জোহানেসবার্গের কিছু ছবি(১০% @shy-fox এর জন্য)
তারিখ-২৯.০৬.২০২৩
🚩হর হর মহাদেব🚩
নমস্কার বন্ধুরা
প্রথম আলোকচিত্র
প্রথমে যে জায়গাটা দেখছেন এটিকে জোহান্সবার্গের ওয়াটার ফ্রন্ট বলে।এখানে সমস্ত রকম লঞ্চ, ক্রুস, বোট এগুলো রয়েছে।এছাড়া এই এলাকাকে ঘিরে ছোট ছোট অনেক দোকান তৈরি হয়েছে যেখানে টুরিস্ট রয়েছে যারা এখানে লোকাল জিনিস কেনাকাটা করে।
দ্বিতীয় আলোকচিত্র
এই জায়গাটির নাম আমি ভুলে গেছি। শুধু ছবিটা দিলাম একটা ঢালু জমির উপরে কিভাবে সোজা একটা গাছ উঠেছে আর উপর থেকে সূর্যের আলোটা পড়ায় কতটা আকর্ষণীয় লাগছে সম্পূর্ণ পরিবেশটি সেটা আপনাদের দেখানোর জন্য।
তৃতীয় আলোকচিত্র
এটি সাউথ আফ্রিকার খুবই বিখ্যাত একটি জায়গা টেবিল মাউন্টেন। এখানে অনেক পর্যটক আছেন তারা ট্রাকিং এবং হাইকিং করেন এবং এই সুন্দর পরিবেশকে উপভোগ করেন। এখানকার বৈশিষ্ট্য এটাই পাহাড়টির উপরিভাগ টেবিলের মতো সমতল।কিন্তু এটি একটি পাহাড়। বিশেষ করে মেঘ যখন ঘিরে থাকে দেখলে মনে হয় স্বর্গরাজ্যে রয়েছি।
চতুর্থ আলোকচিত্র
এটি সাউথ আফ্রিকার আরেকটি জায়গা। এর নাম লায়ন পিক ।হয়তো কোন এক সময় এই পাহাড়ের চূড়া সিংহের মতো দেখতে হয়ে গিয়েছিল। সেই কারণে এই নাম হয়েছে। সে কারণ যাই হোক প্রাকৃতিক পরিবেশ কতটা আকর্ষণীয় সেটা আপনারা দেখলেই আশা করি বুঝতে পারছেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ পরিবেশ দেখলে মন ভরে যায়।
পঞ্চম আলোকচিত্র
সিল আইল্যান্ড অর্থাৎ চারিদিকে আপনারা সিন্ধুঘটক দেখতে পাবেন।সিন্ধু ঘটক যদিও বেশ খানিকটা ফেরোশাস পশু। তবে মানুষের বন্ধু হয়ে গেলে ভয়ের কিছু থাকে না। পুরো আইল্যান্ডটা জুড়ে এভাবেই পাথরের উপরে সিন্ধুঘটকরা শুয়ে থাকে।এখানেই তারা তাদের প্রজনন থেকে শুরু করে বাচ্চা প্রতিপালন সবটাই করে। যখন সমুদ্রের ঢেউ পাথরের উপর আছড়ে পড়ে, এই সিন্ধুঘোটকরা সেই ঢেউয়ের ফেনায় খেলা করে। তার দৃশ্য অতীব মনোরম।
ষষ্ঠ আলোকচিত্র
এই অঞ্চলটির নাম হারমোনিয়াস। সমুদ্রের পার ঘিরে এভাবেই ছোট, সরু রাস্তা মানুষের হাঁটার জন্য। আর ঘন জঙ্গলে ঘেরা। দেখতে হাতে আঁকা ছবির মতই মনে হয়। এরকম জায়গাও যে সত্যিকারের থেকে থাকতে পারে, এখানে না গেলে আমি বুঝতে পারতাম না।
তারিখ-৫.০৩.২০১৭
ডিভাইস-জিওনি মোবাইল
স্থান-জোহানসবার্গ, সাউথ আফ্রিকা
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও আপু অসাধারণ কিছু ছবি আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম।জোহানেসবার্গের কিছু ছবি, এই ছবিগুলো অসাধারণ দেখাচ্ছে এর মধ্যে সবথেকে ভালো লেগেছে আমার ৫ নম্বর ফটোগ্রাফিটি ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ ভাই
জোহানেসবার্গের খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য চমৎকার ভাবে উপভোগ করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় ছুড়ে দেয় । এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।