DIY-শুভ জন্মদিন||

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমাদের সকলেরই অনেক আনন্দের একটি দিন। দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির তিনটি বছর পূর্ণ হয়ে গেল। আর বর্ষপূর্তির এই বিশেষ দিনে আমি আমার ক্ষুদ্র চেষ্টায় একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


জন্মদিনের কার্ড তৈরি:

IMG_20240611_132405.jpg
Device-OPPO-A15
IMG_20240611_132107.jpg
Device-OPPO-A15


আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনে বিশেষ কিছু করবোনা তা কি করে হয়। তাই তো আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির এই বিশেষ দিনে নিজের মতো করে সুন্দর একটি কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করলাম। আমার বাংলা ব্লগ মানে ভালোবাসা। আমার বাংলা ব্লগ মানেই অন্য রকমের আবেগ। আমার বাংলা ব্লগ মানেই হৃদয়ের মাঝে চরম প্রশান্তি। তাইতো আমি জন্মদিনের শুভেচ্ছা কার্ড তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কার্ড তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পেন্সিল।

IMG20240611115719.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240611115841.jpg
Device-OPPO-A15
IMG20240611120112.jpg
Device-OPPO-A15


জন্মদিনের শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে আমি সাদা কাগজ কিনেছি। এরপর ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি। এবার পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি।


ধাপ-২

IMG20240611120146.jpg
Device-OPPO-A15
IMG20240611120207.jpg
Device-OPPO-A15


আর্ট করা অংশগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর সাবধানতার সাথে কেটে নিয়েছি।


ধাপ-৩

IMG20240611120223.jpg
Device-OPPO-A15
IMG20240611120240.jpg
Device-OPPO-A15


এবার আরো বাকি অংশের কাজ করার জন্য আবারো কেটে নিয়েছি।


ধাপ-৪

IMG20240611121108.jpg
Device-OPPO-A15
IMG20240611121853.jpg
Device-OPPO-A15


এবার এই কার্ডের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কেটে রাখা অংশ ডিজাইন করেছি। আর সুন্দর করে রঙিন করে তুলেছি।


ধাপ-৫

IMG20240611122004.jpg
Device-OPPO-A15
IMG20240611122221.jpg
Device-OPPO-A15


এবার শুভ জন্মদিন এবং আমার বাংলা ব্লগ এই লেখাটি লিখেছি।


ধাপ-৬

IMG20240611122323.jpg
Device-OPPO-A15
IMG20240611122511.jpg
Device-OPPO-A15


এই কার্ড দেখতে আকর্ষণীয় করে তোলার জন্য আরো সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।


ধাপ-৭

IMG20240611122643.jpg
Device-OPPO-A15
IMG20240611122658.jpg
Device-OPPO-A15


এবার কিছু ফুল তৈরি করার জন্য কাগজ নিয়েছি। এরপর হালকাভাবে দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৮

IMG20240611122804.jpg
Device-OPPO-A15
IMG20240611122828.jpg
Device-OPPO-A15


কাগজ সুন্দরভাবে কেটে নিয়েছি ফুল তৈরি করার জন্য।


ধাপ-৯

IMG20240611122849.jpg
Device-OPPO-A15
IMG20240611123231.jpg
Device-OPPO-A15


এরা সুন্দর করে কাগজের ব্যবহার করে ফুলগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20240611123313.jpg
Device-OPPO-A15
IMG20240611123342.jpg
Device-OPPO-A15


ফুলগুলো তৈরি হয়ে গেলে এবার আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১১

IMG20240611123354.jpg
Device-OPPO-A15
IMG20240611123510.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য সুন্দর করে কাগজ কেটে নিয়েছি আর ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১২

IMG20240611123630.jpg
Device-OPPO-A15
IMG20240611123703.jpg
Device-OPPO-A15


এবার ভাঁজ করে রাখা কাগজ সুন্দর করে সেটিং করে নিয়েছি।


শেষ ধাপ

IMG20240611124528.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।


উপস্থাপনা:

