জেনারেল রাইটিং-রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা শুনে বা সোশ্যাল মিডিয়ায় দেখে দু চোখে জল চলে আসে। আসলে মৃত্যু যে কতটা ভয়ংকর হতে পারে এটা চোখের সামনে না আসলে কেউ বুঝতেই পারে না। গতকাল থেকে একটি নিউজ বারবার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর যতবার দেখছি ততবারই হৃদয় কেঁপে উঠছে। তাই আজকে কিছু কথা শেয়ার করবো।


রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু:

railroad-1364222_1280.jpg

Source


বিহারের ব্রাউনি স্টেশনের রেলকর্মীর ভয়ঙ্কর মৃত্যু হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জানেন। প্রথমবার যখন আমি নিউজটি দেখেছি সত্যি কথা বলতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মানুষের মৃত্যু যে এভাবেও হতে পারে এটা ভাবতে গিয়েই হৃদয় কেঁপে উঠেছে। এই ক্ষণিকের জীবনে কখন কার মৃত্যু লিখা আছে আমরা কেউ জানিনা। সময়ের সাথে সাথে জীবনের সময় গুলো ফুরিয়ে যায়। আর মৃত্যু চোখের সামনে চলে আসে। সেই লোকটি হয়তো জানতোই না সেই দিনটাই ছিল তার জীবনের শেষ দিন।


ভয়ংকর মৃত্যু গুলো মেনে নিতে সত্যিই অনেক কষ্ট হয়। হয়তো আমাদের সবাইকে একদিন মরতে হবে। তবে এরকম ভয়ংকর মৃত্যু যেন কারোর না হয় সবসময় সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। দুটি বোগি সংযোগ করতে গিয়ে নিজেই যখন পিষ্ট হয়েছেন তখন তার ভেতরটা হয়তো দুমড়ে মুছে গেছে। হয়তো ক্ষনিকের মধ্যেই তার জীবনটা বের হয়ে গেছে। আসলে এরকম দৃশ্যগুলো দেখে আমরা যেমন কষ্ট পাচ্ছি তার পরিবারের অবস্থা কি হয়েছে সেটা ভেবে সত্যিই অনেক খারাপ লাগছে।


লোকটি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছে তখনও হয়তো সে জানতো না এটাই তার পরিবারের সাথে শেষ দেখা। কিংবা তার পরিবারের লোক গুলো জানতো না সেই মানুষটি আর ঘরে ফিরবে না। তার ভয়ঙ্কর মৃত্যু লিখা আছে কপালে। আসলে আমরা কেউ জানি না আমাদের সাথে কি হতে চলেছে। কিংবা ভয়ঙ্কর কোন কিছু হতে চলেছে। কাছের মানুষগুলোকে ছেড়ে যখন একজন মানুষ কর্মস্থলে যায় তখন পরিবারের মানুষগুলো প্রত্যাশায় থাকে মানুষটি ফিরে আসবে। হয়তো তিনিও নিজের কর্ম শেষ করে ফিরে আসতেন। কিন্তু সেই দিনটাই ছিল তার জীবনের শেষ দিন। আর ভয়ঙ্কর মৃত্যু দেখতে হলো তাকে।


এতটা কষ্ট পেয়ে যদি কারো মৃত্যু হয় সেটা মেনে নিতে সত্যিই অনেক কষ্ট হয়। আমি তো বারবার তার পরিবারের কথাই ভাবছি। তারা যখন এই দৃশ্যটা দেখেছে তখন তাদের মানসিক অবস্থাটা কেমন হয়েছে এটা ভেবেই খারাপ লাগছে। হয়তো সেই মানুষটির ভেতরটা একদম ভেঙে চুরে গেছে। কতটা আঘাত পেলে সেই অবস্থাতেই মানুষের মৃত্যু হয় এটা ভেবে সত্যিই অনেক কষ্ট লাগছে। ক্ষনিকের এই জীবনে কখন কি হয়ে যাবে এটা বলা মুশকিল। তবে কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।


রেলকর্মীর ভয়ংকর এই মৃত্যু পুরো দেশবাসীর মনে সারা জাগিয়েছে। পুরো বিশ্ববাসীকে কাঁদিয়েছে এরকম ভয়ংকর মৃত্যুর দৃশ্য গুলো সোশ্যাল মিডিয়ায় দেখলে নিজেকে সামলে রাখা যায় না। সত্যি কথা বলতে এই দৃশ্যগুলো অনেক বেশি কষ্টের। আর এই মৃত্যুগুলো অনেক বেশি ভয়ংকর।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

