লাইফস্টাইল-পড়ন্ত বিকেলে রেললাইনে কিছুটা সময় কাটানো||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। লাইফ স্টাইল পোস্ট শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। নিজের কাটানো সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে ভালো লাগে।তাইতো আজকে আমি পড়ন্ত বিকেলে রেল লাইনে কিছুটা সময় কাটানোর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরবো।


পড়ন্ত বিকেলে রেললাইনে কিছুটা সময় কাটানো:

IMG_20240606_132940.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240606_132800.jpg
Device-OPPO-A15
Location


সময়ের সাথে সাথে কেন জানি নিজেকে বন্দী করে নিয়েছি। ঘরের বাহিরে যাওয়ার সময় খুব একটা হয় না। সেদিন যখন আমার বাসায় আমার পরিচিত কয়েকজন বেড়াতে এসেছিল সবাই বললো পাশের রেললাইনে ঘুরতে যাবে। আমিও সুযোগ পেয়ে তাদের সাথে গিয়ে সুন্দর সময় কাটানোর চেষ্টা করেছি। পড়ন্ত বিকেলের সুন্দর আবহাওয়া আর রেল লাইনে হাঁটাহাঁটি করার সেই মুহূর্তগুলো সত্যিই দারুণ ছিল। যেহেতু রেললাইন আমার বাসার পাশেই ছিল তাই খুব একটা সময় লাগেনি সেখানে যেতে। সবচেয়ে মজার বিষয় হলো আমার রুমের জানালা দিয়ে রেললাইন দেখা যায়। আর যখন ট্রেন যায় তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখি।


IMG_20240606_132614.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240606_132725.jpg
Device-OPPO-A15
Location


ট্রেন চলে ট্রেনের গতিতে আর সেখানে অপেক্ষমান মানুষগুলো নিজের মতো করে বসে থাকে। ট্রেন যেহেতু অনেকটা বড় তাই অনেক সময় ধরে তাকিয়ে থাকলে মানুষগুলোকে দেখা যায়। তারা যে যার গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়ে পরেছে। সব সময় রেললাইন জানালা দিয়েই দেখা হয়। সেভাবে কখনো ঘুরতে যাওয়া হয় না। সেদিন যখন সুযোগ পেয়েছিলাম তখন ভাবলাম সেখানে গিয়ে কিছুটা সময় কাটালে মন্দ হবে না। রেল লাইনে হাঁটাহাঁটি করতে আমার বেশ ভালো লেগেছে। রেল লাইনের উপরে পাথরগুলো রাখা ছিল। আর দেখতেও ভালো লাগছিল।


IMG_20240606_133551.jpg
Device-OPPO-A15
Location


রেল লাইনের দুই ধারে গড়ে উঠেছে কিছু ঘর বাড়ি। ভূমিহীন মানুষরা নিজেদের মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে। রেললাইনের পাশের এই অসহায় মানুষগুলোর কথা ভাবলে খুবই খারাপ লাগে। রেল লাইনের খাসের জায়গা জুড়ে নিজেদের বসত গড়ে তুলেছে। এই মানুষগুলোর হয়তো যাওয়ার কোন জায়গা নেই। শহরের প্রত্যেকটা আনাচে-কানাচে এমন অনেক অসহায় মানুষ বসবাস করে। কোন এক ফাঁকা জায়গা পেলেই নিজের মাথা মাথা গোঁজার ঠাঁই তৈরি করে নেয়। একদিন হঠাৎ করেই দেখেছিলাম সেই ঘর গুলো সরানো হচ্ছে। তখন আমি জানালা দিয়ে দেখছিলাম। এরপর বিকেল বেলায় সেখানে গিয়ে জানতে পারলাম রেল লাইনের পাশের সব ঘরবাড়িগুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


