আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী ।

in আমার বাংলা ব্লগ20 days ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।



আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্টে আমার করা একটি লোগো ডিজাইন।

গত তিন সপ্তাহ আগে আমাদের প্রিয় দাদা আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি লোগো কনটেস্টের আয়োজন করেছেন। তখন সেটা দেখে প্রথমে ভেবেছিলাম জয়েন করতে পারবো না। কারণ অনেক বেশি ব্যস্ততা চলতেছে তার উপরে বাড়ির জায়গা জমি সংক্রান্ত কিছু ঝামেলা চলছে।আর সেই জন্য আলাদা একটা চাপ নিতে হচ্ছে।আবার এখন আর আগের মত "অটোক্যাড ও গ্রাফিক্সের"কাজ করা হয়না বললেই চলে। তবে ইচ্ছে ছিল দাদা যেহেতু এই কনটেস্টের আয়োজন করেছে আমার শত ব্যস্ততা থাকলেও আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।আর সেটাই আজকে আপনাদের মাঝে এ লোগো তৈরির মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি।

Amar-Bangla-Blog-Official-Logo-PNG.png

আসলে গত বছরও দাদার আয়োজিত লোগো কনটেস্টে জয়েন করেছিলাম। আর গতবারও অনেক ব্যস্ততার মাঝেই ওই কনটেস্টে জয়েন করা হয়েছিল । তবে এইবার আবার লোগো কনটেস্ট দেখে চিন্তা করলাম মিস করা কোনভাবেই যাবে না। সর্বোপরি দাদার কনটেস্ট বলে কথা শত ব্যস্ততাও এই জায়গাতে হার মানবে। যাইহোক বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি লোগোতে ফিরে যাই।

লোগো তৈরির মূল থিম (প্রিয় দাদা)

এ লোগো তৈরির চিন্তা যখন মাথায় আসে তখন একটি কথা-ই শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে আমাদের সকলের প্রিয় দাদা যেভাবে প্রতিনিয়ত আমাদের জন্য কষ্ট করে যাচ্ছেন এবং যেভাবে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সবসময় ওনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, সেই চিন্তা থেকে এই লোগোটি তৈরি করার চিন্তা আমার মাথার মধ্যে আসলো। যখনই আমি এটি চিন্তা করতে লাগলাম তখন আমার চোখের সামনে এরকম একটি লোগো যেন ভেসে আসছিল৷ তাই সেই থেকে আমি এই লোগোটি তৈরি করা শুরু করে দিলাম।

প্রথমে যখন আমি এই লোগোটি তৈরি করার ক্ষেত্রে মানুষের আকৃতি দেওয়ার চেষ্টা করলাম তখন এরকম একটি আকৃতি আমার মাথার মধ্যে আসলো। কারণ এরকম মানুষের আকৃতির ডিজাইন আমি অনেক আগেই করেছিলাম যা হঠাৎ করে মনে পড়ে গেল। এটি গোল আকৃতির মধ্যে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে দেওয়া যাচ্ছিল৷ দাদার মাথায় যে পরিমাণ যে পরিমাণে বুদ্ধি এবং জ্ঞান থাকার কারণে তিনি প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সূক্ষ্ম পদক্ষেপ গ্রহণ করছেন সেটিও এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি৷

এরপর ওনার হাত ধরে যেভাবে আমরা সকলে উপরের দিকে উঠে আসছি, শেষের দিকে আমি এখানে ফুটিয়ে তুলেছি৷ উনি যেভাবে বিভিন্ন কমিউনিটি তৈরি করেছেন বিশেষ করে আমার বাংলা ব্লগ, এই কমিউনিটিগুলোর মধ্যে যেভাবে আমরা সবাই কাজ করে যাচ্ছি এবং সকল ক্ষেত্রেই আমরা খুবই ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছি৷ আমার বাংলা ব্লগে যেভাবে সব নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শেখানোর দরকার সবকিছুই আমরা সেখান থেকে শিখতে পারি এবং প্রতিনিয়তই আমরা সেই জিনিসগুলো শিখে আসছি, তা আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি৷ শেষ পর্যন্ত একটাই কথা আমাদের সকলের প্রিয় দাদার এই অবদানের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকব এবং উনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালবাসা অবিরাম থাকবে।

লোগো তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ।

  • ল্যাপটপ।
  • অ্যাডোবি ইলাস্ট্রেটর ২০২২

প্রথম ধাপ

প্রথমত অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে আমি আমাদের সকলের প্রিয় দাদাকে কেন্দ্র করে একটি মানুষের আকৃতি এঁকে নিলাম। এরপর মাথা এঁকে নিলাম এর মধ্যে একটি বুদ্ধির আইকন দিয়ে দিলাম। এই দুইটিকে খুব সুন্দর একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম।

Screenshot 2024-06-06 110854.jpgScreenshot 2024-06-06 112235.jpg

Screenshot 2024-06-06 112339.jpg

দ্বিতীয় ধাপ

এরপর যেভাবে আমরা সবাই দাদার হাত ধরে উপরে উঠে যাচ্ছি সেরকম বুঝানোর জন্য এটি এঁকে দিলাম। এর নিচের দিকে আমাদের সকলকে বুঝানোর জন্য কয়েকটি পাতার ডিজাইন করে দিয়ে দিলাম৷ এর নিচের দিকে কিছু প্রোগ্রামিং এর ডিজাইন বসিয়ে দিলাম। এরপর একটি ব্লকচেইন বসিয়ে দিলাম। একই সাথে এখানে আমি কিছু ক্রিপ্টো রিলেটেড কয়েনও দিয়ে দিলাম।