IMG_20240611_125247.jpg
Device-OPPO-A15


আমার বাংলা ব্লগ কমিউনিটির এই বিশেষ দিনে সুন্দর একটি কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার অনেক ভালো লেগেছে। জানিনা আমার তৈরি করা কার্ড আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আবারো সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।♥️♥️



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 11 days ago 

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে তিন বছর হয়ে গেল। আপনি চমৎকার ভাবে তৈরি করেছেন। গোলাপ ফুল গুলো দেওয়াতে বেশ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 10 days ago 

ঠিক বলেছেন আপু দ্রুতই তিনটি বছর পার হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিন যুক্ত হয়েছিলাম। গোলাপ ফুলগুলো দেওয়ার কারণে আপনার কাছে দেখতে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার তৈরি করা শুভেচ্ছা মূলক কার্ড টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কার্ড টি তৈরি করার চেষ্টা করেছেন।আর কার্ডের সাথে আপনি বেলুন লাগিয়ে নিয়েছেন, এটা দেখে বেশ ভালো লাগছে।

 10 days ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 11 days ago 

আমার বাংলা ব্লগের শুভ জন্মদিনে আপনি খুব সুন্দর কার্ড বানিয়েছেন। কার্ডটি দেখতে বেশ চমৎকার লাগছে। খুব সুন্দর দক্ষতা এবং মেধা দিয়ে কাজটি আপনি সম্পন্ন করেছেন। সাদা আর লাল তার মাঝে শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ কম্বিনেশন টা সেই। উপকরণ এবং ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

জন্মদিন উপলক্ষে এই বিশেষ কার্ডটি তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

 11 days ago 

প্রথমেই আপু আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বাংলা ব্লগ এর জন্ম দিন উপলক্ষে অসম্ভব সুন্দর একটি ডাই তৈরি করেছেন আপনি। প্রতিটি ধাপ অনেক সচ্ছ ও সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 10 days ago 

আপু আমি চেষ্টা করেছি বিশেষ দিন উপলক্ষে এই সুন্দর পোস্ট তৈরি করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 11 days ago 

আজ আপনি আমাদের মাঝে রঙ্গিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। কার্ড তৈরি করার প্রতিটি ধাপ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই কার্ডটি তৈরি করতে আপনার বেশ সময় ও ধৈর্য লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 days ago 

রঙিন কাগজের ব্যবহার করে সুন্দর একটি জন্মদিনের কার্ড তৈরি করার চেষ্টা করেছি আপু। সত্যি আপু এই কার্ডগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে।

 11 days ago 

প্রথমে জানাই আমার বাংলা ব্লগ অনেক অনেক শুভেচ্ছা।আপু আপনি তো ডাই পোস্টের মাধ্যমে বাংলা ব্লগকে শুভেচ্ছা জানালেন। অনেক সুন্দর হয়েছে আপু আপনার ডাই পোস্ট। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 10 days ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি পোস্ট তৈরি করার। আর আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে আমারও অনেক ভালো লেগেছে আপু।

 11 days ago 

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি ডাই তৈরি করেছেন আপু।আপনার ডাই গুলো বরাবর খুব সুন্দর হয়।কালার কম্বিনেশন দুর্দান্ত ছিল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 days ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর একটি পোস্ট করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। কালার কম্বিনেশন সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।

 11 days ago 

বেশ সুন্দর হয়েছে আমার বাংলা ব্লগ এর জন্মদিনের কার্ডটি। বেশ সুন্দর ধাপে ধাপে কার্ড তৈরির পদ্ধতি শেয়ার করেছেন। যা দেখে সহজেই যে কেউ এই কার্ডটি বানাতে পারবে। বেশ ভালো লেগেছে কার্ডটি আমার কাছে।ধন্যবাদ কার্ড বানানোর ধাপগুলো শেয়ার করার জন্য।

 10 days ago 

আমার তৈরি করা কার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। চেষ্টা করেছি প্রতিটি ধার তুলে ধরার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64400.67
ETH 3506.16
USDT 1.00
SBD 2.53