নিজের তোলা কিছু ফুলের ফটোগ্রাফি
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফুলের ফটোগ্রাফি করতে আমার বারবারই অনেক ভালো লাগলে ৷ ফুল যেমন পছন্দের আমার তেমনই ফুলের ফটোগ্রাফি ও করতে অনেক পছন্দ করি ৷ সেদিন এক ফুলের নার্সারী থেকে আমি এই ফটোগ্রাফি গুলো করেছি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
এই ফুলের নাম জবা ৷ সাদা জবা ফুল , দেখতে অনেক সুন্দর এবং আর্কষনীয় একটি ফুল ৷ আমার অনেক পছন্দের এই ফুলটি ৷ বেশ বড় বড় ছিলো এই জবা ফুল গুলো দেখতে ৷ নার্সারিতে বেশ কিছু জবা ফুলের জাত দেখলাম ৷ তার মধ্যে এই জবা ফুলের জাত আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ পাঁচ পাতার এই ফুলের সৌন্দর্য মুগ্ধ করার মতো ৷
এই ফুলটির নাম অপরাজিতা ফুল ৷ এই ফুলটিও দেখতে অসাধারণ একটি ফুল ৷ নার্সারির গেটে এই ফুলটি লাগালো ছিলো ৷ অনেক সুন্দর লাগছে গেটের সামনে এমন সুন্দর একটি ফুল দেখতে ৷ এই ফুলের গাছ সাধারণত বাসা বাড়ির সামনে গেটের সাথে লাগালেই ভালো লাগে দেখতে ৷ যাই হোক আশা করি আপনাদের সবার ভালো লাগবে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি ৷
এই ফুলটির নাম আমার আপাতত মনে নেই ৷ তবে এই ফুলটি দেখতে অনেক সুন্দর ছিলো ৷ এই ফুলের গাছটা ও বেশ বড় ৷ আসলে এই ফুল গুলো আমি প্রায় দেখি তবে নাম আজও ঠিকঠাক জানি নাহ ৷ অনেক ক্ষেত্রেই এমন হয় , ফুল দেখেছি চিনি ঠিকই তবে নাম সঠিক জানি নাহ ৷ এই ফুলের বেলাও এমন হয়েছে ৷ যাই হোক আশা করি আপনাদের সবার ভালো লাগবে অপরিচিত এই ফুলের ফটোগ্রাফি ৷ আর হ্যাঁ ফুলটির নাম জানলে অবশ্যই মন্তব্য করে জানানোর চেষ্টা করবেন ৷
উপরের ছবি দুটি আবারও এক প্রকার জবা ফুলের ৷ তবে এই জবা ফুল দুটি প্রথম জবা ফুলের থেকে অনেক আলাদা ৷ এই জবা ফুল দুটিও দেখতে অনেক সুন্দর ৷ জবা ফুলের সাধারণত কয়েক প্রকার আলাদা আলাদা জাত থাকে ৷ এই জবা ফুলও আলাদা এক জাত ৷ তবে দেখতে অনেক সুন্দর ৷ যাই হোক নিচে আরো একটি ফুলের ফটোগ্রাফি করেছি ৷ তবে এই ফুলটিরও নাম আমার জানা নেই ৷ তবে সাদা রং এর ছোট এই ফুলটি দেখতে বেশ সুন্দর ৷ যাই হোক ফুলটির নাম জানা থাকলে আশা করি মন্তব্য করে জানাবেন ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 1 5 Jun 2023
VOTE @bangla.witness as witness

OR
অপরাজিতা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। জবা ফুলের কথা আর কি বলবো সাদা ফুল গুলো একটু বেশি পছন্দ করি আমি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মন ভালো হয়ে গেলো। ফটোগ্রাফি করতে এব দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি দেখে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
খুব সম্ভবত গোলাপি রঙের এই ফুলগুলো জারুল ফুল হতে পারে। যদিও আমারও ভালোভাবে মনে পড়ছে না। নীল অপরাজিতা ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো। নীল অপরাজিতা আমার ভীষণ পছন্দের ফুল। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
হ্যাঁ আপু সেটাই হবে সম্ভবত ৷ আসলে আমি তেমন ফুলের নাম জানি নাহ ৷ যাই হোক আপনি ঠিক নামটি মন্তব্য করে জানিয়েছেন দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ ধন্যবাদ আপনাকে
বাহ খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের সৌন্দর্য এবং সৌরভ আমাদেরকে মুগ্ধ করে। বিশেষ করে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে , ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ৷
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনার করা ফুলের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর ফটোগ্রাফি করেন আপনি। আমার কাছে আপনার প্রথম ফটোগ্রাফিটি অর্থাৎ জবা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেস্ট লেগেছে। অনেক শুভকামনা রইলো ভাই আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
সৌন্দর্যের আরেক নাম ফুল। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। অধিকাংশ মানুষই ভুল পছন্দ ফুলের সৌন্দর্য এবং সুবাসের জন্য।আমি ফুল খুবই পছন্দ করি তাই বাসায় সবসময়ই ফুল গাছ লাগানোর চেষ্টা করি।জবা ফুল আমার খুব ভালো লাগে কিন্তু জায়গায় সল্পতার কারনে লাগাতে পারিনা।সবগুলো ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।আমার কাছে সবচেয়ে সাদা জবা ফুলের ফটোগ্রাফি টি বেশি ভালো লেগেছে।বাকিগুলোও অনেক সুন্দর ছিলো।সবমিলিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ দিদি , আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো এবং উৎসাহিত হলাম ৷
ওয়াও অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করছেন ভাইয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে সাদা জবা ফুল অনেক ভালো লাগে আমার কাছে। আপনার যে ফুলের নাম জানা নাই সেই ফুলটির নাম হচ্ছে জারুল ফুল। অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগলো ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
ভাই আপনার ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে । অনেক সময় নাম না জানা কিছু ফুল অনেক জায়গায় দেখা যায় যেগুলো বেশ চমৎকার হয়ে থাকে । তবে সাদা জবা ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে এই ফুলটি দেখতে অনেক বড় মনে হলো । এছাড়াও নীল অপরাজিতা বেশ পছন্দের ফুল । শেষের ফুলটির নাম হচ্ছে বেলি ফুল। বেলি ফুলটিও দারুন সুন্দর । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু , বেলি ফুলের নামটাও সেদিন মনে ছিলো নাহ ৷ যাই হোক আপু আপনার থেকে জেনে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার নিজের তোলা কিছু ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। সব থেকে বেশি ভালো লেগেছিল জবা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া , আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ৷