"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240717_124627.jpg

আজ মনে হচ্ছে স্বাধীনতার পরেও আমরা স্বাধীন হতে পারিনি। আমরা যেন এখনো পরাধীনতায় রয়েছি তা না হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপরে এভাবে নির্যাতন, আর কোন রাষ্ট্রেই আমি দেখিনি। কিভাবে রাষ্ট্রের যারা হাল ধরবে তাদের রক্তে ভিজে যাচ্ছে এই রাজপথ, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সে সব ছাত্র+ ছাত্রীরা আগামী দিনে হাল ধরবে রাষ্ট্রের সেইসব শিক্ষার্থীদের রক্তে ভিজে যাচ্ছে। কি একটা অবস্থা, আসলে এই ভিডিওগুলো দেখেই যেন চোখের পানি ধরে রাখতে পারলাম না, কি মর্মান্তিক ঘটনা এভাবে ছাত্রদের উপরে হামলা এটা কোন জাতি মেনে নিতে পারে না। আর এই ভিডিওগুলো দেখে যেন খুবই খারাপ লেগেছে আমার।আর এই অনুভূতি নিয়েই আমি কিছু অনু কবিতা লিখেছি। তাই আপনাদের মাঝে অনু কবিতা গুলো শেয়ার করলাম।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

বাংলা মায়ের দামাল ছেলে,
আবারও নেমেছে রাজপথে।
কোটা বাতিলের আন্দোলনে,
নেমেছে তারা একসাথে।

রাজপথে আছে রক্ত কেন,
জাতির কাছে প্রশ্ন?
এই রক্তমাখা রাজপথ আর কতই আমরা দেখব।

অনু কবিতা-২

আবু সাঈদ ভাই চলে গেলে ,
জাতিকে রক্ষা করতে।
তোমার অবদান ভুলবোনা আমরা,
মনে রাখবো তাই ইতিহাস জুড়ে।

তুমি ছিলে বীর বাঙ্গালী বীর সন্তান
তাইতো বীরের বেশে,
কাপুরুষদেন সামনে দিলে নিজের বুকে পেতে।

অনু কবিতা-৩

জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে,
বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে।
দেশের হাল ধরবে তারা জাতিকে রক্ষা করতে।
তাদের বুকের রক্তে কেন ভেসে যাচ্ছে রাজপথে।
এ কেমন জাতি নিয়ে,
আমরা এগিয়ে যাচ্ছি বারো মাস।

অনু কবিতা-৪

চোখের সামনে আর কত ভাইয়ের,
রক্তমাখা দেখবো আমারা
স্বাধীনতার আজও হয়েছে কি,
এটাই জাতির আজ জানে না।

কিভাবে আমরা স্বাধীন হলাম,
জাতি কি সেটা ভাবেনা,
আবারও কেন বুকের ভিতরে,
জেগে উঠেছে স্বাধীনতার চেতনা।

fox-ga73d03b37_1920.png

source

আসলে যে কোন আন্দোলনের পিছনে একটা যুক্তি থাকে। আর এই আন্দোলনটা জাতিকে আরো এগিয়ে নেওয়ার আন্দোলন ছিল। যাই হোক এই আন্দোলন যদি তাদের কাছে মেনে নেওয়ার মতো নাই হয় তাহলে কেন এভাবে নির্যাতন করবে। অন্যায় ভাবে নিরীহ ছাত্র ছাত্রীদের উপরে হামলা। ৫২ ভাষা আন্দোলনের মতোই এভাবে হামলা হচ্ছে। আসলে ছাত্র সমাজ আজ জেগেছে, ছাত্রসমাজের উপরে এভাবে নির্যাতন কোন ছাত্রই মেনে নিতে পারে না। তাই আমিও মেনে নিতে পারিনি। সেই অনুভূতি থেকেই কবিতাগুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। মনের অনুভূতিগুলো যেন এমনিই বের হচ্ছিলো আসলে প্রত্যেকটা ছাত্রের হৃদয়ে যেন এই অত্যাচার রক্ত খনন হয়েছে।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনার এক গুচ্ছ কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি ভাই। প্রতিটি চরণের সঙ্গে প্রতিটি চরণের অসম্ভব মিল রয়েছে এবং আপনার কবিতা যতই পড়ি ততই ভালো লাগে আমার কাছ থেকে শুভকামনা রইল এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলো অন্যরকম ছিল। আপনি খুবই চমৎকার ভাবে কবিতার লাইন গুলো লিখেছেন। আসলে এরকম বিদ্রোহী কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি বেশ দারুন ভাবে কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো।

 4 months ago 

আপনি ঠিক বলছেন আমরা এখনো পরাধীন। এখন ছাত্রদের উপর হামলা দেখলেই বুঝা যায় কত নিরীহ অবস্থায় তাদেরকে নির্যাতন চালাচ্ছে। এই মনে হচ্ছে আবারও সেই একাত্তরের কাল রাতের পাক হানাদার বাহিনীর নির্যাতন। সত্যি দেখে অবাক লাগে মোবাইলের ভিডিও গুলো দেখলে। সুন্দর কবিতা লিখলেন পড়ে ভালো লাগলো।

 4 months ago 

বর্তমান পরিস্থিতি খুবই খারাপ।দেশের এই অবস্থা দেখে মনটা ভীষণ ভার হয়ে আছে।কি যে হবে শেষ পর্যন্ত আমরা কেউ জানি না।আপনি এই পরিস্থিতির কথা ভেবে নিজের অনুভূতি দিয়ে কিছু অনুকবিতা লিখে শেয়ার করেছেন। কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে কবিতাগুলো লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

আমাদের দেশের বর্তমান ভয়াবহ অবস্থাকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর কয়েকটি অণু কবিতা লিখেছেন আপনি। আপনার অনু কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগলো। বর্তমান দেশের পরিস্থিতি যেন আপনার এই অনু কবিতা গুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং রক্ত ঝড়িয়েছে তাদের জন্য খুবই খারাপ লাগছে। আপনি সাম্প্রতিক এই আন্দোলনকে নিয়ে খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। প্রত্যেকটা কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া সমসাময়িক বিষয়ের উপর এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা লেখার জন্য।

 4 months ago 

পুরো দেশবাসী আজ রক্তাক্ত হয়েছে। মেধাবীরা যখন মাঠে নেমেছে তখন তাদের রক্তাক্ত হয়ে ফিরতে হয়েছে। এটা সত্যি অনেক কষ্টের। ভাইয়া আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই ভালো কবিতা লিখেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 75751.82
ETH 2893.02
USDT 1.00
SBD 2.61