স্বরচিত কবিতাঃ মানবতার কান্ডারী।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ মানবতার কান্ডারী।
আমি আলোকিত এক পৃথিবী চাই।
আমি মানবিক এক পৃথিবী চাই।
আমি সবার অধিকার সমান সমান চাই।
আমি বিশ্ব রাষ্ট্রব্যবস্থা মানবিক হওয়া দেখতে চাই।
আমি গরিবের হাস্য উজ্জ্বল মুখ দেখতে চাই।
আমি অনাহারীর মুখে কোমল হাসি দেখতে চাই।
আমি পথের অবহেলিত লোকের কষ্ট দূরীভূত দেখতে চাই।
আমি অন্যায়ের নির্মম পরিহাস দেখতে চাই।
আমি দেখতে চাই না দ্বন্দ্ব সংঘাত।
আমি দেখতে চাই না মানবতার বুকে আঘাত।
আমি দেখতে চাই না হরতাল অবরোধ।
আমি দেখতে চাই না এপিঠ ওপিঠ প্রতিশোধ।
আমি চাই সব জায়গায় মানবতা হোক কায়েম।
আমি চাই অন্যায় অপরাধ হয়ে যাক ঘায়েল।
আমি চাই মুক্ত স্বাধীন এক দুনিয়া।
আমি চাই সবাই চলুক সবার সাথে মানিয়া।
আমি চাই মানবতা ফিরে আসুক সবার অন্তরে।
আমি চাই মানবতার কান্ডারী হোক ঘরে ঘরে।
আমি চাই মানবতার জয়গান শুনি সবার মুখে মুখে।
আমি চাই নিজেকে মানবতায় বিলিয়ে দিতে।
কবিতার মর্ম কথা |
---|
পৃথিবীতে মানবতার খুবই সংকট। আর এই মানবতা সংকটে মানুষের যত সব আহাজারি এবং একজন মানবিক মানুষের "মানবিক চাওয়ার" বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
💐❣❤💐💐
https://x.com/Nevlu123/status/1721348288274915799?s=20
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুবই হতভম্ভ করার মত। সত্যি বলতে আমি খুবই শান্ত শিষ্ট একটি পরিবেশ চাই। শুধু আমি না দেশের সকল সাধারণ জনগণ সেটাই চায়। কিন্তু হরতাল অবরোধ গুলি মারামারি কাটাকাটি এগুলো দিয়েই আমাদের সরকার নির্বাচন হবে। আর এভাবেই আমাদের দিন যাবে। আসলে আমিও চাই মুক্ত স্বাধীনত এক দুনিয়া।
আপু আমাদের সবার চাহিদা একই।
অসাধারণ কবিতা লিখেছেন ভাই, এই কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।
সুন্দর মন্তব্য ও মতামত প্রধানের জন্য ধন্যবাদ ভাই।,
আসলে জীবন চলার পথে তো আমরা কত কিছুই চাই। কিন্তু সব চাওয়া কি আর পূরন হয়? আপনি মানবতার কান্ডারী নামে বেশ দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইনে কেন জানি বিদ্রোহীর কণ্ঠস্বর ভেসে আসলো। তবে কবিতার শেষের কথা গুলো বেশ ভালো লাগলো-
চেষ্টা করেছি বিদ্রোহীর কণ্ঠস্বর আনার জন্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আমিও আপনার সঙ্গে একমত ভাই। আমরা দেশ এর সাথে দেশ এর লড়াই চাই না। আমরা চাইনা সংঘাত। আমরা চাইনা জাতিতে জাতিতে হানাহানি। আমরা চাই পৃথিবীর সবাই সুখে থাক। সবাই শান্তিতে থাক। এটার জন্য সবাইকে তার মানবিক দিক তুলে ধরতে হবে। মানবতা থাকলেই বন্ধ হতে পারে এইরকম যুদ্ধ বিগ্রহ।
জি ভাই মানবতা থাকলেই বন্ধ হতে পারে এইরকম যুদ্ধ।
যদিও আমরা চাই খুব সুন্দর একটি পৃথিবী। যেখানে থাকবে শান্তি থাকবে না কোন সংঘাত। কিন্তু দিনের পর দিন আমাদের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে এই পৃথিবী। খুব সুন্দর একটি কবিতা লিখলেন আপনি মানবতার কান্ডারী নিয়ে। সত্যি আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
জি আপু দিনের পর দিন আমাদের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে এই পৃথিবী।
আমরা সুন্দর একটি পৃথিবী, সুন্দর মনের কিছু মানুষ আসলে আশাকরি। কিন্তু সব আশা তো পূরণ হওয়ার নয়।আমাদের সমাজে এখন মানবিকতা নেই বললেই চলে।এই মানবতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা আপনি শেয়ার করলেন। কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে।আসলে প্রতিটি লাইনে চাওয়ার কথা বলা হয়েছে।এই চাওয়া শুধু ই চাওয়া। পূরণ হবার নয়।
তবে পুরান হওয়া অতিব দরকার। না হলে মানবতা ফিরে আসবেনা। আর মানুষ টিকে থাকতে পারবে না, সব অমানুষ বসবাস করবে।