পাওয়ার আপ সিজন-৪// ১০ স্টিম পাওয়ার আপ করলাম 💪

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝


হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


পাওয়ার আপ প্রতিযোগিতায় প্রতি সপ্তাহে মতো আজকে পাওয়ার আপ করতে আসলাম। পাওয়ার আপ এর মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করতে আমার খুবি ভালো লাগে।স্টিমেট প্লাটফর্ম আমি আমার শক্তিকে বৃদ্ধি করতে প্রতি নিয়ত পাওয়ার আপ করে থাকি । স্টিমেট প্লাটফর্মে নিজের শক্তি বৃদ্ধি করতে আমি আজকে তাই ১০ স্টিম পাওয়ার আপ করলাম। এভাবেই আমি ক্ষমতা বৃদ্ধি করে যাবো ইনশাআল্লাহ।পাওয়ার আপ এর মাধ্যমে আমি ট্রিপল ডলফিন হওয়ার জন্য নিদিষ্ট পরিমাণ স্টিম পাওয়ার আপ করি।আশা করছি আমার টার্গেট নতুন বছরে সিজন-৪ এর মাধ্যমে আমরা সপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ ধারাবাহিকতা বজায় রাখতে পারি। 🙏🐬🙏


IMG_20240114_171222.jpg

পাওয়ার আপ সিজন-৪ এর মাধ্যমে টার্গেট ডিসেম্বর এর লক্ষ্য নিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাওয়ার আপ করে ট্রিপল ডলফিন হবো।তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।এই পাওয়ার আপ প্রতিয়োগীতার আয়োজন করার জন্য 🙏🐬🙏

টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর পাওয়ার আপ আমি যে ভাবে করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।

ধাপ-১👇

IMG_20240309_212709.jpg

ধাপ-২👇

IMG_20240309_212734.jpg

ধাপ-৩👇

IMG_20240309_212805.jpg

পাওয়া আপ এর পরিমান
পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম ছিল১৪,৩৩৪.১০৩স্টিম
আজকে পাওয়ার আপ করলাম১০স্টিম
পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটে স্টিম হলো১৪,৩৪৪.১০৪স্টিম


প্রতি সপ্তাহে মতো পাওয়ার আপ সিজন-৪,আজকেও ১০ স্টিম পাওয়ার আপ সম্পন্ন করলাম। সপ্ন পূরণের জন্য আমি নিয়মিত পাওয়ার আপ পোস্ট করে যাচ্ছি।এভাবেই নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার শক্তি বৃদ্ধি করছি।আশা করছি আমার লক্ষ্য নিয়ে আমি সিজন-৪ এর মাধ্যমে ট্রিপল ডলফিনের সপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন,আমি যেন পাওয়ার আপ ধারাবাহিকতা বজায় রাখতে পারি। 💖🐬💖

আমার পরিচয়


IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

কমিউনিটিতে পাওয়ার বৃদ্ধি করা মানেই নিজের অবস্থান শক্ত করা আর নিজের অবস্থান শক্ত করার ব্যাপারে বর্তমান সময়ে সকলেই অনেক বেশি সচেতন। পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের অবস্থান যতটা বেশি শক্ত করা যায় হয়তো বা অন্য কোন মাধ্যমে সেটা সম্ভব নয়। শুভকামনা থাকবে আপনার প্রতি খুব দ্রুতই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান,এই কামনা করি।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

একদম তাই স্টিমিট প্লাটফর্মে নিজের অ্যাকাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই । আর সেটা ছোট আর বড় হোক ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই তো বড় কিছু হয় । আপনি 10 স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো । আমাদের সবার উচিত এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করা । আপনার জন্য শুভকামনা রইল আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন ।

 3 months ago 

আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন বেশ ভালো হলো। আপনি পাওয়ার আপ করেছেন মানেই আপনি এক ধাপ সামনে এগিয়ে গিয়েছেন। পাওয়ার বৃদ্ধি করা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। যার যতো বেশি পাওয়ার তার ততো বেশি সক্ষমতা। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 3 months ago 

পাওয়ার আপ করা মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করে নিজের লক্ষ্য এর দিকে আরো একধাপ এগিয়ে গেলেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

প্রতি সপ্তাহের মত আপনি আবারও পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছেন। সত্যিই এটা প্রশংসনীয় উদ্যোগ।
আপনি দীর্ঘদিন যাবত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ নিয়ে এগিয়ে যাচ্ছেন। ট্রিপল ডলফিন আপনার স্বপ্ন আমি জানি, ইনশাল্লাহ সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। এগিয়ে যান ভাই এভাবে আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

নিজের একাউন্টের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আপনি প্রতি সপ্তাহে কম বেশি পাওয়ার আপ করেই চলেছেন। এই ধারাবাহিকতায় এই সপ্তাহে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। এই পাওয়ার আপের মধ্য দিয়ে আপনি নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন। আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 months ago 

কমিউনিটিতে যে কজন ইউজার ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করে যাচ্ছে তাদের মধ্যে আপনি একজন। প্রতি সপ্তা আপনি পাওয়ার আপ করে নিজের একাউন্ট কে অনেক দূর এগিয়ে নিয়ে যাচেছন। আসলে নিজেদের একাউন্টের সক্ষমতা ধরে রাখতে আমাদের প্রত্যেকের উচিত পাওয়ার আপ করে যাওয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 months ago 

আমাদের সকলের উচিত এ ভাবে পাওয়ার বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করবে তার জন্য ততই মঙ্গল। আর এই প্লাটফর্মে তো আমরা দীর্ঘদিন অবস্থান করবো তাই পাওয়ার এর ভূমিকা অপরিসীম। বেশ ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে।

 3 months ago 

আপনি প্রতিনিয়ত নিজের সক্ষমতা বৃদ্ধি করছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলের উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। এরই মধ্য দিয়ে আপনি ১৪৩৪৪ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93