বর্তমানে বাজার থেকে লিচু কিনে ঠকেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

in আমার বাংলা ব্লগlast month
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

বর্তমানে বাজার থেকে লিচু কিনে ঠকেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

IMG-20240603-WA0000.jpg
Source

বন্ধুরা বরাবরের মতোই আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।আশা করছি এ বিষয়টি আপনাদের ভালো লাগবে কারণ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনাদের জীবনযাপনের ক্ষেত্রে অবশ্যই দেখেছেন বা কারো না কারো সাথে ঘটেছে। তো বন্ধুরা বেশি ভূমিকায় না গিয়ে সরাসরি মেইন পয়েন্টে ফিরে যাই।

বর্তমান লিছুর ফুল সিজন চলতেছে। তার মানে যেদিকে তাকাই অনেক লিচু দেখতে পাওয়া যায়। এই লিছুর মাঝে অসংখ্য জাত রয়েছে।জাত ভেদে এক এক লিচুর একেক দাম। ক্রেতারা যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার পছন্দ অনুযায়ী অনবরত লিচু কিনে নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যারা লিচু কিনে নিয়ে যাচ্ছে তারা কি কথা আর কাজে এক পাচ্ছে। নাকি সবাই ঠকে গিয়ে দাম দিয়ে লিচু কিনে বাসায় ফিরে যাচ্ছে।

20240602_222600.jpg

আমার মতে মানুষ বর্তমানে লিচু কিনতে গিয়ে ঠকতেছে, আর সেটা কিভাবে আপনাদের সাথে শেয়ার করছি। লিচুর আকার ভেদে এবং জাত ভেদে বিভিন্ন রকম দাম থাকে।তবে যদি আপনি লিচু নিতে যান তাহলে তারা বলবে একশত লিচুর দাম ৩০০/৪০০ টাকা। এখন বিষয় হচ্ছে আপনি তাকে ৩০০ বা ৪০০ টাকা দিয়ে এক শত লিচু কিনলেন । কিন্তু বাসায় গিয়ে দেখলেন সেখানে ৭৫ থেকে ৮০ টা লিচু আছে। তার মনে লোকটা আপনাকে কথার কৌশলে ঠকিয়ে দিল।
20240602_222540.jpg
সে আপনার কাছ থেকে ১০০ টা লিচুর দাম করে, ১০০ টা লিচুর টাকাই নিয়েছে। আর আপনাকে লিচু দিয়েছে সর্বমোট ৭৫ থেকে ৮০টা। মূলত এভাবেই প্রতিনিয়ত আমরা ঠকছি এবং এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।আর প্রতিটা লিচু দোকানেই এই সিন্ডিকেট বা এ ধরনের মনোভাব রেখেই তারা লিচু বিক্রি করে। আপনি যে দোকানে যান না কেন বিষয়টা এরকমই ঘটবে আপনার সাথে।

20240602_222607.jpg

আমি নিজেও এরকম অনেক বার ঠকেছি। কিছুই করার নেই তাদের যদি প্রশ্ন করা হয় তারা বলে যে লিচুগুলো আনতে ঝরে গিয়েছে। আর সেটা তাদেরও লস তাহলে আপনাকে কোথায় থেকে দিবে। এরকম একটা কারণ দেখালে তখন আপনি আর কি বলবেন। তারা এটাও বলে যে আঁটিতে যা আছে সেগুলোই তারা কিনে এনেছে, বাকি যেগুলো ঝরে গেছে সেগুলো তাদের লস
আসলেই কি তাই?

এইতো গতকালকে লিচু কিনলাম। দাম করে ৪০০ টাকায় একশত লিচু কিনলাম। তখন দোকানদার কে বললাম যে এখানে কি ১০০ আছে? সে বলে অল্প কিছু কম থাকতে পারে। ঠিক আছে আপনাকে দশটা বাড়িয়ে দিচ্ছি। এই কথা বলে সে তার দোকানের ভিতর থেকে আঁটিতে থেকে ছুটে যাওয়া কিছু লিচু গুনে গুনে দশটা আমার প্যাকেটে ঢুকিয়ে দিল। আর বলে এটা শুধু আপনাকে দিলাম অন্য কাউকে আমরা এভাবে দেই না।

