চারদিকে আজ বৃষ্টির প্রার্থনা

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


কিছুদিন হলো প্রচণ্ড গরম পড়েছে, বাইরেই বের হওয়া যাচ্ছে না। মনে হয় সূর্য মামা আমাদের সাথে রাগ করেছে, যার কারণে তার রাগ যেন আমাদের উপরে ঝাড়ছে তার প্রচন্ড সূর্যের তাপ দিয়ে। আর এই সূর্যের তাপের কারণে বাইরে বের হলেই মাথায় যেন ফেটে যাবে। রোদের ভিতর একটুও থাকতে পারিনা কারণ প্রচন্ড রোদ আর এই রোদের কারণে থাকাই যায় না। আসলে রোদ যেমন বেশি তেমন গরমও বেশি, বাতাসও নেই আর এই বাতাস না থাকার কারণে তাপমাত্রা এত বৃদ্ধি পেয়েছে যার কারণে আমাদের জীবন মানের উপরে অনেক বড় ধরনের প্রভাব পড়েছে। আর এই প্রভাবের কারণে প্রতিদিনই যেন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি হিটস্ট্রোকে মারাও যাচ্ছে। আর এই হিটস্টোকে মারা যাওয়ার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


hands-1838659_1280.jpg

source

হয়তো আমাদের যাদের অর্থ বেশি আমরা যারা উচ্চ লেভেলের মানুষ, তারা এই রোদের কারণে বাইরে বের হয় না। আমরা এসির মধ্যে থাকি এবং ফ্যানের বাতাসে মুয়ে বসে সময় পার করে দেই। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, এই রোদকে উপেক্ষা করে তাদের কর্মস্থলে যেতে হয়, তাদেরকে কাজ করতে হয়। বিশেষ করে কর্মচারীরা ও গ্রামের কৃষকেরা এই কঠোর রোদের ভিতরে তারা জীবনের মায়া ত্যাগ করে যেন প্রতিনিয়ত কাজ করছে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আর যার কারণে এত গরমের মধ্যে কাজ করার কারণে তারা বেশিরভাগই অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই এই পরিবেশকে তৈরি করেছি, কারণ আমরা প্রতিনিয়ত গাছ কেটে ফেলেছি, আর যখন গরম এবং রোদ বেশি তখন আমরা গাছ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এখন প্রতিনিয়ত গাছলাগানোর জন্য উঠে পড়ে লেগেছি, এত গরমে গাছ লাগালে সেই গাছ কি বেঁচে থাকবে এবং এই গাছটি সাথে সাথেই আমাদের উপকার করবে।


যাইহোক এত গরমে আর টিকে থাকা যাচ্ছে না, গ্রামের মানুষ এবং শহরের মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে বৃষ্টির জন্য। আসলে বৃষ্টি হলে এই পরিবেশ গরম আর থাকবে না, পরিবেশ অনেক শীতল হবে, ঠান্ডা হবে। আসলে মানুষের জন্য বৃষ্টি যে কতটা উপকার করে, সেটা এখন মানুষ ঠিকই বুঝতে পারছে। তাইতো তারা প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে বৃষ্টি যেন হয়। আর এই বৃষ্টির জন্য কৃষকেরা চেয়ে আছে আকাশে দিকে, মনে হচ্ছে যদি বৃষ্টি নামে তাহলে তারা মনের আনন্দে, মনের খুশিতে চোখ বন্ধ করে এই বৃষ্টির পানিতে ভিজবে। আর বৃষ্টির পানিতে ভিজতে পারলেই কতটা আছে শান্তি লাগবে সেটা শুধু চোখ বন্ধ করে কল্পনা করলেই বুঝতে পারা যায়। আমিও নিয়ত করেছি বৃষ্টি যখন নামবে, তখন এই বৃষ্টিতে ভিজবো, আর বৃষ্টিময় সেই আনন্দের গান গাইতে থাকবো।