Screenshot 2024-06-06 112851.jpgScreenshot 2024-06-06 112945.jpg

Screenshot 2024-06-06 113017.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে আমি চারপাশে আমাদের ব্যবহার করা যে সকল থার্ড পার্টি এক্সচেঞ্জ অ্যাপগুলো রয়েছে সেগুলোও দিয়েছি। এখানে প্রোগ্রামিং এর আরো কিছু ডিজাইন ফুটিয়ে তুলেছি। এরপর যেভাবে আমরা কাজ সম্পন্ন করি সেটি দিয়েছি। এবার এটিকে গোল শেপ দেওয়ার জন্য দুই পাশে দুটি গোল আকৃতির ডিজাইন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম৷

Screenshot 2024-06-06 113137.jpgScreenshot 2024-06-06 113222.jpg

Screenshot 2024-06-06 113348.jpg

চতুর্থ ধাপ

এরপর আমরা যেভাবে আমার বাংলা ব্লগ থেকে শিক্ষা গ্রহণ করে যাচ্ছি সেটি বোঝানোর জন্য এর উপরে অ, আ, ক, খ দিয়ে দিলাম। একইসাথে এখানে আমার বাংলা ব্লগকে বাঁকা করে লিখার জন্য পেন টুল দিয়ে একটি বাঁকা লাইন দিয়ে দিলাম। সেখানে পেন টুল দিয়ে আমার বাংলা ব্লগ লেখার পরে সে লিখা রং করে এটিকে আউটলাইন করে দিলাম৷

Screenshot 2024-06-06 113433.jpgScreenshot 2024-06-06 113508.jpg

Screenshot 2024-06-06 113845.jpg

পঞ্চম ধাপ

সবকিছু শেষ করার পরে যে ডিজাইনগুলো আছে সেগুলো বড় ছোট করে এবং চারপাশে সব ছোটখাটো ডিজাইনগুলো দিয়ে দেওয়ার পরে রংগুলো ভালোভাবে দেখে নিলাম৷ এটিকে চূড়ান্ত আউটপুট বের করার জন্য এটিকে png ফরমেটে সেইভ করে নিলাম৷ তার পাশাপাশি এটিকে jpg ফরমেটেও সেইভ করলাম ।

Screenshot 2024-06-06 113949.jpgScreenshot 2024-06-06 114048.jpg

Amar-Bangla-Blog-Official-Logo-PNG.png

এই লোগোটি একান্তই আমার বাংলা ব্লগের জন্য তৈরি করা। আর এটি নিঃশর্তে ইউজ করতে পারবে আমার বাংলা ব্লগ। আর পিডিএফ [PDF], ইপিএস [EPS], এসভিজি [SVG], এআই [AI] ফাইল প্রয়োজন হলে আমি মেইল করে পাঠাতে পারবো।

আশা করি আমার আজকের লোগোটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 20 days ago 

আমার বাংলা ব্লগের অফিসিয়াল লোগো প্রতিযোগিতার আপনাকে অংশগ্রহণ করা দেখতে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। আপনি অসাধারণ ভাবে এই লোগোটি তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে।

 14 days ago 

রায়হান ভাই ধন্যবাদ আপনাকে।।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

🙏🌿

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 14 days ago 

অনেক অনেক ধন্যবাদ।।

 20 days ago 

থিম টা অনেক সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লেগেছে। আমার বাংলা ব্লগের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের। ধন্যবাদ শেয়ার করার জন্য। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।

 14 days ago 

ধন্যবাদ আশিক ভাই।

 20 days ago 

মাথায় যে এমন সুন্দর থিম কিভাবে আসে সেটাই তো বুঝি না। দারুন একটি থিম নিয়ে লগো কনটেস্টে অংশগ্রহণ করেছেন। আমার কাছে তো লগোটি দারুন লেগেছে। খুব সুন্দর করে লগোর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি থিম শেয়ার করার জন্য।

 14 days ago 

ভালো থাকবেন আপু।

 20 days ago 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের লোগো কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমার বাংলা ব্লগের জন্য নতুন লোগো তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে ভাই। আমি আশা করছি এই প্রতিযোগিতায় আপনার অবস্থান বেশ শক্ত হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 14 days ago 

ভালোবাসা নিবেন ভাই।

 20 days ago 

খুবই চমৎকার ছিল আপনার থিমটি। একটা কথায় অসাধারণ হয়েছে আপনার তৈরী করা লোগোটি। 💕💕

 14 days ago 

ধন্যবাদ আপু ভালো থাকুন সব সময়।।

 20 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি বেশ দারুন একটি লোগো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। লোগোটির মধ্যে অনেক ধরনের ডিজাইন দেওয়া হয়েছে দেখতে বেশ চমৎকার ছিল। আসলে এই সমস্ত লোগো তৈরি গুলো করতে হলে অনেক সময় এর প্রয়োজন হয়। ধন্যবাদ ভাই ধৈর্য ধরে এত সুন্দর একটি লোগো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকুন সব সময়,।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 14 days ago 

🌿🌿💯

 20 days ago 

আপনি খুবই সুন্দর করে আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি লোগো তৈরি করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। তবে আপনার তৈরি লোগো টি পূর্বের একটি লোগোর সাথে মিলে গিয়েছে। তবে আপনি স্টিমি কয়েন সাপোর্ট কয়েকটি এক্সচেঞ্জ এর লোগো তুলে ধরেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 14 days ago 

সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।,

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60716.58
ETH 3369.74
USDT 1.00
SBD 2.48