এক গুচ্ছ অনু কবিতা। :

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত এই সপ্তাহে অনেকগুলো পোস্ট করা হয়ে গেছে বিভিন্ন ভেরিয়েশনের। তাই ভেরিয়েশন খুঁজতে গিয়ে দেখতে পেলাম যে কবিতাই শেয়ার করা হলো না। তাই আজকে এই কবিতাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এলাম।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতা লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা তুলে ধরা সম্ভব খুব সহজে। তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
নিস্তব্ধ রজনী আজ আলোকিত,
রাতের আকাশে পূর্ণিমার চাঁদ,
এ যেন এক বিশাল উপমা,
চাঁদ করেছে প্রকৃতিকে উন্মাদ,
আকাশপানে যেন রুপার ছড়াছড়ি,
রুপালি চাঁদ আকাশে খাচ্ছে গড়াগড়ি।


অনু কবিতা-২
তোমার উষ্ণ ছোঁয়ায় আমি হই মাতাল।
তোমার তরে যতসব নেশা আমার।
তোমার চাহনি আগুন ধরায় মনে।
ওগো তোমায় ভালোবাসি মনে প্রাণে।



অনু কবিতা-৩

আকাশ কুসুম কল্পনারা আজ দিচ্ছে হাতছানি।
তা দেখে মরীচিকার হচ্ছে কানা কানি।
অথই পাহাড়ের নিতম্বে স্রোতের কুহুটান
প্রাকৃতিক সৌন্দর্যের এই এক বড় প্রমাণ।



অনু কবিতা-৪
চাঁদ অথবা নিয়নের আলো,
তুমি ছাড়া যে কিছু লাগে না ভালো।
নিরন্তর হয়ে আছো মনে সদায়,
চাইলেও পারিনা দিতে তোমায় বিদায়।



অনু কবিতা-৫
তোমার বাহুডোরে আমার ঠাঁই হবে কি?
তোমার আঁচলপানে আমার জন্য ছায়া রবে কি?
নাকি সেই স্থান এখন আর আমার নেই,
বাসা বেঁধেছে সেই ঘরে অন্য কোনো পাখি!

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

বেশ সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো বরাবর এর মত সুন্দর ও মনমুগ্ধকর হয়ে থাকে। ঠিক আজকেও আপনার কবিতাগুলো আবৃতি করতে আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। প্রত্যেকটা কবিতায় সুন্দর সুন্দর অনুভূতি ব্যক্ত হয়েছে।

 2 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সব সময় পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

❤️‍🔥💕

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 months ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।।

আপনি আজ আমাদের মাঝে অনু কবিতা শেয়ার করেছেন। কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটি চরণ এর সঙ্গে প্রতিটি চরণের অসম্ভব মিল ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে লিখে শেয়ার করার জন্য। আরো সুন্দর সুন্দর কবিতা পোস্টের আশায় রইলাম আপনার থেকে।

 2 months ago 

এভাবেই পাশে থাকুন ভাই ধন্যবাদ।

 2 months ago 

সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে। ছন্দে অনেক মিল রয়েছে। আর এরকম অনু কবিতা পড়লে মন ভালো হয়ে যায়। কারণ অনু কবিতাগুলো যেন মনকে আনন্দ দিয়ে থাকে।

 2 months ago 

সুন্দর ও গোছালো মন্তব্য করেছেন ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

 2 months ago 

আবারো আপনার একগুচ্ছ অনু কবিতা পড়তে পারলাম। আর এই অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। কবিতার মাধ্যমে যেন আপনি মনের অনুভূতিগুলো প্রকাশ করেছেন। অসাধারণ ছিল আজকের কবিতা গুলো।

 2 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইজান। ভালো থাকুন সব সময় এই কামনা করছি।🌹

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 months ago 

ধন্যবাদ আপনাকে।।

 2 months ago 

বরাবরের মত খুব সুন্দর কিছু কবিতা লিখেছেন আপনি। আপনার অনঙ কবিতা গুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। সবগুলো অনু কবিতায় খুব সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন। আমার কাছে অনু কবিতা -১ ও অনু কবিতা -৪ খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ভালো লাগলো মন্তব্য পড়ে,ভালো থাকুন আপু।।

 2 months ago 

আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে অনু কবিতা লিখে যাচ্ছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি পাঁচটি অণু কবিতা লিখেছেন। প্রত্যেকটা অন্য কবিতা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ ভাইজান ভালো থাকুন সব সময়।।💕

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 65181.06
ETH 3405.23
USDT 1.00
SBD 2.48