আর্ট : রোমান্টিক দৃশ্যের আর্ট

in আমার বাংলা ব্লগ5 days ago

ABB 18 জুন 2k24 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000140052.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রোমান্টিক দৃশ্যের আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে রোমান্টিক দৃশ্যের আর্ট ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটা আর্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের সুন্দর সুন্দর আর্ট গুলো অঙ্কন করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন কালারের রং কলম দিয়ে এরকম আর্ট গুলো করলে দেখতে একেবারে দারুন লাগে। আমি এখন আপনাদের মাঝে সব সময় এই ধরনের আর্টগুলো শেয়ার করার চেষ্টা করি। এই রংগুলো দিয়ে যেকোনো আর্ট করলে কালারগুলো অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠে। আর তখন দেখতে অনেক বেশী সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আর এই জন্য আমি এই কলমগুলো অনলাইনে অর্ডার করে থাকি। দুই তিন দিন আগেও অর্ডার করেছিলাম। গতকালকে রাতের বেলায় একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম যে একটা আর্ট করা যাক। যেই ভাবনা সেই কাজ সাথে সাথেই আর্ট করার জন্য বসে গেলাম। কিন্তু আর্ট করতে বসলেই সমস্যা হলো যে, কিসের আর করবো এটাই ভেবে পাই না। এরপর এ রকমই একটা আর্ট আমি মোবাইলে দেখি। তারপর এটার মতো করেই আঁকার চেষ্টা করলাম। যদিও জানিনা কি রকম হয়েছে, তবে আশা করছি ভালোই লাগবে। আমি এই আর্ট টি করার পদ্ধতি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আর্টটি করার পদ্ধতি।

1000140052.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি আর্ট খাতা নিলাম। এরপর মার্কার দিয়ে চার পাশে চারটা দাগ দিয়ে দিলাম। এরপর হলুদ এবং কমলা রং কলম দিয়ে কিছু অংশ কালার করে নিলাম। এরপর সূর্য রং করলাম।

1718382799778.jpg

1718382799762.jpg

ধাপ 2️⃣

তারপর নিচের অংশটা কালো কালার করে নিলাম। আর একপাশে একটা গাছ এঁকে নিলাম।

1718382799719.jpg

1718382799719.jpg

ধাপ 3️⃣

তারপর সাদা কালারের রং কলম নিয়ে গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ছোট ফুল এঁকে নিলাম।

1718382799697.jpg

1718382799697.jpg

ধাপ 4️⃣

এরপর দুইটা কাপলের স্কেচ আঁকতে লাগলাম পেন্সিল দিয়ে।

1718382799643.jpg

1718382799643.jpg

ধাপ 5️⃣

এরপর কালো রং কলম দিয়ে স্কেচের উপরে অনেক সুন্দর করে কাপল আঁকা শুরু করলাম।

1718382799622.jpg

1718382799622.jpg

ধাপ 6️⃣

এভাবে কালো রং ব্যবহার করে একটা কাপল এঁকে নিলাম। যাদেরকে দেখতে অনেক সুন্দর লাগছিল।

1718382799549.jpg

1718382799549.jpg

ধাপ 7️⃣

এরপর আকাশের মধ্যে অনেকগুলো পাখি এঁকে নিলাম। এভাবেই আজকের আর্ট সম্পূর্ণ করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240614-WA0167.jpg

IMG-20240614-WA0167.jpg

ফাইনাল আউটপুট

1000140052.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

ভাইয়া আপনি তো দেখছি মার্কার পেন ব্যবহার করে আর্ট টা করেছেন। মার্কার পেনের কালার গুলো খুবই সুন্দর হয় অনেকটা জল রঙের মতোই দেখা যায়। আমি তো প্রথম দেখে ভেবেছিলাম আপনি জল রং দিয়ে পেইন্টিং করেছেন। তবে এখন দেখছি বিভিন্ন কালারের মার্কার পেন দিয়ে অঙ্কন করেছেন। খুব সুন্দর রোমান্টিক একটি দৃশ্য অংকন করেছেন। গাছের সাদা ফুল গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আসলে এরকম ভাবে কালারফুল কলামগুলো দিয়ে আর্ট করলে দেখতে খুব ভালো লাগে।

 5 days ago 

আপনি আজ ঈদের বিশেষ দিনে চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন। রোমান্টিক দৃশ্যের আর্টটি দারুনভাবে ফুটিয়ে তুলেছেন। খুবই সুন্দর লাগছে।ধন্যবাদ ভাইয়া আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।

 4 days ago 

চেষ্টা করলাম সুন্দর একটা রোমান্টিক দৃশ্যের আর্ট সবার মাঝে তুলে ধরার জন্য।

 5 days ago 

ঈদ মোবারক ভাইয়া। গতকাল রাতে আপনি ফ্রি ছিলেন আর ফ্রি সময়ে সুন্দর একটি আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। রোমান্টিক একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন ভাইয়া। দৃশ্যটি দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 4 days ago 

আপনাকেও ঈদ মোবারক। আমার আর্ট দেখে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 5 days ago 

বাহ আজকে আপনি অনেক সুন্দর একটি রোমান্টিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং তৈরি কিন্তু অসাধারণ। বিশেষ করে পেইন্টিং এর মধ্যে রোমান্টিক জুটির আর্ট করার কারণে দেখতে বেশ ভাল লাগছে। মনে হয় দুইজন মনের সুখে প্রেম করতেছে পেইন্টিং এর মধ্যে। খুব সুন্দর পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ঠিক বলেছেন দুজনে মনের সুখে প্রেম করতেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 5 days ago 

আপনার পেইন্টিং দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম ভাই। আসলে জল রং দিয়ে যে কোন পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রোমান্টিক দৃশ্যের আর্ট করেছেন। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। এতো চমৎকার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 days ago 

সুন্দর একটা রোমান্টিক দৃশ্যের পেইন্টিং অঙ্কন করে সবার মাঝে শেয়ার করতে পেরে আমার কাছেও ভালো লাগতেছে।

 4 days ago 

এক শেষ বিকেলে গাছের নিচে এক যুগল দাঁড়িয়ে। সত্যি অসাধারণ একটা দৃশ্য। চমৎকার করেছেন পেইন্টিং টা ভাই। আপনি বেশ ভালো পেইন্টিং করেন। আপনার পেইন্টিং টা চমৎকার ছিল ভাই। ধন্যবাদ এতো সুন্দর একটা পেইন্টিং আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। সত্যি অসাধারণ ছিল পেইন্টিং টা।

 4 days ago 

আমার করা আর্ট চমৎকার ছিল এটা ভাবতেই তো আমার কাছে আনন্দ লাগতেছে। এভাবেই উৎসাহিত করে যাবেন।

 4 days ago 

ভাই, আপনি এই আর্টটি যে রাতের বেলা করেছেন, তা জেনে বেশ অবাক হলাম। কারণ আমি রাতের বেলা আর্ট করতে পারিনা আলো ঠিকঠাক মত পাওয়া যায় না ফটোগ্রাফি করতে সেই জন্য। তাই আমি সাধারণত দিনেই আর্ট করি। যাইহোক, আপনার শেয়ার করা রোমান্টিক দৃশ্যের এই আর্টটি খুবই ভালো হয়েছে। তাছাড়া আমি এর আগেও আপনার অনেক আর্ট দেখেছি, খুব সুন্দর ভাবে আপনি আর্ট গুলো করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই সুন্দর কাজগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64269.96
ETH 3483.54
USDT 1.00
SBD 2.53