ডুমুর ফল।

in #steem2 months ago

1000084751.jpg



ছবিতে যে ফলটি দেখতে পাচ্ছেন তার নাম ডুমুর ফল। এই ফলটি সাধারণত গ্রাম অঞ্চলের রাস্তার আশপাশে বা ঝোপঝারের সব জায়গায় দেখা যায়। বর্তমান পরিস্থিতিতে এই ডুমুর ফলের অনেক গুনাগুন সম্পর্কে সাধারণ মানুষ অবগত আছে বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছে তারা এই ডুমুর ফলের গুণাগুণ সম্পর্কে বেশি অবগত তারা সরাসরি এই ডুমুর ফল সংগ্রহ করে তাদের ঔষধি কাজে ব্যবহার করে। তাছাড়া অনেক বয় জোষ্ঠ্য লোক এই ডুমুর ফলের গুনাগুন সম্পর্কে বেশি অবগত তারা নিয়মিত সবজি হিসেবে এই ডুমুর ফলগুলো খেয়ে থাকে। অনেকেই হয়তো এই ডুমুর ফল সম্পর্কে অবগত নয় এজন্য যারা এই ডুমুর ফল সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা google থেকে এর ঔষধি গুনাগুন সম্পর্কে অবগত হতে পারেন যেহেতু এই ফলটি খুব সহজেই সংগ্রহ করা যায় তাই এই ফল সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62704.97
ETH 2442.73
USDT 1.00
SBD 2.66