রং তুলির ছোঁয়ায় প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটি পেইন্টিং পোস্ট। অনেকদিন হলো আপনাদের মাঝে কোন ধরনের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং পোস্ট শেয়ার করা হয় না। সেই ভাবনা থেকে আজ একটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করলাম। সুন্দর একটি গাছসহ জলপ্রপাতের চমৎকার দৃশ্য আজকের পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছি। জানিনা কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তারপরও আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। এই ধরনের পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় জন্য সব সময় করা হয়ে ওঠে না।

IMG_20240421_163330_750@1675003344-01.jpeg

IMG_20240421_163315_450@-1041818412-01@1550093949-01.jpeg

তাহলে চলুন আজকের এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি আমি কিভাবে তৈরি করলাম এবং কি কি উপকরণ ব্যবহার করলাম সেগুলো দেখে নিই।

উপকরণ সমূহ :

• আর্ট পেপার
• এক্রেলিক রং
• রং তুলি

ধাপ-১

প্রথমে পেপারটির নিচের অংশে নীল রং করে নিয়েছি ব্রাশের সাহায্যে।

IMG_20240421_161607_866@2064886245-01.jpeg

ধাপ-২

এরপর উপরের অংশের দুই সাইডে আবারও নীল রং করে নিলাম। মাঝখানের ভেতরের অংশটুকু ফাঁকা রেখেছি।

IMG_20240421_161825_848@1637454183-01.jpeg

ধাপ-৩

এখন ফাঁকা অংশটুকুতে সাদা এবং নীল রঙ মিক্স করে রং করে নিলাম। এটা মূলত জলপ্রপাত।

IMG_20240421_162016_934@-1793481922-01.jpeg

ধাপ-৪

জলপ্রপাত যেহেতু পানির মধ্যে পড়ছে সেজন্য পানির ছিটা তৈরি হচ্ছে এভাবে করে আঁকিয়ে নেওয়ার চেষ্টা করেছি।

IMG_20240421_162245_717@-1703998497-01.jpeg

ধাপ-৫

এখন কালো রঙের সাহায্যে একটি গাছ আঁকিয়ে নিলাম। তারপর কমলা রং দিয়ে গাছের ফুল আঁকিয়ে সৌন্দর্য আরো বৃদ্ধি করে নিলাম।

IMG_20240421_162525_923@-606915839-01.jpegIMG_20240421_163020_724@-1409757035-01.jpeg
সর্বশেষ ধাপ

সবশেষে পেইন্টিং এর সাইডে আমার একটি সিগনেচার করে নিলাম।

IMG_20240421_163243_787@-2054570091-01.jpeg

IMG_20240421_163310_304@-1621436041-01.jpeg

এই ছিল আমার আজকের পেইন্টিং পোস্ট। পোস্টটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাল্লাহ।।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করেছেন।রং তুলির ছোঁয়ায় প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং। ঝরনাটি আপনি গাছের পেছনে অঙ্কন করাই দেখতে অনেক বেশি ভালো লাগছে আমার কাছ থেকে। অনেক সুন্দর ছিল আপনার অংকটি ধন্যবাদ।

 last month 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর পেইন্টিং আমাদেরকে দেখার সুযোগ করে দেন।
আজকের পেইন্টিংটি অসাধারণ হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশনের জন্য দেখতে বেশি সুন্দর লাগছে।
রঙিন গাছের আড়ালে ঝরনার সৌন্দর্যটা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপ গুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last month 

পেইন্টিং সম্পর্কে এত সুন্দর একটি কমেন্ট পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

মনে হচ্ছে গাছের পাতার উপর জলপ্রপাতের পানি পরছে। আপনার পেইন্টিংটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মোমেন্টটা খুব সুন্দর করে রং তুলির ছোয়ায় ফুটিয়ে তুলেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।আপনাদের কাছে ভালো লেগেছে জেনে সত্যিই খুব খুশি হলাম ।

 last month 

আপু আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। গাছ থেকে শুরু করে চারপাশের পরিবেশ সবকিছুই দেখতে অনেক সুন্দর হয়েছে। রং তুলির ছোঁয়ায় প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 last month 

আপনার থেকে এত সুন্দর একটি মন্তব্য পেয়ে সত্যিই খুব আনন্দিত হলাম আপু।

 last month 

রং তুলি দিয়ে চমৎকার আর্ট তৈরি করেছেন আপু। ঝরনা টি গাছের পিছনে এঁকেছেন দেখে বেশ ভালো লাগলো। রং তুলির ছোঁয়ায় চমৎকার প্রাকৃতিক দৃশ্যের আর্ট তৈরি করেছেন। ধন্যবাদ আপু।

 last month 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last month 

রং তুলির ছোঁয়ায় বেশ দারুন প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। এটা দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। দেখতেও ভীষণ দারুন লাগছে। বরাবরের মতোই আপনার পেইন্টিং গুলো দেখতে আমার বেশ দারুন লাগে।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা।

 last month 

খুবই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন আপু। আপনার করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। দুর্দান্তভাবে পেইন্টিং টি উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

কমেন্ট করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 last month 

চমৎকার ফুটিয়ে তুলেছেন আপু আপনি প্রাকৃতির দৃশ্যের আর্ট। বেশ ভালো লাগলো দেখে জলপ্রপাতের দৃশ্যটি। যখন বৃষ্টি হয় তখন এভাবে গাছের উপরে বৃষ্টি পানি ঝাপিয়ে পড়ে পাহাড় থেকে। এত সুন্দর একটি দৃশ্য আপনি খুব সুন্দর ভাবে পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তুললেন। আপনার পেইন্টিং দেখতে খুবই ভালো লাগলো।

 last month 

আপনার মতামতটি পেয়ে অনেক ভালো লাগলো আপু। ভালো থাকবেন সবসময়ই।

 last month 

প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং খুবই সুন্দর লাগতেছে আপু। আপনি বিভিন্ন ধরণের পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আপনার পোস্ট মাঝে মধ্যে ভিজিট করার চেষ্টা করি। আপনার পোস্ট গুলো সত্যি ভীষণ ভালো লাগে। প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

আমার পোস্টগুলো সম্পর্কে আপনার থেকে এত সুন্দর একটি মন্তব্য পেয়ে সত্যিই খুব ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67597.54
ETH 3772.68
USDT 1.00
SBD 3.55