ফুড ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ10 months ago
হ্যালো বন্ধুরা❣️❣️

আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনাররা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন কোন পোস্ট নিয়ে। আজকে শুধুমাত্র খাবারের ফটোগ্রাফি শেয়ার করব । ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর খেতে গেলে আগে ছবি তুলতে হবে। এটা শুধু আমার না এটা এখন পুরো জেনারেশন এর সমস্যা, খাওয়ার আগেই ছবি তোলা। ফটোগ্রাফি গুলো আমার বিভিন্ন রেসিপির,এবং আমার নিজের তৈরি করা কিছু খাবারের ফটোগ্রাফি। যে রেসিপিগুলো আমার কাছে একটু বেশি স্পেশাল, তাদের কিছু ফটোগ্রাফি রাখি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি । আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG-20231030-WA0108.jpg

ফটোগ্রাফি নংঃ ১
  • সালাদের ফটোগ্রাফি। আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছিল। দুপুরে ভোজনের সাথে সালাদ তৈরি করেছিলাম। তখন এই ফটোগ্রাফিটি করে। সরিষার তেলের সাথে এই সালাদের রেসিপি দুর্দান্ত ছিল।

IMG-20231030-WA0103.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ২
  • ফুচকার ফটোগ্রাফি। ফুচকা পছন্দ করে নাই আমার মানুষ একদমই কম। বিশেষ করে মেয়েদের একটু বেশি পছন্দ। ফটোগ্রাফিটির মূলত ফুচকা দোকানেই করেছি। ফ্রেন্ডের সাথে ফুচকা খাওয়ার মজাই আলাদা। ফুচকার টকককক,,,,,জাস্ট 😋।

IMG-20231030-WA0102.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৩
  • মিনি পরটা ফটোগ্রাফি। মিনি পরোটা কেউ কখনো খেয়েছেন? আমি কোথাও দেখিনি কিন্তু এটি আমি নিজে থেকেই তৈরি করেছি। ছয় থেকে সাতটা খাওয়ার পর একটা পরোটার সমান হবে। পরোটা গুলি তৈরি করেছিলাম। রেসিপিতে কোন বিশেষত্ব নেই তাই আপনাদের সাথে শেয়ার করিনি। কিন্তু এই ছোট ছোট পরোটা গুলোও ডাল দিয়ে খেতে খুবই টেস্টি ছিল।

IMG-20231030-WA0105.jpg
অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৪

IMG-20231030-WA0101.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৫
  • চিংড়ি মাছ ভাজির ফটোগ্রাফি। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই মুচমুচে চিংড়ি মাছ ভাজি দিয়ে খাবার মজাই আলাদা।মাছগুলো আমাদের পুকুরেরই ছিল। টেস্ট অসাধারণ ছিল।

IMG-20231030-WA0107.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৬
  • ড্রিংস ফটোগ্রাফি। এই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। গরমে তৃপ্তিদায়ক আমের শরবত রেসিপি। শরীর মন একদম ঠান্ডা হয়ে যায়। রেসিপিটির সাথে কাঁচা মরিচ ব্যবহার করা হয়েছে। টক ঝাল মিষ্টি শরবতটি অসাধারণ। রেসিপিটি চেক করতে পারেন।

IMG-20231030-WA0106.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৭
  • পিঠার ফটোগ্রাফি। এইতো চলে এলো আবারও শীতকাল। মনে হচ্ছে সেদিনই এই ফটোগ্রাফি করলাম। শীতকালে চারিদিকে পিঠাপুলির উৎসব থাকে। গত বছর শীতের সকালে আম্মু আখের গুড় ও নারিকেলের সাথে খোলাজা পিঠা তৈরি করেছিল। আসলে এর টেস্ট বলে বুঝানো অসম্ভব। এই পিঠাকে আমরা আঞ্চলিক ভাষায় খোলাজা পিঠা বলে থাকি।

IMG-20231030-WA0104.jpg

অবস্থান

ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung Galaxy F23

ফটোগ্রাফারঃ

@naimuu

এই ছিল আজমার আজকের ফটোগ্রাফি গুলো। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰❣️🥰
Sort:  
 10 months ago 

