আমার বাংলা ব্লগ //এই সপ্তাহে আমার ৩ টি পোস্ট এর রিভিউ||১০% @shy-fox]//@rayhan111💗

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার সর্ব শেষ তিনটি রেসিপি পোস্ট এর রিভিউ নিয়ে এসেছি। আসলেই রেসিপি পোষ্ট রিভিউ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। রেসিপি গুলো খেতে খুবই মজাদার হয়েছিল।এই রেসিপি গুলো মধ্যে টেংরা মাছের মজাদার রেসিপি আমার বেশি ভাল লেগেছে। আসলে এটি ছিল দেশি টেংরা মাছ। তাই এই টেংরা মাছের রেসিপি আমার বেশি মজাদার লেগেছে।তাই আপনাদের সাথে শেয়ার করেতে পেরে আনন্দিত। তো বন্ধুরা চলুন রেসিপি দেখে শুরু করা যাক,,,।


আমার ৩ টি পোস্ট এর রিভিউ🎥👇

GridArt_20230202_155644543.jpg

👇পোস্ট রিভিউ -১👇
ফুলকপি ও আলু দিয়ে মজাদার ডিম ভুনা রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UHNmKFG5CBJaJeqCL2Q2XrSe31pbWpcYEqxQDLJw2JT32gTekLncq17q9nfjk3TD4PHRsuh9EWJz7rP7FQhrLXddBVmp.jpeg

শীতের সবজি ফুলকপি আমার খুবই প্রিয়। আর এই ফুলকপি দিয়ে যেকোনো রেসিপির খেতে আমার খুবই ভালো লাগে। তাই শীতের মধ্যে ফুলকপি ও আলু দিয়ে মজাদার ডিম ভুনা রেসিপি তৈরি করেছিলাম। এই রেসিপিটি আজকে আবার শেয়ার করলাম।

👇পোস্ট রিভিউ -২👇
আলু, বেগুন ও ফুলকপি দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrQ38a2UHWA5ign1V4UroWnTfWgRYLEydvtrHY63TjJQHU35BmBvJJgninGdNZhYA8JfyPDXzqhrYdkKJ3vkpAz38xthc.jpeg

কপি ও আলু আসলে শীতের মধ্যে মজাদার রেসিপি তৈরি করেছি। টেংরা ও ফুলকপি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা হয়। তাই আজকে আমি ফুলকপি ও আলু দিয়ে মজাদার টেংরা মাছের রেসিপি তৈরি করি।এই রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম।। আশা করছি এই রেসিপিটি পোস্টটি আবার দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে
👇পোস্ট রিভিউ -৩👇
পিঁয়াজ ও বুটের ডাল দিয়ে ডিম ভুনা রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpxpFBsNB7wjPL1pS4cZd6dMAXMWdBakqRn9rTyb6mtE1zgF2U4ZaagAyy5niyx6UewvkgEexyZ42pyeoH3hrTocjhobsNbVpYFd5oEW.jpeg

ডিমের রেসিপি আমার খুবই প্রিয়।আমি ডিম খেতে খুব পছন্দ করি। তবে বুটের ডাল ও ডিমের রেসিপি কখনো তৈরি করা হয়নি। জানিনা এই রেসিপিটি তৈরি করলাম খেতে খুবই মজাদার হয়েছিল নতুন। রেসিপিটি গুলোকে খেতে অনেক সুস্বাদু লেগেছে আমার কাছে।


New_Benner_ABB-1.png


আজকে তাই আপনাদের সাথে আমার সর্ব শেষ তিনটি রেসিপি পোস্টটি শেয়ার করলাম। আশা করছি এই রেসিপির পোস্ট গুলো দেখে আপনাদের ভালো লাগলো। একসাথে শেয়ার করলে রেসিপি পোস্ট গুলো ভালোভাবে উপভোগ দেখতে পারবো।তাই আজকে একসাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে হাজির হবে।সে পরযর্তশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।🙏🌹🙏