আসলে ছোটবেলা যখন বৃষ্টি নামতো, তখন বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজতাম, আর এই বৃষ্টির পানিতে খেলাধুলা করার মুহূর্ত অসাধারণ। বিশেষ করে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সেই স্মৃতিময় দিনের কথা খুব মনে পরছে।তাই অনেকদিন হলেই ভাবতেছিলাম কবে বৃষ্টি নামবে। আর এই বৃষ্টির পানিতে ভিজবো, বৃষ্টি পানিতে ভিজে মনের আনন্দটা মেটাবো। আসলে বৃষ্টির পানিতে ভেজার মুহূর্তগুলো সত্যি অসাধারণ। জানিনা কবে বৃষ্টি নামবে, তবে বৃষ্টির পানিতে ভিজতে পারলে মন এবং শরীর দুটাই একদম শান্ত হয়ে যাবে। তাই বৃষ্টির জন্য প্রার্থনা করছি, সৃষ্টিকর্তা যেন বৃষ্টি দিয়ে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে, যেখানে গরম পড়েছে সেই স্থানগুলোকে শীতল করে দেয়। আসলে বৃষ্টির জন্য প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে যেন প্রার্থনা করা হচ্ছে। আল্লাহতালা যেন বৃষ্টি দিয়ে আমাদের এই পরিবেশটাকে ঠান্ডা ও শীতল করে দেয়।


এই বৃষ্টির জন্য শুধু মানুষরাই অপেক্ষা করছে না। বৃষ্টির জন্য প্রত্যেকটা প্রাণী যেন অপেক্ষায় রয়েছে। এই বৃষ্টির পানিতে তারাও ভিজবে। আসলে অনেকদিন হলো প্রচন্ড গরম হওয়ার কারণে বৃষ্টি যেন প্রত্যেকের জন্যই উপকার হয়ে আসবে। বিশেষ করে এই খাঁ খাঁ রোদের কারণে মাঠি যেন ফেঁটে গিয়েছে, সেও যেন এই বৃষ্টির পানিকে ভিজতে চায়। ফসলের মাঠের ফসলগুলো যেন এই বৃষ্টির পানিতে ভেজার জন্য মন ছুটে গেছে। তাই বৃষ্টি যেন আমাদের প্রত্যেকের জন্য রহমত বরকত নিয়ে আসে এটাই কামনা করি। আর আল্লাহতালা যেন বৃষ্টি খুব তাড়াতাড়ি দিয়ে আমাদের এই পরিবেশটাকে শীতল করে দেয় সেটাই প্রার্থনা করি। বৃষ্টির জন্য প্রত্যেকটা মানুষ যেমন অপেক্ষা চেয়ে রয়েছে, তেমনি গাছ-গাছালি এবং কীটপতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী এই বৃষ্টির জন্য প্রার্থনা করছে।


আজ বারবার মনে হচ্ছে আই বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে ছোটবেলার এই কথাগুলো। আসলে বৃষ্টিকে আমরা এভাবেই চায়তাম ছোটবেলায়।বৃষ্টি এসে যেন আমাদের এই পরিবেশটাকে শীতল করে দেয়, আমাদের মনটাকে যেন শান্ত করে দেয়। আর বৃষ্টি আসলেই বৃষ্টির পানিতে ভিজে শরীর ও মনকে শান্ত করে নেব এটাই যেন প্রার্থনা করছি। তো আমার মতো আপনাদের হয়তো এই বৃষ্টির পানিতে ভেজার অনেকেরই ইচ্ছা রয়েছে। আসলে বৃষ্টির পানিতে ভেজার মুহূর্তগুলো সত্যি অসাধারণ। তাই আবারও আল্লাহতালার কাছে দোয়া ও প্রার্থনা করছি। মহান আল্লাহতালা যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে আমাদের এই পরিবেশটাকে শীতল করে দেয়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে হাজির হব ভিন্ন কোন পোস্ট নিয়ে। এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া বৃষ্টির জন্য জনজীবন অতিষ্ঠ। আপনি ঠিক বলেছেন ভাইয়া শুধু মানুষ নয় প্রতিটি গাছ পালা পশুপাখি সবাই বৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছে। সব জায়গায় দোয়া করছে। আশাকরি অতি তারাতাড়ি বৃষ্টি নামবে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে বর্তমান সময়ে খরা প্রাকৃতিক দুর্যোগের মাঝে সেই ছোটবেলায় বৃষ্টিতে ভেজার মুহূর্তের কথাগুলো বেশ মনে পড়ে যায়। যাহোক বর্তমান সময়ে বৃষ্টির জন্য আমরা সকলেই সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা করছি। যাতে বৃষ্টি হওয়ার মধ্য দিয়ে বর্তমান আবহাওয়া পরিবর্তন হয়।

