DIY-সবাইকে জানাই মা দিবসের শুভেচ্ছা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আমার মায়ের প্রতি ভালোবাসা থেকেই একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড সবার ভালো লাগবে।
সবাইকে জানাই মা দিবসের শুভেচ্ছা:
মা মানেই অন্যরকমের অনুভূতি। মা মানেই হৃদয়ের মাঝে গভীর এক ভালোবাসা। মা শব্দটির মাঝে মিশে আছে অনেক আবেগ, অনুভূতি আর ভালোবাসা। হয়তো সেভাবে মাকে কখনো বলা হয় না মা তোমায় বড্ড ভালোবাসি। কিন্তু কেন জানি মায়ের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি। প্রত্যেকটি সন্তানের কাছেই মা অনেক বেশি ভালোবাসার এবং শ্রদ্ধার একজন মানুষ। হয়তো সেভাবে কখনো ভালোবাসা প্রকাশ করা হয়ে ওঠে না। কখনো জড়িয়ে ধরে বলা হয় না মা তোমায় খুবই ভালোবাসি। ভালোবাসি এই কথাটি বলতে গিয়ে হয়তো অনেকটা জড়তা কাজ করে। হয়তো মুখ ফুটে সেই কথাটি প্রকাশ করা হয় না। যেই মানুষটিকে আমরা এতটা ভালোবাসি সেই মানুষটিকে কখনো বলতে পারি না মা তোমায় ভালোবাসি। আজকে যেহেতু মা দিবস তাই ভাবলাম মা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর একটি কার্ড তৈরি করি। তো এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কার্ড তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পুঁথি।
ধাপ সমূহ:
ধাপ-১
মা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে আমি সাদা কাগজ প্রস্তুত করে নিয়েছি।
ধাপ-২
সাদা কাগজ প্রস্তুত করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি লাল কাগজ কেটে নিয়েছি। এবার পেন্সিল দিয়ে একটি সুন্দর লাভ চিহ্ন অঙ্কন করে নিয়েছি।
ধাপ-৩
এবার দাগ অনুযায়ী কেটে সুন্দর একটি লাভ তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৪
এবার কার্ড এর উপরে ডিজাইন করার জন্য সুন্দর করে আঠা দিয়ে লাভ চিহ্নটি লাগিয়ে নিয়েছি।
ধাপ-৫
কার্ডের ডিজাইনটি আরো বেশি সুন্দর করার জন্য এবার সাদা কাগজের উপর মা লিখাটি লিখে নিয়েছি। এবার কাগজটি একটু সুন্দর করে ডিজাইন করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৬
লেখাটি যাতে দেখতে ভালো লাগে তাই সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এরপর আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৭
এবার আঠা দিয়ে লাগিয়ে নেওয়া হয়ে গেলে আরো কিছু কাগজ কেটে নিয়েছি ফুল তৈরি করার জন্য।
ধাপ-৮
এবার ফুল তৈরি করার জন্য কাগজ ভাঁজ করে নিয়েছি। যাতে ফুল তৈরি করলে দেখতে ভালো লাগে। এবার কাগজ কেটে সুন্দরভাবে ফুল তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৯
ফুল তৈরি করা হয়ে গেলে আরো কিছু ফুল তৈরি করেছি। এরপর কিছু পুঁথি নিয়েছি।
ধাপ-১০
এবার কার্ডের ডিজাইন আরো সুন্দর করার জন্য ভালোবাসি তোমায় কথাটি লিখার চেষ্টা করেছি। এরপর নিচের দিকে আঠা লাগিয়ে নিয়ে ফুলগুলো লাগানোর চেষ্টা করেছি।
ধাপ-১১
সুন্দরভাবে ফুলগুলো লাগিয়ে নিয়েছি। এরপর কলম দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি।
শেষ ধাপ
এবার ফুলগুলো সুন্দর করার জন্য মাঝের অংশে পুঁথির ব্যবহার করেছি। আঠা দিয়ে সুন্দর করে পুঁথিগুলো লাগিয়ে দিয়েছি। এরপর কার্ডটি সুন্দর করে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি।
উপস্থাপনা:
মা দিবসের এই বিশেষ দিনে মায়ের প্রতি ভালোবাসা থেকে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড সবার কাছে কেমন লেগেছে। তবে এই শুভেচ্ছা কার্ড তৈরি করতে বেশ ভালো লেগেছিল। আসলে ভালোবাসি কথাটি মাকে আমরা হয়তো বলতে চাই না। কিংবা বলতে পারিনা। কিন্তু মায়ের প্রতি অফুরন্ত ভালোবাসা সারা জীবন হৃদয় মাঝে রয়ে যায়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
মা দিবস উপলক্ষে আপনি আজকে খুবই সুন্দর করে কার্ড তৈরি করেছেন। আপনার তৈরি করা কার্ড টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে কার্ড তৈরির কাজটি সম্পন্ন করেছেন। আপনি কার্ড টি তৈরি করে কার্ডের উপর খুবই সুন্দর করে মা দিবস উপলক্ষে কিছু লেখা লিখেছেন ।ভালো থাকুক পৃথিবীর সকল মা।
