লাইফস্টাইল:- হঠাৎ ডিনার করার মুহূর্তsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)

ABB ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি মুহূর্তের কথা শেয়ার করব। মাঝে মাঝে কিছু সুন্দর মুহূর্ত খুব স্মরণীয় হয়ে থাকে। তেমনি একটি মুহূর্তের কথা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। হঠাৎ করে একদিন সোনিয়াকে নিয়ে ডিনার করেছিলাম। সব সময় তো আমরা বাসায় ডিনার করে থাকি। মাঝে মাঝে যখন বাহিরে ডিনার করি তখন অনেক বেশি ভালো লাগে।

IMG20230712175358.jpg

মন খারাপ থাকলে ঘরের বাহিরে যেতে কার না ইচ্ছা করে। আমাদের সবার অনেক বেশি ইচ্ছে করে যখন মন খারাপ থাকে। আসলে দীর্ঘদিন যাবত বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। আজ কিছুদিন যাবত একই কথা বলতেছি সবাইকে। মোটামুটি সকলেই জানেন মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছি আমি। এজন্য কিছুই ইচ্ছে করে না।

IMG20230712175309.jpg

এজন্য সারাক্ষণ মন খারাপ থাকে। মন খারাপ থাকার কারণে অনেক সময় কাজ করতে ইচ্ছে করেনা। কিন্তু আমি সবচাইতে বেশি চেষ্টা করি কাজ করার জন্য। কারণ কাজের মধ্যে থাকলে কষ্টটা খুবই হালকা লাগে। কারণ আমি যখন পরিশ্রম করবো তখন মাথায় তেমন চিন্তা আসবে না। আর মাথায় যদি চিন্তা না আসে তাহলে মন খারাপ হবে না। এজন্য চেষ্টা করে কাজের মধ্যে থাকার জন্য।

IMG20230712175521.jpg

কাজের মধ্যে থাকলে যেমন চিন্তা দূর হয়। তেমনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেও। চিন্তা অনেক বেশি দূর হয়। ঘুরাঘুরি করলে মন ফ্রেশ হয় এটা আমরা সকলেই জানে। এজন্য প্রায় সময় আমরা সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। ঘুরাঘুরি করলে যেমন মনের চাপ দূর হয়।

IMG20230712175528.jpg

তেমনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খাওয়া-দাওয়া করলেও ভালো লাগে। আমার যখনই বেশি মন খারাপ হয় তখন সোনিয়া বুঝতে পারে। এজন্য হয়তো কোথাও ঘুরতে নিয়ে যায়। না হলে ভালো কোন রেস্টুরেন্টে যাই। কারণ ভালো কিছু খেলেও মন মানসিকতা খুব ভালো লাগে। এজন্য হঠাৎ করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যাই।

IMG20230712175639.jpg

একদিন সন্ধ্যা হঠাৎ করেই চিন্তা করলাম বাহিরে যাব। কারণ মনটা ভালো নেই। চিন্তা করলাম আজ রাতের ডিনার বাহিরে করবো। কারণ সব সময় আমরা ঘরের মধ্যে ডিনার করে থাকি, সবাই একসাথে। কিন্তু মাঝে মাঝে যদি বাইরে ডিনার করা যায় তাহলে খুব ভালো লাগে। সব সময় আমরা বাইরে খেতে পারি না। এজন্য বিশেষ কোন মুহূর্তে যদি বাইরে খেতে যাই তাহলে অনেক বেশি ভালো লাগে।

IMG20230712175303.jpg

আসলে আপনারা সবাই জানেন কাবাব আমার সবচেয়ে বেশি প্রিয় । সব সময় কাবাব খেয়ে থাকি। কাবাবের পাশাপাশি বিরিয়ানি ও আমি অনেক বেশি ভালোবাসি। এজন্য চিন্তা করলাম রাতে আজ বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়ার জন্য ফেনী গিয়েছিলাম। কারণ ওইখানে নবী হোটেলে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। ওইখানের বিরিয়ানি মুখের মধ্যে লেগে থাকে। আর যেতে যেতে ঘাটের মধ্যে সোনিয়ার সাথে কথা বলতে পারব। এজন্য তাকে নিয়ে সেখানে চলে গেলাম।

IMG20230712175045.jpg

বিরিয়ানি খাওয়ার মুহূর্তটা বেশ ভালো লেগেছিল। কারণ বিরিয়ানি গুলো অনেক বেশি ভালো ছিল। আমরা দুজন ভালোভাবে খাওয়া-দাওয়া করেছিলাম। মাঝে মাঝে দূরে কোথাও গেলে নাশিয়াকে নিয়ে যাই না। কারণ ধরে যেতে সে পছন্দ করে না। গাড়ির মধ্যে অনেক বেশি কান্না করে। মেয়েটা মোটরসাইকেল নিয়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। এজন্য তাকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরি। খাওয়া-দাওয়া শেষ করে রাতে আমরা আবার বাড়িতে চলে আসি। আসার সময় বাসার জন্য বিরিয়ানি নিয়ে আসি। বাসায় আনার পর ছোট বোন অনেক বেশি খুশি হয়েছিল।

কারণ সে বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। একটি বড় পাতিল এর মধ্যে যদি তাকে বিরিয়ানি নিয়ে বসিয়ে দেওয়া যায় তাহলে সে তো মহা খুশি। এজন্য বাড়িতেও প্রায় সময় বিরিয়ানি তৈরি করা হয়। এবং সবাই একসাথে খেয়ে থাকি। আসলে আজকের রাতে ডিনার করার মুহূর্তটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের কারো যদি মন খারাপ হয়, এবং বিভিন্ন চাপে থাকেন তাহলে রাতে ডিনার অন্য কোথাও গিয়ে করবেন। দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আশা করি আজকের খাওয়া-দাওয়ার মুহূর্তটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

IMG20230712180821.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

জীবন স্রষ্টার দান-মানবতা রাসুলের দান। সব মানুষ ভাই- ভাই মানবতার দুনিয়া চাই। সব মানুষ এক মানুষ-এক মানুষ সব মানুষ। নিরাপদ জীবন চাই-মানবতার রাষ্ট্র চাই।ইমাম হায়াত


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া মনের উপর প্রভাব পড়লে তো মন খারাপ হবেই। তবে আমি মনে করি মনের উপর প্রভাব পড়তে না দেওয়াই ভালো। আর মন কে প্রফুল্ল রাখতে আমাদের বেশী বেশী কাজে ব্যস্ত থাকতে হবে। ঘুরে বেড়াতে হবে এখানে সেখানে। মাঝে মাঝে প্রকৃতির সাথে কথা বলতে হবে। মন কেন আপনাকে নিয়ন্ত্রন করবে। আপনি মনকে নিয়ন্ত্রণ করবেন। যা হওয়ার তাই হবে। মন খারাপ কে প্রশয় না দিয়ে প্রিয় মানুষটিকে নিয়ে বাহিরে ডিনার করতে যেয়ে বেশ ভালোই করেছেন। মাঝে মাঝে এভাবেই চলে যাবেন এদিক সেদিক।

 last year 

আপু চেষ্টা করি মাঝে মাঝে এদিক-সেদিক চলে যাওয়ার। কোথাও গেলে অনেক ভালো লাগে।

 last year 

ভাবী সহ গিয়ে খেলেন তো, আমাদের ডাকলেনও না।আমরা কি বেশি খেয়ে পেলবো নাকি,ভাগ নিলে একটু কমতো আপনার।নবী রেস্টুরেন্ট এ গেলেন আর আমাকে বললেন না এটা কিন্তু ঠিক হলো না।আমাকে কল করলে আমি ৫ মিনিটে হাজির হয়ে যেতাম। যাইহোক, ভুলে গিয়েছেন তো আর কি বলার আছে।বিরিয়ানী আমারও পছন্দের তবে এখন আর তেমন খাওয়া হয় না, ব্যস্ততা কমার জায়গায় আরও বেড়ে গেল।

 last year 

আসলেই তো আপনার কথা তো আমি একেবারে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে গেলে আপনাকে অবশ্যই বলব।

 last year 

অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে কাজের ব্যস্ততার মাঝে বাইরে ডিনার করা তেমন একটা সুযোগ হয় না। তবে বাইরের খাবারগুলো খেতে যেন খুবই সুস্বাদু হয়। বিরিয়ানির সঙ্গে কাবাব খেতে তো বেশ ভালোই লাগে। ফেনী জেলায় যে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায় এটাও জানা ছিল না। ধন্যবাদ ভাই।

