১০ স্টিম পাওয়ার বৃদ্ধি।||পাওয়ার আপ পোষ্ট ||
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
নিজের সেরাটা শেয়ার করার উদ্দেশ্যে এবং শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
| প্রতি সপ্তাহের ন্যায় এইবার ও নিজস্ব ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ। |
|---|
হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৩ এ যোগদান করলাম।তবে এইবার সিজন-৩ এ আমার টার্গেট ছিলো ৫০০০ স্টিম পাওয়ার এচিভ করা। যাতে করে আমি ট্রিপল ডলফিন হতে পারি।আর সেই টার্গেট আমি ফিলাপ করে ফেলেছি। এরপর আমার নতুন তার টার্গেট ছিলো ২০ হাজার স্টিম পাওয়ার করে ৪এক্স ডলফিন হওয়া। আর সেই লক্ষ্যে ও আজকে আমি পৌঁছে গেছি । আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৩ এ আমার চতুর্থ টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছি ।এখন আমার আরও একটি টার্গেট থাকবে ২৬ হাজার স্টিম পাওয়ার অ্যাচিভ করা। আর আশা করছি খুব শীঘ্রই সেই টার্গেটে পদার্পণ করব।
আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।
স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।
পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ২৫২৯৫ স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ২৫৩০৫ স্টিম পাওয়ার হয়েছে।
| পূর্বের স্টিম পাওয়ার | ২৫২৯৫ |
|---|---|
| পাওয়ার আপ | ১০ স্টিম |
| বর্তমান স্টিম পাওয়ার | ২৫৩০৫ |
| প্রথম টার্গেট | ৫,০০০ স্টিম পাওয়ার (Done) |
| দ্বিতীয় টার্গেট | ৫,০০০ স্টিম পাওয়ার (Done) |
| তৃতীয় টার্গেট | ৫,০০০ স্টিম পাওয়ার (Done) |
পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে আমার ওয়ালেটে যেতে হবে সেখান থেকে স্টিম অপশনে ড্রপ বোতামে ক্লিক করলাম এবং পাওয়ার আপ এ ক্লিক করলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করার পর, আমি যে পরিমাণ পাওয়ার আপ করতে যাচ্ছি তা সেখানে বসাতে হবে। তারপর আমাকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এর পরে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই পাওয়ার আপ হয়ে যাবে।
| তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো। |
|---|
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
শেষ ধাপ
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগত ভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগত ভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগত ভাবে আমি বাঙালি।
.png)
পোষ্ট ও ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | পাওয়ার আপ |






Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অনেক অনেক ধন্যবাদ সবসময় সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।
https://twitter.com/Nevlu123/status/1646353280631730179?s=20
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য ধন্যবাদ আশা করছি এভাবেই সাপোর্ট করে পাশে থাকবেন।
১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকার ভাবে আপনার সক্ষমতা আপনি আরো বৃদ্ধি করে নিলেন ভাইয়া। প্রতিনিয়ত আপনি যেভাবে নিজের সক্ষমতা বৃদ্ধি করেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এরই মধ্য দিয়ে আপনি ২৫ হাজার ৩০৫ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন।
ধন্যবাদ ভাই সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন। ্
আপনারা হচ্ছেন আমাদের আইডল আপনাদের কাজগুলো অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক সুন্দর একটি পাওয়ার আপ করেছেন এভাবে পাওয়ার আপ করতে দেখলে অনেক বেশি অনুপ্রেরণা জাগে অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্য পেয়ে অনেক বেশি খুশি হলাম। ধন্যবাদ আশা করছি এভাবে সাপোর্ট করে যাবেন।
নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। যে যত বেশি পাওয়ার বৃদ্ধির পোস্ট করবে সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এভাবে এগিয়ে যান। দোয়া করি যেন খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন।
ঠিক বলেছেন নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।
আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ২৫৩০৫+ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন ভাই। আশা করি এভাবেই নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই খুব চমৎকার ও সাবলীল একটি গোছালো মন্তব্য করার জন্য।।
একাউন্টঃ @nevlu123
পাওয়ার বৃদ্ধিঃ =0.0395335%