আপনি আজকে দেখছি দারুন ফটোগ্রাফি করেছেন ফুড ফটোগ্রাফি। ফুড ফটোগ্রাফি দিয়ে তো লোভ লাগিয়ে দিলেন বাহ🥹।সালাদের ফটোগ্রাফি টা ভীষণ ভালো লাগলো তারপর ফুচকা এত ভীষণ প্রিয়। প্রতিটা মানুষ পছন্দ করে বিশেষ করে মেয়েদের প্রচুর।মিনি পরোটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। চিংড়ি মাছ ভাঁজির এর ফটোগ্রাফি ও আপনি আমাদের মাঝে পিঠার ফটোগ্রাফি করেছেন। সব মিলিয়ে দারুন ছিল আপনার ফটোগ্রাফি ও বর্ণনা। শুভেচ্ছা রইল আপনার জন্য

 10 months ago 

আরে ভাইয়া বলবেন না আপনার জন্য কিছু পাঠিয়ে দিতাম।

 10 months ago 

আরে ভাইয়া বলবেন না আপনার জন্য কিছু পাঠিয়ে দিতাম।

 10 months ago 

লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা এই খাবারের ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে বিশেষ করে ফুচকার ফটোগ্রাফি দেখেই লোভ লেগে গিয়েছে।

 10 months ago 

হায় হায় ফুচকাটা তো আমারই ভীষণ পছন্দ।

 10 months ago 

মজাদার ও লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খুব লোভ লেগে গেল। বিশেষ করে ফুচকার ফটোগ্রাফি এবং চিংড়ি মাছ ভাজির ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে এ দুটো খাবার আমার বেশ পছন্দের। এতসব খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

সবাই দেখছি ফুচকার ফটোগ্রাফি তে একটু বেশি পছন্দ করেছে। আসলে ফুচকা বলে কথা পছন্দ না হলে হয়।

 10 months ago 

দারুন সব রেসিপি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। আপনার রেসিপিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, যেখানে দেখতে পারলাম বিভিন্ন দিনের ভিন্ন ভিন্ন আইটেমের রেসিপি। একটি পোষ্টের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। সুন্দর সুন্দর রেসিপি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

খাবারের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। চোখ দিয়ে ই খেয়ে নিলাম।সামনে পাওয়া হলে হয়তো খাওয়া হতো।মজার মজার খাবারের ফটোগ্রাফি দেখে লোভ সামলানো দায়।ধন্যবাদ আপনাকে ফুড ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 10 months ago 

আপু আপনার ফুড ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি খুবই লোভনীয়। সবগুলো একসাথে খেতে পারলে খুবই মজা হতো। আমার কাছেও ফুড ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

চমৎকার মন্তব্য করে আরো উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ

 10 months ago 

মিনি পরোটা এবং ফুচকার ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে অনেক দারুন ছিল।জিভে জল আশার মতো একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ফুচকা দেখলে জিভে জল আসবে না এটা হতেই পারে না।

 10 months ago 

সবগুলো অনেক লোভনীয় ছিল আর এই লোভনীয় রেসিপিগুলোর ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন তবে আমার কাছে শীতের পিঠা রেসিপিটা সবচেয়ে বেশি লোভনীয় লেগেছে। ফটোগ্রাফি করে আবার আমাদের লোভ দেখাচ্ছেন হাহাহা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

শীতের পিঠাটাও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু ছিল।

 10 months ago 

ফুড ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। কিন্তু একটি বিষয়ে এই ফটোগ্রাফি গুলো দেখে আবার লোভ লাগছে। আপনার ফটোগ্রাফি আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

কোন খাবার দেখে লোক লাগলো ভাইয়া পাঠিয়ে দিচ্ছি 🤪

 10 months ago 

আমার মনে আছে ছোটবেলাতে যখন আমার মা রান্না করার জন্য চিংড়ি মাছ ভাজি করত তখন আমি ভাজি কা চিংড়ি মাছ খেয়ে নিতাম হা হা। খাবারের ফটোগ্রাফি দেখলে নিজেকে সামলে রাখতে পারি না। আবার বেশ ভালো লাগে। দারুণ করেছেন ফুড ফটোগ্রাফি গুলো। ফুসকা, মিনি পরোটা, চিংড়ি ভাজি, ড্রিঙ্কস সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল চমৎকার। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

চিংড়ি মাছ কিভাবে ভাজি করলে আমিও নিজে খেয়ে ফেলতাম। যাই হোক আপনার মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59347.70
ETH 2534.40
USDT 1.00
SBD 2.47