স্বরচিত কবিতা: প্রবাস জীবন Original Poetry by @narocky71
ABB 17.7.24 2K24 শনিবার
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আজ আমি প্রবাসীদেরকে নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করেছে। আসলে আমি কখনো প্রবাসে যাই নাই। ভবিষ্যতে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও কাজ করার জন্য যাওয়ার কোনো ইচ্ছা নেই। আসলে পরিবারের সকল দুঃখ-কষ্ট দূর করার জন্য দূর প্রবাসে যাওয়া হয় কাজ করার জন্য। প্রবাসে কাজ করে দেশে টাকা পাঠায় শুধু পরিবারের দুঃখ-কষ্ট দূর করার জন্য। একটা ছেলের অনেক আশা-আকাঙ্ক্ষা বাদ দিয়ে জীবনের ইচ্ছে গুলো বাদ দিয়ে শুধু পরিবারের কথা চিন্তা করে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে বসবাস করে। পরিবারের কেউ মারা গেলেও তাকে এক নজর দেখতে পারেনা নিজ চোখে। এরপরেও পরিবারের সবাইকে খুশি দেখতে চায় সবসময়। আর সবার খুশি দেখতে গিয়ে নিজের সুখটাকেই বিসর্জন দিয়ে থাকে। এরই নাম হচ্ছে প্রবাস জীবন। প্রবাসী মানুষদের উৎসর্গ করে আমি আজকের এই কবিতাটি লেখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
স্বরচিত কবিতা: প্রবাস জীবন
চিরচেনা শহর ছেড়ে
যাচ্ছি অনেক দূরে
দেখা হবে অনেক পরে
আসি যদি ফিরে।
সবার সুখের জন্য
দিলাম সুখ বিসর্জন
হাসি দেখতে সবার মুখে
আসলাম দূর প্রবাসে।
ঝড়-বৃষ্টি মাথার
উপর দিয়ে যায় আমার।
কষ্ট সব সহ্য করি
সবার সুখের জন্য।
প্রবাস জীবন কঠিন জীবন
ধৈর্য ধরা লাগে অনেক।
অনেক বছর পর দেখা
হয় পরিবারের সাথে।
নিজের যত ইচ্ছে গুলো
ভুলে থাকি সব সময়।
সবার সুখের জন্য শুধু
নিজের কষ্ট ভুলে থাকি।
সবার সুখ দেখলে নিজে
নিজের সুখ হৃদয়ে বাজে।
নিজের সুখ ভুলে থাকি
সবার মুখে হাসি ফোঁটাতে।
পরিবার থেকে আঘাত পেলে
দুঃখটা হৃদয়ে বাজে।
সবার চাওয়া পূরণ করতে গিয়ে
নিজের চাওয়া রাখি কবর দিয়ে ।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
প্রবাস জীবন নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা গুলো পড়ে আমার অনেক ভালোলাগে। আজকের এই কবিতাটি পড়ে ও আরো বেশি ভালো লাগলো।
আমার কবিতা পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো রায়হান ভাই। সব সময় আপনার মন্তব্য অনেক ভালো হয়
https://x.com/NARocky4/status/1813404826673586650?t=fMVOHO_SUQDSUP-eVPDCMw&s=19
খুবই চমৎকার হয়েছে। প্রবাসীদের জীবনের দুঃখ কষ্টগুলো তুলে ধরেছেন। না গিয়েও যে অনুভূতি, খুবই ভালো লেগেছে।
আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে ভীষণ ভালো লেগেছে। প্রবাসীদের জীবন নিয়ে খুবই চমৎকার ভাবে এটি লিখেছেন। আসলে প্রবাসীদের জীবন অনেক কষ্টের। এত চমৎকার একটা বিষয় নিয়ে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
চেষ্টা করেছি ভাই প্রবাসীদের কষ্টের জীবনকে নিয়ে আজকের কবিতা লেখার জন্য।
