গান-খড়বায়ু বয় বেগে.. (১০% @shy_fox এর জন্য)
তারিখ-২১.০৪.২০২৩
নমস্কার বন্ধুরা
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
বন্ধন দুর্বার সহ্য না হয় আর
টলমল করে আজ তাই ও
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না, "যাই কি নাহি যাই রে"
সংশয়পারাবার অন্তরে হবে পার
সংশয়পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে
গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না, "যাই কি নাহি যাই রে"
সংশয়পারাবার অন্তরে হবে পার
সংশয়পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল
জয় জয় জয়গান গাইয়ো
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ কার্তিক, ১৩৪৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ অক্টোবর, ১৯২৭
রচনাস্থান: O & E Hotel, পিনাঙ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ ছাড়া হয়তো আমরা বাঙালি জাতি অসম্পূর্ণই থেকে যেতাম। কি অদ্ভুত লেখনি এবং কি মায়াবী তার সুর! কবিগুরুকে নিয়ে মন্তব্য করার স্পর্ধাও হয়তো আমার নেই। তবে গানটি আপনার কন্ঠে এবার প্রথম শুনলাম। রবি ঠাকুরের গান শুনে ভালো লাগবে না, এমন কখনোই হতে পারে না। অনেক দূর এগিয়ে যান, এই শুভ কামনাই রইলো।
ধন্যবাদ আপনাকে।
এই গানটা কোথায় যেন আমি শুনেছিলাম কিন্তু এখন আর শুনে না। সম্ভবত বেতারে শুনেছিলাম। তবে যাই হোক আপনার কন্ঠে আজকে এই গানটা শুনতে পেলে আমার অনেক ভাল লেগেছে। সুন্দর আপনার কন্ঠ আর সুন্দর গানের কলি। সব মিলিয়ে অসাধারণ কানে ভেসে আসলো।
অনেক ধন্যবাদ দাদা