মা দিবস উপলক্ষে আমি সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে বিশ্ব মা দিবস প্রায় 40 টিরও বেশি দেশ এ দিবসটি পালন করতেছে। আপনি সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার কার্ডটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার লাল কাগজ এর সাথে সাদা কাগজগুলো খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপু।
বিশ্বের অনেক দেশ এই দিবস টি পালন করে জেনে ভালো লাগলো। আর আমিও নিজের মতো করে এই বিশেষ দিনটি পালন করার চেষ্টা করেছি ভাইয়া।
মাকে আমরা সত্যি অনেক ভালবাসি।মা আমাদের জীবনে সবথেকে অমূল্য সম্পদ। মায়ের মত কেউ হবে না। আজকে আপনি অনেক সুন্দর একটি মায়ের জন্য কার্ড তৈরি করেছেন আপু। আপনার কার্ডটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু মাকে আমরা সবাই অনেক ভালোবাসি। কিন্তু কখনও বলতে পারিনা। মায়ের মত আপন সত্যি কেউ হয় না। ধন্যবাদ আপনাকে।
সত্যিই তাই আপু, মায়ের জন্য আমাদের অসীম ভালোবাসা রয়েছে। তবে আমরা কখনোই সেটা প্রকাশ করতে পারিনা। মা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য আপনি খুব সুন্দর একটা কার্ড তৈরি করেছেন। জিনিসটা আসলেই দারুন লাগছে দেখতে। বিশেষ করে কার্ডের উপর লেখাটা আমার বেশ পছন্দ হয়েছে। সুন্দর একটা কথা লিখেছেন আপু।
ঠিক বলেছেন আপু মায়ের প্রতি আমাদের সবার অনেক ভালোবাসা থাকলেও কখনো প্রকাশ করা হয়ে ওঠে না। আর এই বিশেষ দিনে সুন্দর একটি কার্ড তৈরি করতে আমার বেশ ভালো লেগেছে।
মা হচ্ছে পৃথিবীর মধ্যে ভালোবাসা পাওয়ার শ্রেষ্ঠ এবং সবথেকে বড় ভাগীদার। অথচ সেই মাকেই আমরা বলতে পারি না মাগো তোমায় ভালোবাসি অনেক । কিন্তু দেখেন পৃথিবীতে তাও কত ভালবাসার ছড়াছড়ি। মায়ের ভালোবাসার প্রতি সিক্ত হয়ে মাকে কেন্দ্র করে সুন্দর একটি ডাই তৈরি করেছেন আপনি। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগতেছে আপু। ধাপ গুলিও খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল আপু।
সত্যি ভাইয়া মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আর মায়ের প্রতি ভালোবাসা সেভাবে প্রকাশ করা হয় না কখনো। ধন্যবাদ আপনাকে।
আসলে আমার কাছে মনে হয় মাকে ভালোবাসা জানানোর জন্য নির্দিষ্ট কোন দিনের প্রয়োজন নেই।কারণ প্রতিটি দিনই মাকে ভালবাসা যায়।কারন মায়ের মতো আপন পৃথিবিতে আমাদের কেউ নাই। সকল মা সুস্থ থাকুক হাসি খুশি থাকুক সেই কামনা করি।
ঠিক বলেছেন ভাইয়া মাকে ভালোবাসার কথা জানানোর হয়তো নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়না। আমরা সবসময় মাকে ভালোবাসি।
পৃথিবীর বুকে প্রতিটা মানুষের অমূল্য সম্পদ হলো মা। যার মা নেই সে বোঝে মা কি জিনিস। মায়ের মত এত ত্যাগী পৃথিবীর বুকে আর কেউ নেই। আপনি আজকে মা দিবসের উপলক্ষে খুব চমৎকার একটি ডাই তৈরি করেছেন। তৈরিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া মা আমাদের জীবনের অমূল্য সম্পদ। যার মা নেই সেই বোঝে মা হারানোর কষ্ট। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ভীষণ ভালো লাগতেছে আপু, আজকে আপনি অত্যন্ত সুন্দর ভাবে ডাই পোস্ট সিলেক্ট করেছেন। ভীষণ ভালো লাগলো এই উপহারটি অনেক খুশি হবে আপনার আম্মু।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। কালার কম্বিনেশনটি অত্যন্ত ভালো ছিল।
আমার তৈরি করা এই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য প্রকাশ করার জন্য।
ঠিক বলেছেন আপু মাকে সবাই ভালোবাসে।কিন্তু তেমনভাবে মাকে কখনই বলা হয় না ভালোবাসার কথা। আর মাকে ভালোবাসা জানানোর জন্য আপনার বানানো কার্ডটি দেখতে বেশ সুন্দর হয়েছে। বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন কার্ড তৈরির ধাপ সমূহ । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
সত্যি আপু মাকে আমরা সবাই অনেক ভালোবাসি। কিন্তু কখনো বলতে পারিনা। আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার।