জেনারেল রাইটিং-শীত বস্ত্র||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


শীত বস্ত্র:

poor-3391391_1280.jpg

Source


সময়ের সাথে সাথে শীতের প্রকোপ বেড়েই চলেছে। আর এই সময় অসহায় মানুষগুলোর কথা ভাবলে মনের অজান্তে অদ্ভুত এক কষ্ট মনে জমা রয়ে যায়। আমাদের চারপাশে এমন অনেক অসহায় মানুষ আছে যারা দুবোলা দুমুঠো খেতে পারে না। তাদের কাছে শীত বস্ত্র কেনা অনেকটা বিলাসিতার মত। হার কাপানো শীতে আগুন করেই তাদের রাত পোহাতে হয়। কুয়াশা ভেজা শীতের চাদর যখন তাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে তখন অসহায়ের মতো ফেলফেলিয়েতাকিয়ে থাকে। কিছুই করার থাকে না তাদের। কাউকে কিছু বলার থাকে না।


যাদের কাছে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা কঠিন কাজ তারা শীতবস্ত্র কেনার কথা অনেক সময় ভাবতেই পারে না। পুরনো পাতলা ফেল ফেলে কম্বল দিয়েই তাদের রাত পার করতে হয়। শীতের আরামদায়ক কাপড় তাদের কপালে জোটে না। হয়তো কেউ পুরনো কোন কাপড় দিয়ে শীত পার করে। এক টুকরো শীতের কাপড় কিনে প্রিয়জনদেরকে উপহার দেওয়ার সামর্থ্য তাদের নেই। ছোট্ট শিশুদেরকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে শাড়ির আঁচলে লুকিয়ে রাখে মায়েরা। তবুও যেন ছোট্ট শিশুটির চোখ ছল ছল করে ওঠে। ঠান্ডা হাওয়া তার ভেতরটাকে শীতল করে দেয়। অসুস্থ হয়ে পড়ে ছোট্ট শিশুটি।


আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা পথে-ঘাটে দিন কাটায়। মাথা গোজার ঠাঁই নেই তাদের। রাস্তার পাশে শুয়ে থাকা সেই মানুষগুলো জানে একটি শীতের রাত কতটা কষ্টের। দিনের পর দিন কষ্টে দিন কাটে তাদের রাতের পর রাত নির্ঘুম কাটাতে হয়। তারও হয়তো প্রত্যাশা করে কেউ একজন তাদের পাশে দাঁড়াবে। কখনো বা প্রত্যাশা করে তাদের কপালেও একটু শীত বস্ত্র জুটবে। কিন্তু বাস্তবতা যে একদমই আলাদা। তাদের প্রত্যাশার জায়গা গুলো খুবই ঠুনকো।


আমাদের সমাজে অনেক বৃত্তশালী মানুষ আছে যারা সামান্য কোন পার্টির আয়োজনেও লাখ লাখ টাকা খরচ করে ফেলে। তারা যদি তাদের একদিনের বিলাসিতার খরচ সেই অসহায় মানুষগুলোর পিছনে খরচ করতো তাহলে হয়তো তারা শীতে এতটা কষ্ট পেত না। তাদের মুখে হাসি ফুটানোটা খুব একটা কঠিন নয়। শীত আর ঠান্ডা রাতে যদি তাদের হাতে এক টুকরো শীত বস্ত্র তুলে দেওয়া হয় তারাই হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাদের মুখে ফুটে আসবে অনাবিল আনন্দ। যেই হাসি লাখ টাকা দিয়েও কেনা যাবে না।


আমরা যদি সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই তাহলে যে যার জায়গা থেকে আমাদের চারপাশের মানুষগুলোর খবর নিবো। আমরা যেমন শীতে আরামদায়ক পোশাক পরিধান করি তেমনি নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকেও সাহায্য করবো। তারা যে বড্ড অসহায়। এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটানোটা খুব সহজ। তারা অল্পতেই অনেক বেশি সন্তুষ্ট হয়। এক টুকরো শীতের কাপড় পেলেই যে তাদের মুখে হাসি ফুটে উঠবে। এই শীতল হাওয়ায় শীত বস্ত্র যে তাদের ভীষণ প্রয়োজন। তাই আমরা যে যার জায়গা থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করবো এবং তাদের পাশে দাঁড়াবো।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20241227_064108.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 months ago 

আপনার প্রতিটি কথা আমার একদম মনে গেঁথে গেছে আপু। আপনার প্রত্যেকটা কথা সত্য। আমাদের মধ্যে শীতকালে সবচেয়ে বেশি কষ্ট করে নিম্নবিত্ত মানুষেরা কারণ তাদের ভাত জোটে না। বিত্তশালী মানুষেরা যদি একটু পাশে থাকতো তাহলে এভাবে অসহায় মানুষেরা কষ্ট পেত না শীতে।আপনার মত এভাবে যদি সবাই চিন্তা করতো তাহলে অনেক সুন্দর হতো সবকিছু!

 4 months ago 

IMG_20250104_195912.jpg
IMG_20250104_195923.jpg
IMG_20250104_195942.jpg
IMG_20250104_195956.jpg

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 4 months ago 

আপু আপনার লেখাগুলো পড়ছিলাম আর আমার গায়ে যেন কাঁটা দিচ্ছিল মনে হচ্ছে। সত্যি আমাদের দেশেও এখনো অনেক মানুষ আছে যারা শীতের মধ্যে গরম পোশাক পড়তে পারছে না। এমনকি দুমুঠো খেতেও পায় না ঠিকভাবে এই শীতের দিনে। আমরা যদি এই ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি তাহলে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ আপু।

 4 months ago 

আমরা সুখে আছি তাই অন্যের কষ্ট আমাদের চোখে পড়ে না। কিন্তু একটু বাহিয়ে বের হলে দেখা যায় মানুষ কতটা অসহায়। এই শীতে এমন হাজার হাজার মানুষ আছে তারা শীত নিবারণের জন্য এক টুকরো কাপড় পাই না। কত ছোট ছোট শিশু আছে যারা শীতের ভেতর একটু উষ্ণতার জন্য ধকে ধুকে মরছে। সত্যি বলতে এখনো আমরা মানুষ হতে পারি যদি হতাম তাহলে মানুষের কষ্ট বুঝতাম। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

এই হাড় কাঁপানো শীতে অসহায় মানুষেরা বেশ কষ্ট করছে। সমাজের দরিদ্র অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে গরম জামা কাপড়ের ব্যবস্থা করতে হবে। অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। ধন্যবাদ আপনাকে আপু ‌ ।

 4 months ago 

আপু আপনি বেশ সুন্দর করে বিষয়টি আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি বলতে আমরা কেউ কিন্তু এমন মানুষগুলোর কথা চিন্তা করি না। আমরা শুধু আমাদের সুখের কথাই ভেবে মরি। আপনার লেখা গুলো পড়ে কিন্তু বেশ ভালোই লেগেছে।

 4 months ago 

আপু আপনি অত্যন্ত সুন্দর একটি টপিক সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে মাঝে উপস্থাপন করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে এই হার কাপানো শীতের মাঝে রাস্তার পাশে, কুঁড়েঘরে জীর্ণশীর্ণ হয়ে থাকা মানুষগুলোর দিকে তাকালে আমার খুবই কষ্ট লাগে। তাই আপনার সাথে আমিও একমত আমরা যারা মোটামুটি ভাবে চলতে পারি তারা সবাই যদি তাদের প্রতি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে হয়তোবা একটু হলেও এই হার কাঁপানো শীত থেকে তারা রক্ষা পাবে। যদিও আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম বাস্তবমুখী একটি টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93493.82
ETH 1796.91
USDT 1.00
SBD 0.84