর মুখও দেখতে পারে না। অথচ তারা যদি একসঙ্গে থাকতে পারতো তাহলে কেউ কখনোই তাদেরকে কোন ক্ষতি করতে পারত না। নিজেদের মধ্যে ফাটল তৈরি হওয়ার পরে প্রচুর সমস্যা এসেছে তাদের জীবনে। এখন আর সবাই একসাথে প্রটেস্ট করার মত পরিবেশ নেই।

কিছু বিষয় দেখেই শিক্ষা নেওয়া যায়। আমাদের গ্রামের সেই ব্যক্তিদের থেকে আমরা শিক্ষা পাই যে কখনোই থার্ড পারসন কাউকে নিজেদের কোন সমস্যা সমাধানে ডাকা যাবে না। নিজেদের মধ্যে আলোচনা করেই ছোটখাটো ছোট বড় সব ধরনের সমস্যা সলভ করতে হবে। কাউকে সুযোগ দিবেন না আপনাদের অভ্যন্তরীন কোন বিষয়ে নাক গলানোর। তারা কখনোই আপনার মঙ্গল চাইবে না। তারা কিছু ধান্দা নিয়ে আবির্ভাব হয়। সম্পর্কগুলো বিষাক্ত করে দিয়ে তারা হারিয়ে যায়। পারিবারিক, সামাজিক সব বন্ধন গুলো অটুট থাকুক। আল্লাহ হাফেজ।

wolf-8911946_1280.webp
Source



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ভাই প্রতিটি সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, যারা অন্যের ভালো একেবারেই দেখতে পারে না। কোনো পরিবারের মানুষ ভালোভাবে জীবনযাপন করছে এবং একে অপরের সাথে বন্ডিং খুব ভালো, এটা কোনোভাবেই সেসব লোকদের সহ্য হয় না। তাই তারা এতো সুন্দর বন্ডিং এর মধ্যে ফাটল ধরানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল এপ্লাই করে থাকে। সেজন্য তৃতীয় পক্ষকে কখনোই সুযোগ দেওয়া উচিত না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এমন শিক্ষণীয় একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56991.17
ETH 2341.20
USDT 1.00
SBD 2.33