প্রবাস জীবনটা অনেক বেশি কষ্টের হয়ে থাকে। প্রত্যেকটা ছেলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসে গিয়ে টাকা রোজগার করে। কিন্তু এর জন্য তাদের নিজেদের স্বপ্নটাকেই বিসর্জন দিয়ে দেওয়া লাগে। আমার নিজের কাছেও এই প্রবাস জীবন বিষয়টা ভালোই লাগে না। কারণ একটা পরিবারকে ছেড়ে এত দূরে থাকে এই মানুষগুলো। আপন মানুষ মারা গেলেও এক নজর দেখতে পারেনা এগুলোর কষ্ট তো অনেক বেশি। তাদেরও কতই না স্বপ্ন থাকে, কিন্তু তারা কয়জনই বা পারে নিজেদের স্বপ্ন পূরণ করতে। আমার তো মনে হয় কেউই পারেনা। প্রবাস জীবন নিয়ে লেখা তোমার এই কবিতাটা অনেক সুন্দর হয়েছে। সুন্দর করে বাস্তবতাকে তুলে ধরেছো।
হ্যাঁ প্রবাসীদের ও অনেক বেশি স্বপ্ন থাকে। যেগুলো তারা পূরণ করতে পারে না। ফ্যামিলির খুশির জন্য তারা নিজের স্বপ্নকে বিসর্জন দেয়। তাদের প্রবাস জীবনটা অনেক বেশি কষ্টের। চেষ্টা করেছি এই টপিকটা নিয়েই পুরো কবিতাটা লেখার জন্য।
প্রবাসীদের নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। মানুষ তাদের স্বপ্ন পূরণ করার জন্য আর একটু ভালো থাকার জন্যই চলে যায় দূর প্রবাসে। তাদের নিজের স্বপ্ন বাদ দিয়ে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে পরিবারকে খুশি রাখে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু তারা নিজের কষ্টের টাকা দিয়েই পুরো পরিবারকে খুশি রাখার চেষ্টা করে।
ভাইজান আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা পোস্ট শেয়ার করেছেন। কবিতার ছন্দ গুলো পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। সুন্দর একটি নাম দিয়েছেন কবিতার প্রবাসী জীবন। প্রবাস জীবন মানেই নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সবার সুখ শান্তির জন্য প্রবাস যাওয়া আপন শহর ছেড়ে। বেশ ভালো একটি কবিতা লিখেছেন ভালো লাগলো পড়ে ধন্যবাদ।
প্রবাসীদের এই কষ্টের জীবন নিয়ে লেখা কবিতাটা আপনার কাছে ভালো লেগেছে শুনে আনন্দিত হয়েছি। এভাবেই সব সময় পাশে থাকবেন আশা করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পরিবার-পরিজন ছেড়ে সকলের মায়া-মমতা ছেড়ে প্রবাসে একটি ছেলে যায় শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য।তার পরিবার ভালো থাকবে শান্তিতে আরামে থাকবে শুধুমাত্র এটা মাথায় রেখেই একটি ছেলে প্রবাস জীবন কাটায়। তার একটু পরিশ্রমে হয়তোবা তার পরিবারটি ভালো থাকবে এবং সে তার স্বপ্নগুলো বিসর্জন দেয়। আপনার স্বরচিত কবিতা প্রবাস জীবন পড়ে বেশ ভালো লাগলো অসাধারণ লিখেছেন ভাই। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি কিন্তু কখনো প্রবাসে যাই নাই, এরপরেও প্রবাসী জীবনটাকে আমার কারাবন্দি জীবন মনে হয়। অনেক কষ্টের জীবন। ধন্যবাদ
প্রবাস জীবন কতটা কষ্টের যে যাই সেই আদলে জানে এই জীবনের বেদনা।মানুষ শুধু বাইরের টাকা টাই আসলে দেখে থাকে।ভালো একটি টপিক নিয়ে লিখেছেন ভাইয়া।প্রবাস জীবন আসলেই কষ্টের ।নিজের মাতৃভূমি ছেড়ে প্রিয়জন ছেড়ে অপরিচিত জায়গায় যাওয়া অনেকটা কষ্টের।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
এই কষ্টটা সহ্য করতে পারবো না বলেই আমি এখনো প্রবাসে যায় নাই। ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনাও নাই। অনেক ধন্যবাদ মন্তব্যটি করার জন্য