কখন কার মৃত্যু কিভাবে হবে কেউ জানে না। তবে মৃত্যু সবার আসবে নিশ্চিত। এই সময়ে আমাদের দেশে বিভিন্ন প্রকার এক্সিডেন্ট হচ্ছে। এমন ভাবে রেল কর্মীর মৃত্যুটা সত্যি মেনে নেয়া যায়না। কে বা জানতো, পরিবারের লোক কি জানতো এমন জীবন চলে যাবে। তবে সবকিছুর মধ্যে সাবধান হতে হবে।

 3 months ago 

ঠিক বলেছেন আপু কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানিনা। দুর্ঘটনায় যেকোনো সময় কারো মৃত্যু হয়ে যেতে পারে।

 3 months ago 

এই দৃশ্য সকালে দেখে আমার শরীরের শিহরণ দিয়ে উঠেছিল আপু। দুর্ভাগ্যের বশে মানুষটি এইভাবে মৃত্যুকে বরণ করল। ছবিটি দেখবার যোগ্য ছিল না। আমি অনেককেই বলেছি ফেসবুক থেকে সরিয়ে দিতে। আসলে মানুষের কপাল কখন যে কি নিয়ে আসে বলা মুশকিল। তাই এমন সুস্থ স্বাভাবিক একজন মানুষকে এমন ভাবে মরতে হলো

 3 months ago 

কার কিভাবে মৃত্যু লিখা আছে এটা আসলে বলা মুশকিল দাদা। এরকম ভয়ংকর মৃত্যু সত্যি অনেক বেশি কষ্টের।

 3 months ago 

নিজের কর্মজীবনে বেশ কয়েকবার আমি এই রেল লাইনের দূর্ঘটনায় গিয়েছি আমি। রেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চোখে দেখে সহ্য করা যায় না। আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো আসলে এ ধরনের মৃত্যু গুলো খুবই মর্মান্তিক।

 3 months ago 

দুর্ঘটনা সত্যি কাম্য নয়। আর যদি এরকম মর্মান্তিক দুর্ঘটনা হয় তাহলে আরো বেশি খারাপ লাগে। খবরটি শোনার পর থেকে অনেক খারাপ লেগেছে।

 3 months ago 

যদিও খারাপ লাগার মতোই বিষয় তবু বলবো মন খারাপ করার দরকার নাই তার মৃত্যু এভাবেই হয়ার কথা ছিলো।

 3 months ago 

আপু যদিও আমি নিউজটি দেখেনি কিন্তু আপনার পোস্টের মাধ্যমে পড়ে গা শিউরে উঠছে। সত্যিই এমন মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। তার পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন।আসলে কখন কিভাবে কার মৃত্যু হবে বলা মুশকিল। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। আমিন।

 3 months ago 

এই নিউজটি যখন থেকে দেখেছি তখন থেকেই অনেক খারাপ লেগেছে আপু। তাই বিষয়টি নিয়ে লিখে ফেললাম।

 3 months ago 

নিউজ ও সেই রেলকর্মীর ফটোগ্রাফি টি আমি দেখেছি ও এতো খারাপ লেগেছে তা বলে বোঝানোর মতো নয়।কতোই না কষ্ট পেয়ে জীবনটা চলে গেছে ওনার।ওনার আত্নার শান্তি কামনা ও স্বর্গলাভ করুক সেই প্রার্থনা করছি।এরকম মর্মান্তিক মৃত্যু যেন কোন শত্রুর ও না হয়।পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এরকম ভয়ংকর মৃত্যুর কথা শুনে সত্যিই অনেক খারাপ লেগেছে আপু। এরকম ভয়ংকর মৃত্যু যেন কারো না হয়।

 3 months ago 

এই খবরটা আমি শুনিনি৷ তবে আপনার কাছ থেকে শুনলাম৷ আসলে মানুষের মৃত্যু হওয়াটা স্বাভাবিক৷ তবে এরকম মর্মান্তিক মৃত্যু হওয়াটা যেন একটু বেশি কষ্টের৷ যাইহোক উনাকে আল্লাহ তায়ালা যেন জান্নাতের একেবারে উচ্চপর্যায়ে রাখেন তাই কামনা করি৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96919.66
ETH 2712.79
SBD 0.62