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণআমার ৩ টি পোস্ট এর রিভিউ
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

রিভিউ পস্ট পড়তে এবং দেখতে আমার অনেক ভালো লাগে কারণ এক সাথে অনেক গুলো পোস্ট দেখা হয়।কারণ প্রতিদিন তো অনেক পোস্ট শেয়ার করা হয় সবগুলো নজরে আসে না।তাই রিভিউ পোষ্টের মাধ্যমে যেসব পোস্ট দেখার সুযোগ হয় না তা দেখার সুযোগ হয়।ঠিক বলছেন টেংরা মাছ খেতে অনেক ভালো লাগে আমারও।প্রতিটি পোস্ট অনেক লোভনীয় ছিল অনেক ভালো লেগেছে দেখে।

 last year 

সবগুলো রেসিপিই খুব সুন্দর ছিল ভাই।আসলে মাঝে মাঝে ভিন্ন ধরনের রেসিপি দেখলে খেতে বেশি ভালো লাগে। আর আমাদের তো প্রায়ই বিভিন্ন রকম রেসিপি তৈরি করে,আর খেতেও ভালো লাগে।আপনার রেসিপি পোস্ট গুলো আগে দেখেছি, এখনও ভালো লাগলো দেখে।

 last year 

ফুলকপি আর আলু দিয়ে ডিম ভুনা, আবার পেয়াজ আর ডিম দিয়ে বুটের ডাল রান্না করেছেন দেখে আমার দারুণ লেগেছে। কারণ এমন রান্না করা হয়নি।যদিও ফুলকপি আর আলু মাছ দিয়ে রান্না করা হয়েছে তবে এভাবে ডিম দিয়ে কখনো রেসিপি গুলো তৈরি করা হয়নি। যাই হোক আমার কাছে বেশি ইউনিক লেগেছে রেসিপিগুলো। তবে তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া রিভিউ এর মাধ্যমে আবারো রেসিপিগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

টেংরা মাছের রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেশি টেংরা মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এই নদীর মাছ গুলো দামে অনেকটা বেশি হয়। ভাইয়া আপনার শেয়ার করা রেসিপি পোস্টের রিভিউ দেখে ভালো লাগলো।

 last year 

ফুলকপি আর আলু দিয়ে ডিম ভুনা, আবার পেয়াজ আর ডিম দিয়ে বুটের ডাল রান্না করেছেন দেখে আমার দারুণ লেগেছে। কারণ এমন রান্না করা হয়নি।যদিও ফুলকপি আর আলু মাছ দিয়ে রান্না করা হয়েছে তবে এভাবে ডিম দিয়ে কখনো রেসিপি গুলো তৈরি করা হয়নি। যাই হোক আমার কাছে বেশি ইউনিক লেগেছে রেসিপিগুলো। তবে তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া রিভিউ এর মাধ্যমে আবারো রেসিপিগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনার সবগুলো রেসিপি খুব চমৎকার ছিল। আপনি অনেক সুন্দর করে তিনটি রেসিপি রিভিউ করেছেন। আসলে টেংরা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর শীতকালীন সবজি ফুলকপি এবং ডিম সবগুলো আমার প্রিয় খাবার। তবে আপনার রেসিপি ওগুলো খেতে মনে হয় অনেক মজা হয়েছে। এবং অনেক সুন্দর রেসিপি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আপনার শেয়ার করা তিনটি রেসিপি পোস্ট পুনরায় আবার তুলে ধরেছেন। ডিমের রেসিপি আমার কাছে মজা লাগে তবে আজকের এই রিভিউ পোস্টের মধ্যে টেংরা মাছের রেসিপিটা সবচেয়ে বেশি লোভনীয় লাগছে ভাইয়া। লোভনীয় সব রেসিপিগুলো পুনরায় তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66299.06
ETH 3319.61
USDT 1.00
SBD 2.69