অনেক দিন পর ফল কেনার অভিজ্ঞতা থেকে

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

অনেক দিন পর ফল কেনার অভিজ্ঞতা

1000012873.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি ফল কেনার অভিজ্ঞতা নিয়ে। আসলে এখন চলছে ফলের মৌসুম।আর আমাদের দেশে সবকিছু হলো ভেজাল। আর এই ভেজাল যুক্ত খাবার খেয়ে খেয়ে আমরা সবাই প্রায় অসুস্থ হয়ে পড়েছি।আসলে ভেজাল যুক্ত খাবার খেয়ে খেয়ে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। দেখুন আম পাকার আগেই ফরমালিন দিয়ে সব আম পাকিয়ে ফেলে।শুধু আম কেন সকল ফল এভাবে ফরমালিন দিয়ে পাকায়। আর আমরা টাকা দিয়ে কিনে ফল খায় না বিষ খায়। যদিও বিষ আমরা সবাসরি খায় না তবে বিভিন্ন জিনিস এর মাধ্যমে খায়। যাইহোক সবকিছুতে ভেজাল না খেয়ে আর কি করবো।তাই যতদিন বাঁচবো এই ভেজাল যুক্ত জিনিস গুলো খেয়েই বাঁচতে হবে। তাই কয়েক দিন আগে গিয়েছিলাম কিছু ফল কেনার জন্য । আসলে সিজনাল ফল তো বাচ্চাদের জন্য একটু কিনতেই হয়। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000012875.jpg

1000012873.jpg

আসলে কয়েক দিন আগে আমি গিয়েছিলাম লিচু কেনার জন্য। সত্যি বলতে এবার লিচুর সিজনে বাইরে যাওয়া হয়নি তাই তেমন লিচু কেনা হয়নি।তবে কেনা হয়নি দেখে যে বাচ্চারা খায়নি তা কিন্তু নয়। অন্য সবাই লিচু কিনে এনেছিল।তার বাবা ও লিচু কিনে খাওয়ায়।তবে আমি প্রতি বার অনেক লিচু কিনি বাচ্চাদের জন্য কিন্তু এবার কিনা হয়নি। তাই গিয়েছিলাম লিচু কেনার জন্য। আসলে প্রতিবারের তুলনায় এবার হয়তো দাম আরো বেশি। আমাদের দেশি লিচু গুলো একটু কম দামে কেনা যায় তবে লিচু গুলো একটু সাইজে ছোট আর টক ছিল। তাই আর দেশি লিচু কেনা হয়নি। তারপর আমি কিছু রাজশাহী লিচু কিনলাম। আসলে রাজশাহীর লিচু গুলো দেখতে ও খেতে অনেক মজার ছিল।

1000012849.jpg

1000012848.jpg

লিচু কেনা শেষ হলে চলে আসলাম কিছু আম কেনার জন্য। আসলে এবার বাড়িতে আম ধরেনি। তবে ধরেনি দেখে যে একেবারে ধরে নি তা কিন্তু নয়। তবে প্রতিবারের মতো এবার যা ধরেছে কিন্তু আচার বানানোর মতো নয়।যাইহোক আম কিনতে যাবার আগেই চোখে পড়লো তরমুজ। আমার মেয়ে আবার তরমুজ খেতে অনেক পছন্দ করে তাই বায়না ধরল তরমুজ কেনার জন্য। তবে অনেক দিন হলো তরমুজ কেনা হয়নি। তাই ভাবলাম মেয়ে যেহেতু বলেছে তাহলে একটা কিনে ফেলি।তখন তরমুজ দেখতে লাগলাম। আসলে তরমুজ দেখে পছন্দ না হলে কি হবে দাম দেখে ভয় লাগে। এই ছোট ছোট তরমুজ গুলো পিস প্রতি ৩০০ টাকা চায়। আসলে একবার তরমুজ কেনা বয়কট করেছিল তখন একটু দাম কমেছিল। আবার আগের মতো দাম।যাইহোক সব কিছুর দাম অনেক আর তো তরমুজ। তারপর আমি ২৫০ টাকা দিয়ে একটা তরমুজ কিনেছি। তবে দাম বেশি হলেও তরমুজ অনেক মিষ্টি ছিল।

1000012853.jpg

1000012863.jpg

অবশেষে আসলাম আম কেনার জন্য। আসলে আমি আচারের জন্য আম কিনতে চেয়েছিলাম।তবে গিয়ে দেখি কাঁচা আমের চেয়ে পাকা আম বেশি। আসলে আম গুলো এখনো পাঁকেনি তবে ফরমালিন দিয়ে পাকানো হয়েছে। আসলে আমার আম কেনার উদ্দেশ্য ছিল কাঁচা যেহেতু পাকা আম পেয়েছি তাই আর দেরি করিনি কিনতে। আসলে আমার ছোট মেয়ের আম অনেক পছন্দ। আম হলে ওর আবার আর কিছুই লাগে না। তবে মাত্র আম পেকেছে তাই কিনতে চায়নি কিন্তু বাচ্চারা তো আর মানে না। যাইহোক তারপর কিছু পাকা ও কিছু কাঁচা আম কিনেছি।তবে পাকা আমের চেয়ে কাঁচা অনেক ভালো ছিল। যদিও পাকা আম তেমন মিষ্টি ছিল না তবে মোটামুটি ছিল। আমার মেয়ে অনেক মজা করে খেয়েছে। যাইহোক সব মিলে বেশ ভালোই ফল কিনেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর



আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ঠিক বলেছেন আপু এখন হচ্ছে মৌসুমীর ফলের সিজন। আসলে ফরমালিনমুক্ত কোন কিছু এখন পাওয়া যায় না। আর পাওয়া গেলেও খুবই কম। তবে যেহেতু ফলের সিজন তাই ফরমালিন যুক্ত হলেও ফলগুলো আমাদের খেতেই হয়। বর্তমান বাজারে সব কিছুই দাম উর্ধ্বমুখী। আর লিচুর দাম সব সময় একটু বেশি থাকে। তরমুজের দাম তো অনেক বেশি দেখছি। আমাদের এদিকেও সব কিছুর অনেক দাম। ফলের কেনাকাটা গুলোর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

জি আপু ভেজাল যুক্ত হলেও আমাদের ফল গুলো খেতেই হয়, ধন্যবাদ আপু।

 2 months ago 

এ কথা ঠিক বলেছেন যে এখনকার ফলগুলো ফলমেলিন দিয়ে পাকার আগেই পাঠিয়ে ফেলা হচ্ছে। আর যদি লিচুর কথা বলা যায় তাহলে তো এখন মোটামুটি কিছু ব্যবসায়ীরা লুটপাট করে নিচ্ছে ওই জন্য বাজারে তেমন একটা যায় না। ‌ যাই হোক আপনার ফলমূল কেনার অভিজ্ঞতাটা বেশ ভালই লাগলো। খুব সুন্দর ভাবে এটি আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন।

 2 months ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

সত্যি ই আপু ফলগুলোর মধ্যে ফরমালিন দিয়ে খাওয়ার অযোগ্য করে তোলে।কাঁচা ফলকে পাকিয়েও লাভবান হতে চায়।নিজেরা জেনে বুঝে না খেতে চাইলেও বাচ্চাদের জন্য কিনতেই হয়।আপনি পাকা আম কিনলেন মেয়ের জন্য। কাঁচা আম ও কিনলেন।তবে পাকার চাইতে কাঁচা আম গুলো ভালো ছিল।মেয়ের জন্য তরমুজ ও নিলেন।এটা ঠিক এই ছোট ছোট তরমুজ গুলো খুব মিষ্টি হয়।আমিও এনেছিলাম।ধন্যবাদ আপু ফল কেনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 months ago 

সত্যি আপু বাচ্চাদের জন্য না কিনে পারা যায় না, ধন্যবাদ আপু।

 2 months ago 

ফল কেনার দারুন কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন আপু। সত্যিই অন্য বছরের তুলনায় এই বছরের ফলের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। আগের মত ফল খেতেও তেমন ভালো লাগেনা। সুন্দর একটি অভিজ্ঞতা আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

বাজার থেকে ফল কেনার মুহূর্ত আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করে দেখিয়েছেন। আপনার দারুণ এই অনুভূতি দেখে খুবই ভালো লাগলো। এখন বাজারে অনেক লিচু উঠেছে এই মুহূর্তে লিচু কিনে খেতে পারলে খুবই ভালো লাগে। তবে আপু আমাদের সৌভাগ্য ছিল আমাদের একটি গাছে অনেকে অনেক লিচু হয়েছিল। এরপর সেগুলা ফুরিয়ে গিয়ে আবার কিনে আনা হয়েছে বেশ কয়েকবার।

 2 months ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

অনেক সুন্দর ফল কেনার অনুভূতি শেয়ার করলেন। বর্তমান সময়ে ফলের দোকানে যাওয়া সম্ভব হচ্ছে না আপু অনেক বেশি দাম। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা তো ফলের দোকানের ধারেও যেতে পারবেনা। এত বেড়ে যাচ্ছে দিন দিন জিনিসের দাম সেই সাথে ফরমালিন এর ব্যবহার বাড়তেছে। অবশেষে আপনি আপনার পছন্দের জিনিসগুলো ক্রয় করলেন। বিষয় টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 months ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আসলে একেবারে সবকিছুকেই ভেজাল বলা যাবে না কারণ এখনো কিছু কিছু ভালো আছে। যাইহোক অনেকদিন পর আপনি ফল কিনতে গিয়েছিলেন এবং ফল কিনতে গিয়ে আপনি রাজশাহীর লিচু,তরমুজ ও আম কিনেছিলেন জেনে ভালো লাগলো। আশা করি আপনার কেনা ফালগুলো বেশ ভালই ছিল। যাইহোক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

সব কিছু বলতে বেশির ভাগ জিনিস ভেজাল তাই আমরা ভেজাল যুক্ত জিনিস গুলোই বেশি খায়।ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আমিও সেদিন বাসার জন্য কিছু লিচু নিয়েছিলাম। প্রত্যেক বছরের থেকে এবার লিচুর দাম বেশ চড়া বাজারে। আপনি আপনার বাচ্চাদের জন্য লিচু, আম তরমুজ কিনেছেন দেখে ভালো লাগলো। বাচ্চারা নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু ফল কেনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু বাচ্চাদের লিচু হলে আর কিছুই লাগে না, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

লিচুর দাম এবার আসলেই বেশ চড়া। আমাদের এখানে ১০০ লিচুর দাম ৫০০ টাকা। আমিও সেদিন ৫ কেজি পাকা আম কিনেছিলাম ৫০০ টাকা দিয়ে। কিন্তু আম গুলো খেতে তেমন ভালো লাগেনি। তাছাড়া ছোট তরমুজও ২৫০-৩০০ টাকার নিচে না। যাইহোক বাচ্চাদের জন্য বেশ ভালোই ফল কিনেছেন আপু। এতো চমৎকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জি ভাইয়া লিচুর দাম অনেক চড়া এবছর, সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57320.16
ETH 2472.81
USDT 1.00
SBD 2.31