20240602_222634.jpg

যাক মনে মনে খুশি হয়ে গেলাম, অল্প কিছু যদিও কম থাকে সেটা তো পূরণ করে দিল। আর যেহেতু সবাইকে দেয় না আমার সাথে ভালো সম্পর্ক তাই আমাকে দিল।অবশেষে বাড়িতে এসে গুনে দেখি ভালোবাসে দেওয়া সেই এক্সট্রা দশটা লিচু সহ সর্বমোট লিচু হলো 82 টা। তাহলে বাকি ১৮ টা কই?তারমানে সে যদি আমাকে ওই দশটা না দিতো তাহলে আমি মোটে পেতাম ৭২ টা।কিন্তু টাকা ঠিকই নিয়ে গেছে ১০০ টার।

যাইহোক কি আর করার তাকে তো আর এই অল্প কয়টা লিচুর জন্য ধরতে পারি না। তবে কথা হচ্ছে আমাদের সবাইকে এভাবেই কিন্তু লিচু কিনে খেতে হচ্ছে। যেখানে বলা হচ্ছে ১০০ টা লিচুর দাম ৪০০ টাকা। কিন্তু কিনতে গিয়ে ১০০ টা লিচু না পেয়ে সেখানে ৭৫ থেকে ৮০ এর মত লিচু পাওয়া যায়।যাক কি আর করার এভাবেই চলছে আর এভাবেই চলতে থাকবে। কারণ এগুলো দেখার মত বা কন্ট্রোল করার মতো আইন প্রয়োগ কে করবে। আর এরকম কোন আইন নেই তাই তো তারা এভাবে চালিয়ে যাচ্ছে।

যাক আজকে আর বেশি কথা বলব না। শুধু এতোটুকুই বলবো আসলে আমরা সবাই কোন না কোনভাবে ব্যবসায়ীদের কাছে ঠকছি। তবে যারা ঠকাচ্ছে তারা অবশ্যই এটার দায় এক সময় না এক সময় দিতেই হবে।তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন। আশা করছি পুরো ব্লগ পড়েছেন।আর যারা পড়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণলাইফস্টাইল ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

আমি বেশ কয়েকদিন আগে দিনাজপুর থেকে দুইশো লিচু কিনেছিলাম। লিচুগুলো নেওয়ার সময় বেশ ভালোই ছিল, কিন্তু বাড়িতে এনে খাওয়ার সময় দেখতে পারলাম প্রতিটি লেছুর মধ্যে অনেক পোকা। আর এই পোকাগুলো দেখে লিচুগুলো খাওয়ার রুচি চলেনি আমার। বর্তমান সময়ে এরকম অনেক অসাধু ব্যবসায়ী আমাদের কে বিভিন্ন ভাবে ঠকাচ্ছে। আসলে আমাদের উচিত এদের বিরুদ্ধে কঠোর স্টেপ নেয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ভালো বিষয় নিয়ে লিখেছেন তো ভাইয়া এই জিনিসটি তো মাথায় আসে নাই। দোকানদার ১০০ লিচু বলে দিয়ে দেয় ব বাসায় নিয়ে এসে খেয়ে ফেলি। কখনো গুনে দেখা হয়নি। এরপর থেকে গুনে দেখতে হবে। দোকানেতো সম্ভব নয়। বাসায় নিয়ে গুনেই বা কি করবো। কিন্তু জেনে বুঝে যদি এরকম ১৫/২০ টা লিচু কম দেয় তাহলে এর জন্য দোকানদারই দায়ী থাকবে। আমাদের মত সাধারণ মানুষের তো কিছু করার থাকে না।

 last month 

আমিতো বাসায় এসে গুনেও দেখিনা।দোকানদার গুনে দেয় আর আমিও নিয়ে আসি।আর বাসায় আসার পর গুনব কি ছেলে তো খাওয়া শুরুই করে দেয়। 😂আমি এখন থেকে গুনবো আর ফল বিক্রেতা গোনার পর তার সামনে দাঁড়িয়ে ই।খুব ভালো একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন ভাইয়া। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 last month 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে বর্তমান সময়ে বাজার থেকে লিচু কিনে প্রত্যেকটা মানুষ ঠকেছে এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি। সত্যি বলতে ভাই ১০০ টা লিচু কেনার পরেও যদি ৮০ থেকে ৭৫ টা লিচু পাওয়া যায় বেশ খারাপ লাগে। তবে বর্তমান বাজারে লিচুর দাম অনেক বেশি। আমাদের এলাকায় চলে আসেন ভাই আপনাকে আমাদের বাগান থেকে লিচু খাওয়াবো যাতে আপনি আর কখনো লিচু কিনে না ঠকেন।

