বন্যায় ভালো নেই বাংলাদেশের মানুষ। পর্ব: দুই।

in #newcomer16 days ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

293862bb-5c83-42db-9d4e-394d579636b7.jpeg
‌[সোর্স এখানে]
https://www.istockphoto.com/photo/yaas-cyclone-in-bangladesh-gm1320377151-406962718

স্মরণকালের সেরা ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা। পানিবন্দি অবস্থায় এখনো দিন পার করছেন লাখ লাখ মানুষ। হঠাৎ এই বন্যার জন্য দায়ী হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ভারত সরকার কোনরকম সতর্ক বার্তা ছাড়াই ভারতের গোমতী নদীর ডম্বুর গেট খুলে দিয়েছে।১৯৮৮ সালের ৩৬ বছর পর প্রথম এই গেট খুলে দিল ভারত। এতে করে বাংলাদেশের নদীগুলোর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করেছে। নদীর বাঁধ ভেঙ্গে যেয়ে বাংলাদেশের নিচু অঞ্চলগুলো বানের পানিতে ভেসে গিয়েছে। গতকাল শুক্রবার ২৩ শে আগস্ট সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে কুমিল্লায় চারজন, কক্সবাজারে তিনজন, ফেনীতে একজন, চট্টগ্রামে দুইজন, নোয়াখালীতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষীপুরে একজন মারা গিয়েছেন

1764f4c4-85ca-4805-bf84-b2d57c902534.jpeg
‌[সোর্স এখানে]
https://www.istockphoto.com/photo/houses-in-sylhet-submerged-in-floods-gm1405188020-457175303

বন্যার্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য সরকারিভাবে তহবিল গঠন করা হয়েছে। আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:
হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল।
ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়।
হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩
এই তহবিলের অর্থ প্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবে এবং এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।
বার্তা প্রেরক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
5338620a-fe94-413d-9ecf-132c02412689.jpeg
‌[সোর্স এখানে]
https://www.istockphoto.com/photo/sunamganj-bangaldesh-october-11-2016-gm1339889897-420113125

এছাড়াও বাংলাদেশের সাধারণ মানুষজন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের নিরলস পরিশ্রম,নিঃস্বার্থ ভালোবাসা, আর্থিক টাকা পয়সা, যে যা পারছে যেভাবে পারছে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে।

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

Sort:  

আজ সংবাদ দেখলাম বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের এই দেশের সকলের মাঝে এমন এক হতে দেখে খুবই ভালো লাগছে। এগিয়ে যাকএমন একতাবদ্ধ হয়ে আমাদের এই দেশ

আমাদের যতটুকু উচিত মানুষ পাশে দাঁড়ানো আস-সুন্নাহ ফাউন্ডেশন খুবই সুন্দর ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা যে যতটুক পারি তা দিয়ে মানুষের পাশে থাকবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55216.42
ETH 2325.60
USDT 1.00
SBD 2.33