 2 months ago 

চারদিকে আজ বৃষ্টির প্রার্থনা শিরোনামে সুন্দর একটি লেখা শেয়ার করেছেন ভাইয়া। টানা প্রায় মাস খানেক ধরে তাপপ্রবাহ বিদ্যমান। বৃষ্টির জন্য হাহাকার। সবাই বৃষ্টি চাচ্ছে। কিন্তু "বৃষ্টির জন্য কৃষকেরা চেয়ে আছে আকাশে দিকে" কথাটা মনে হয় প্রযোজ্য নয়। কারণ কৃষকের ঘরে এখন ইরি/বোর ধান উঠছে। বৃষ্টি হলে বরং কৃষকের ক্ষতি হবে! এইটুকু ছাড়া আপনার লেখাটি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া কি আর বলব এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সকল মানুষ। সেই সাথে চারিদিকে বৃষ্টির জন্য অনেক প্রার্থনা এবং রোদের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করা হচ্ছে। হ্যাঁ ভাইয়া আজকে আমাদের গ্রাম থেকেও আমাদের স্কুল মাঠ প্রাঙ্গনে এই বৃষ্টির জন্য নামাজ সহ প্রার্থনা করা হয়েছিল। সবকিছুই আল্লাহ পাকের ইচ্ছা তবে এই করুণাময় বৃষ্টি পেলেই যেন একটা শান্তি সবার মাঝেই ফিরে আসতো। পোস্টটি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলে প্রচণ্ড গরমে কর্মজীবী মানুষের জীবনযাত্রা থেমে নাই। অনেক কষ্টের মাধ্যমে ও তাদের জীবন যাত্রার মান অব্যাহত রাখতে হয়েছে। চারিদিকে বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়া হচ্ছে। বিভিন্ন মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। আল্লাহতালার রহমত আমাদের মধ্য থেকে উঠে গিয়েছে। আমাদের কর্মকাণ্ডের কারণে সেজন্য সেই সকল ভুল ত্রুটি থেকে নিজেকে বিরত রেখে সঠিক পথে চলতে হবে । আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে পরিবেশ ঠান্ডা করে দেবেন।

 2 months ago 

প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ সবাইকে কষ্ট দিচ্ছে। ছোট বড় সবাই কষ্ট পাচ্ছে। এই রোদে বাহিরে টিকে থাকা সত্যিই অনেক কঠিন হয়ে পড়েছে। তাই তো সবাই একটু বৃষ্টির প্রত্যাশা করছে। ভাই আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 2 months ago 

সত্যিই এই গরম যেন কিছুতেই সহ্য করার মত না। অপরদিকে মাঠে ফসলের অবস্থা খুবই খারাপ অনাবৃষ্টির কারণে। এক পশলা বৃষ্টির জন্য চারদিকে হাহাকার এবং সবাই প্রার্থনা করছে।আশা করা যায় সৃষ্টিকর্তা খুব দ্রুতই তার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64886.88
ETH 3516.64
USDT 1.00
SBD 2.37