 last month 

ওদের সিন্ডিকেট ভাই! এভাবেই চলছে!! প্রতি বছরই এভাবেই চলে আসছে! যারা বলবে ১০০ টাই আছে তো? তাদের কিছুটা বেশি দিবে। বাসায় ফিরে দেখা যাবে তারপরে ১৫-২০ টা লিচু কম!! অথচ দাম ১০০ টার ই রাখা!! ১০০ ট লিচু দোকানে গুণে নিয়ে আসবেন, সেই সময় সুযোগ কার আছে??

 last month 

কি আর বলব ভাই, নিজেদের এলাকায় যেখানে ১০০ লিচুর দাম আড়াইশো টাকা সেখানে ঢাকা শহরে এসে 100 লিচুর দাম সাড়ে চারশ থেকে সাড়ে ৫০০ টাকা। আমাদের গাছের যেগুলা ছিল সেগুলো শুধু খেয়ে আসছি ঢাকা শহরে আর এখানে নিজ হাতে কেনা হয়নি। অবশ্য ঢাকায় এসে খেয়েছি অনেক,তবে নিজের হাতে কেনার সৌভাগ্য হয়নি এখনো।

 last month 

ভাইয়া আপনি খুব বাস্তব একটি কথা নিয়ে পোস্ট করেছেন। বর্তমানে বাজারে অনেক ধরনের লিচু পাওয়া যায়। তবে লিচুর দামও অনেক বেশি। তবে লিচু ১০০ বিক্রি করে সাড়ে 300 থেকে 400 টাকা। কিছুদিন আগে আমার হাজবেন্ডও ১০০ পিস লিচু কিনে নিয়ে আসলো। ৩৫০ টাকা দিয়ে। বাজার থেকে যখন বাড়িতে আনলো তখন আমি চেক করে দেখলাম ২৬ টি লিচু কম ছিল ১০০-র মধ্যে। আসলে এই ধরনের মানুষগুলো যতদিন বিবেক চেঞ্জ না করবে কিছুই করতে পারবে না। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।

 last month 

বর্তমান সময়ে ঠকবাজ ব্যবসায়ী বেশি দেখা যায়। তবে বাজার থেকে লিচু আনতে গেলে বা অন্য কিছু কিনলেও দেখা যায় তারা ব্যবসায়ীরা প্রতারণা করে। তবে এটি একদম ঠিক লিচু 100 বিক্রি করে ৩০০ থেকে ৪০০ টাকা। তবে বাড়িতে আনলে দেখা যায় ২৫ থেকে ৩০ টা কম লিচু। এরকম পরিস্থিতিতে আমি নিজেও পড়েছিলাম। এবং দেখা যায় অনেকগুলো লিচু ভিতরে খারাপ হয়ে গেছে। অথচ উপর দিয়ে দেখলে কালার গুলো অসাধারণ লাগে। তবে এরকম ব্যবসায়ীরা কখনো নিজের উন্নতি করতে পারে না। বাস্তব একটি পোস্ট করেছেন আপনি।

 last month 

আসলেই ভাই লিচু কিনে সবাই ঠকছে। গত বছর ঢাকায় বেশ কয়েকজন লিচু বিক্রেতাকে মোবাইল কোর্ট ধরেছিল এবং আমি সেই ভিডিওটি দেখেছিলাম। প্রতিটি লিচু বিক্রেতা ২০/৩০ টা করে লিচু কম দিয়েছিল। আজকে আমি চিটাগাং রোড থেকে ১০০ লিচু কিনলাম ৫০০ টাকা দিয়ে। তবে বাসায় এনে কাউন্ট করিনি কয়টা দিয়েছে। কিন্তু সাথে ১০/১২ টা লিচু দিয়ে দিয়েছিল। সবার উচিত কাউন্ট করে লিচু কেনা। তাহলে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15