IMG_20240606_133638.jpg
Device-OPPO-A15
Location


রেল কর্তৃপক্ষ হয়তো তাদের ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই মানুষগুলোর হাহাকার দেখে খুবই খারাপ লেগেছিল। আমি যখন এই রেল লাইনে হাঁটাহাঁটি করছিলাম তখন সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। আর চারপাশের অসহায় মানুষগুলোকে দেখে খারাপ লাগছিল। তারা কতই না মানবতার জীবন যাপন করে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বেশি ভয়। কখন ট্রেন আসবে হয়তো তারা বুঝতে পারবে না। আর ঘটে যেতে পারে দুর্ঘটনা। হয়তো অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। তবুও তারা একটু ভালো থাকতে নিজের ঠাঁই খুঁজে নিয়েছে রেললাইনের ধারের পতিত জায়গা গুলোতে।


IMG_20240606_132532.jpg
Device-OPPO-A15
Location


রেল লাইনে হাঁটাহাঁটি করছিলাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। হালকা মৃদু বাতাস আর সুন্দর পরিবেশ বেশ ভালো লাগছিল। রেল লাইনের পাশে বেড়ে ওঠা কিছু গাছে বাবুই পাখির বাসা দেখে ভালো লেগেছিল। এই বাসা গুলো সচরাচর খুব একটা দেখা যায় না। তবে সেদিন যখন আমি রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলাম তখন এই দৃশ্যটা দেখেই ভালো লেগেছিল। যেহেতু অনেক উঁচুতে ছিল গাছ তাই খুব একটা ভালোভাবে ছবিটি নিতে পারিনি। বাস্তবে দেখতে বেশ ভালো লেগেছিল। সব মিলিয়ে বিকেলের সময়টা দারুন ভাবে উপভোগ করেছি। সময় পেলে আবারো কোন একদিন বেরিয়ে পড়বো কিছুটা সময় কাটাতে। আশা করছি আমার আজকের পোস্ট সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

রেল লাইনের আশেপাশের বাড়িগুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে জেনে আসলেই খুব খারাপ লাগলো। কিন্তু অন্য দিক দিয়ে চিন্তা করলে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। একদম রেল লাইনের পাশে বাড়িগুলো হওয়ার কারণে তাদের অনেক ধরনের এক্সিডেন্ট এর আশঙ্কা থাকে। আপনি খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। বিকেলবেলা এরকম জায়গা গুলোতে ঘোরাফেরা করতে ভালোই লাগে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

এক দিক থেকে চিন্তা করলে মনে হয় রেললাইনের পাশের ঘরবাড়িগুলো উচ্ছেদ করা উচিত। অন্য দিক দিয়ে ভাবতে গেলে তাদের জন্য খারাপ লাগে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিকেল বেলায় রেললাইনে হাটাহাটির কিছু মুহূর্ত। আসলে বিকেল বেলায় প্রকৃতির মাঝে এরকম সময় কাটাতে সত্যি বেশ ভালো লাগে। মৃধু বাতাসে মন প্রাণ বেশ জুড়িয়ে যায়। গাছের বাবুই পাখির বাসা গুলো দেখতে সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছিল আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

বিকেল বেলায় রেল লাইনে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লেগেছে। বাবুই পাখির বাসা গুলো সত্যি অনেক সুন্দর ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

আসলে আপু আমাদের জীবনটা বন্দির মতই লাগে। বিভিন্ন কাজের জামেলার কারনে বের হওয়ার সুযোগ হয় না। তার উপর আবার ভাপসা গরম। তবে যেহেতো মেহমান এসেছে,সেই সাথে আবহওয়াটাও দারুন ছিল। ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যায় খুবই সুন্দর একটি সময় কাটিয়েছেন। ধন্যবাদ।

 2 months ago 

ঠিক বলেছেন আপু মাঝে মাঝে জীবনটা বন্দির মতোই লাগে। বাহিরে বের হওয়ার সময় কিংবা সুযোগ কোনটাই হয়ে ওঠেনা। যাইহোক আপু ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আপু পড়ন্ত বিকেলে হাটতে আমার খুবই ভালো লাগে। তবে আপনিও দেখছি পড়ন্ত বিকেলে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছেন। আরে সুন্দর মুহূর্তটা রেললাইনের পাশ দিয়ে হেঁটেছেন বিষয়টা খুবই ভালো লাগলো। আমাদের এই দিকে রেললাইন আছে কিন্তু অনেক দূরে যে কারণে যাওয়া হয় না কিন্তু আপনি তো খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

পড়ন্ত বিকেলে রেল লাইনের পাশ দিয়ে হাটাহাটি করতে অনেক ভালো লেগেছে। ভাইয়া আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

রেল লাইন দিয়ে হাটতে সত্যিই অনেক ভালো লাগে। বিশেষ করে বিকালের দিকে সবাই রেল লাইন দিয়ে হাটে,বসে গল্প করে। মেহমানদের উসিলায় আপনারও যাওয়ার সুযোগ হয়ে গেলো। রেল লাইন দেখে মনে হচ্ছে ট্রেন খুব কম আসে। ধন্যবাদ।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া রেল লাইনে হাঁটতে অনেক ভালো লাগে। আর অনেক সুন্দর সময় কাটানো যায়। আমিও অনেক সুন্দর সময় কাটিয়েছি ভাইয়া।

 2 months ago 

রেললাইনে ঘুরতে গেলে মন এমনিতে ভালো হয়ে যায়। তবে আমাদের এইখানে রেললাইন অনেক দূরে। তবে রেললাইন টি আপনার মনে হয় বাসার একদম পাশে। জানালা দিয়ে রেললাইন দেখা যায় আপনার বাসা থেকে। তবে আপু রেল লাইনের পাশের দোকান ঘরগুলো তুলে ফেললে মনে হয় ভালো হবে। কারণ যখন রেললাইনে ট্রেন আছে অনেক সময় অনেক ভয় দেখা যায়। খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপু রেললাইনে ঘুরতে গিয়ে।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া রেল লাইনে ঘুরতে গিয়ে মন ভালো হয়ে গিয়েছিল। আর জানালা দিয়ে রেললাইন দেখতেও ভালো লাগে। এটা ঠিক বলেছেন রেললাইনের পাশের ঘরবাড়িগুলো উচ্ছেদ করলে অনেক সময় বিপদ মুক্ত থাকা যায়।

 2 months ago 

বিকেল মুহূর্তে ঘোরাঘুরি করতে আমারো খুবই ভালো লাগে আপু। তবে আমাদের এদিকে নদী বা রেললাইন নাই। তাই এই দুইটা জিনিসের জন্য বেশ আফসোস মনে হয় আমার। তবে পুকুর পাড়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখানে। যাই হোক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই মুহূর্তে অনুভূতি পড়ে।

 2 months ago 

বিকেল মুহূর্তে ঘুরাঘুরি করতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো আপু। আপনাদের এদিকে রেললাইন আর নদী নেই শুনে খারাপ লাগলো আপু। আমাদের এদিকে চলে আসেন একদিন।

 2 months ago 

রেল লাইন দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। লামার বাসার আসে পাশে রেললাইন নেই।তাই রেললাইন দিয়ে হাঁটার সুযোগ হয়ে ওঠে না।তবে আপনার বাসায় গেলে আমিও মাঝে মাঝে রেললাইন দিয়ে হাটতে পারি এজন্য আমার ভীষণ ভালো লাগে। ট্রেন যেহেতু অনেকটা লম্বা তাই অনেকটা সময় ধরে ট্রেন যাওয়ার দৃশ্য উপভোগ করা যায়। আপনি দারুন একটি মুহূর্ত শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। ছবিগুলো দেখতেও বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেকদিন পর রেল লাইনে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লেগেছে। আরো অনেক সুন্দর সময় কাটানোর চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68726.56
ETH 3273.79
USDT 1.00
SBD 2.67