 last year 

আসলে আমাদের এদিকে কিন্তু অনেক ভালো বিরিয়ানি পাওয়া যায়।

 last year 

আপনার কথার সাথে আমি একমত ভাই মন খারাপ থাকলে কোন কিছুই ভালো লাগেনা আর কোন কিছু করতেও ইচ্ছা করে না। সব সময় যেন মনের মধ্যে একটা উদাসীন ভাব থাকে। তবে এটা ঠিক মন খারাপ থাকলে যদি বাইরে থেকে একটু ঘোরাফেরা করা যায় তাহলে কিছুটা হলেও মনে পরিবর্তন ঘটে। আপনিও ঠিক সেটাই করেছেন। আর এই মনের পরিবর্তন ঘটানোর জন্য আপনি ভাবিকে নিয়ে ফেনীতে গিয়েছিলাম এবং এখানে নবী হোটেলে খুব ভালো বিরিয়ানী পাওয়া যায় তাই সেটা খাওয়ার জন্য আপনারা দুইজন উপস্থিত হয়েছিলেন। খুব মজা করেই মনে হয় দুজন মিলে বিরানিটা খেয়েছেন দেখেই বোঝাচ্ছে আপনাদেরকে। সব মিলে দারুন একটা মুহূর্ত কাটিয়েছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে আমার যখন মনটা ভালো থাকে না তখন বাহিরে ঘোরাঘুরি করার অথবা খাওয়া-দাওয়া করার চেষ্টা করি। হ্যাঁ ভাই খুব মজা করে দুজন মিলে বিরিয়ানি খেয়েছিলাম।

 last year 

যখন মন খারাপ থাকে তখন আর ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছে করে না কিংবা কোন কাজে মন বসে না। তাই ইচ্ছে করে একটু বাইরে যেয়ে ঘোরাফেরা করা কিংবা হালকা খাওয়া-দাওয়া করা। আপনারা দুইজনে মিলে বেশ মজাদার খাওয়া দাওয়া করলেন অনেক সুন্দর সময় কাটালেন। দারুন সময় পার করলেন আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

হ্যাঁ খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা।

 last year 

মানুষের জীবনে উত্তান পতন,ভাল লাগা মন্দ লাগা থাকবেই। আপনার আরেকটি পোষ্ট পড়ে জানতে পেরেছিলাম যে আপনি মানুষিক ভাবে একটু সমস্যায় আছেন। দুরে কোথাও ঘুরলে বা ভ্রমন করলে মনটা ফ্রেশ থাকে। আশা করি ফেনীতে গিয়ে বিরানী খেয়ে ঘুরে আপনার মনটা ফ্রেশ হয়েছে। ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই বিরিয়ানি খেয়ে এবং ঘোরাঘুরি করে মনটা কিছুটা ফ্রেশ হয়েছে।

 last year 

আসলে ভাইয়া যখন মন খারাপ থাকে তখন বাইরে গেলে মন অনেক ভালোই লাগে। মাঝেমধ্যে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় এমনিতে সবার কাছে অনেক ভালো লাগে। তবে কাবাব আপনার অনেক প্রিয়। যদিও আপনারা দুইজন এইবার ফেনী নবী হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছেন । তবে বিরানি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক অনেক দূরে হোটেলে গিয়ে ডিনার করছেন দেখে খুব ভালো লাগলো। সুন্দর করে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বিরিয়ানি খেতে আপনার কাছেও ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 last year 

মাঝেমধ্যে বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। তবে ঘোরাঘুরি করলে এবং মজাদার খাবার খেলে মন কিছুটা হলেও ভালো হয়ে যায়। আপনি এমনিতেই বিভিন্ন চাপের মধ্যে রয়েছেন। আশা করি এতো সুন্দর সময় কাটিয়ে কিছুটা হলেও চাপ কমেছে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা ঠিক বলেছেন মাঝে মাঝে বাহিরে গিয়ে খাওয়া-দাওয়া করতে খুব ভালো লাগে। হ্যাঁ এত সুন্দর সময় পার করেছি বলে কিছুটা চাপ কমেছে এখন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47