জেনারেল রাইটিং-অতিরিক্ত রাগ সম্পর্কে তিক্ততা বয়ে আনে||

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লিখতে ভালো লাগে। যেকোনো বিষয় নিয়ে লিখতে আমি অনেক পছন্দ করি। তাই আজকে আমি খুবই সাধারণ একটি বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করবো। তবে এই সাধারণ বিষয় গুলোও কিন্তু অনেক সময় একটি সম্পর্কে তিক্ততা বয়ে আনার কারণ হয়ে দাঁড়ায়। সেই বিষয়গুলোই আজকে তুলে ধরবো।


অতিরিক্ত রাগ সম্পর্কে তিক্ততা বয়ে আনে:

girl-6545058_1280.jpg

Source


আমাদের চলার পথে অনেকের সাথে পরিচয় হয়। অনেকের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। চলার পথে আমরা অনেক বন্ধু পাই। অনেক সঙ্গী পাই। কিংবা অনেক আপন মানুষ পাই। কিন্তু সেই আপন মানুষগুলোর সাথে চলতে গিয়ে কখনো কখনো মতের অমিল হয়ে যায়। কখনো বা ভুল বোঝাবুঝি ঘটে আবার কখনো বা অহেতুক তর্ক তৈরি হয়। ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরে। ধীরে ধীরে সম্পর্কের মাঝে চলে আসে তিক্ততা। প্রিয় মানুষটিও ধীরে ধীরে অপ্রিয় হয়ে ওঠে। প্রিয় মানুষটির সাথে কাটানো সময় গুলো অপ্রয়োজনীয় হয়ে ওঠে। প্রিয় মানুষটির সাথে জীবনের বাকিটা পথ পাড়ি দেওয়ার ইচ্ছে গুলো বিলীন হয়ে যায়। কখনো আবার সম্পর্কটাই এলোমেলো হয়ে যায়।


মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন সবার ক্ষেত্রেই হয়তো এরকমটা হয়। কারো অতিরিক্ত রাগ কোন একটি সম্পর্ককে শেষ করে দেয়। অতিরিক্ত রাগ কোন একটি সম্পর্কের মাঝে ঘৃণা তৈরি করে। হয়তো সম্পর্ক গুলো এমন না হলেও পারতো। অতিরিক্ত রাগ কখনো ভালো কিছু বয়ে আনে না। অতিরিক্ত রাগের কারণে কাছের মানুষগুলো যেমন ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে তেমনি সম্পর্কের মাঝে অদৃশ্য এক ফাটল তৈরি হয়। অতিরিক্ত রাগের কারণে ভালোবাসা হারিয়ে যায়। অতিরিক্ত রাগের কারণে আবেগের জায়গা গুলো ধীরে ধীরে ঘৃণায় পরিণত হয়। আর অতিরিক্ত রাগ একটি মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়।


অনেক সময় দেখা যায় আমাদের চারপাশে এমন কিছু মানুষকে আমরা দেখি যারা নিজেদের অতিরিক্ত রাগের কারণে সবার কাছেই অপ্রিয় হয়ে ওঠে। হয়তো অহেতুক রাগারাগি করতে তাদের ভালো লাগে। কিংবা অনিচ্ছা শর্তেও রাগারাগি করে ফেলে। তাই বলে যে সবাই তাকে ক্ষমা করে দিবে এমনটা নাও হতে পারে। যখন একটি মানুষ নিজের রাগ সংযত করতে না পারে তখন তার চারপাশের মানুষগুলোও বিরক্ত হয়ে যায়। তার চারপাশের মানুষগুলোর চিন্তাধারা পাল্টে যায়। এমনকি ধীরে ধীরে সেই মানুষটির থেকে তারা মুক্তি চায়। নিজেদের আড়াল করতে চায়। হয়তো সময়ের সাথে সাথে সেই তিক্ততা চলে আসে।


আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত রাগের ফলে অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ভুল সিদ্ধান্ত একটি জীবনকে শেষ করে দিতে পারে। ভুল সিদ্ধান্ত একটি সুন্দর সম্পর্ক শেষ করে দিতে পারে। ভুল সিদ্ধান্তের ফলে জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। রাগের মাথায় কখনো কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগের মাথায় কোন কিছু বিচার করা উচিত নয়। এমনকি রাগের মাথায় কাউকে আঘাত করা উচিত নয়। রাগের মাথায় আমরা যা কিছুই সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তগুলো সব সময় ভুল প্রমাণিত হবে। আর সেই সিদ্ধান্তগুলো শুধরে নেওয়ার সময় তখন থাকবে না।


অতিরিক্ত রাগ যেমন একটি সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয় তেমনি অতিরিক্ত রাগের ফলে একটি মধুর সম্পর্ক সময়ের সাথে সাথে তিক্ততায় পরিণত হয়। হয়তো সেই সম্পর্কটা আরও বেশি মধুর হতে পারতো। সকলের উদ্যেশ্যে একটি কথাই বলতে চাই আমরা সবাই নিজেদের রাগ সংযত করবো আর নিজেদের সম্পর্কগুলোকে শ্রদ্ধা করবো। যেকোনো সম্পর্কে যদি শ্রদ্ধা কিংবা গুরুত্ব হারিয়ে যায় তখন সেই সম্পর্ক ধীরে ধীরে তিক্ততায় ভরে ওঠে। হয়তো আপনার রাগ কারো কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই সব সময় সবাই চেষ্টা করবেন নিজের অতিরিক্ত রাগ যেন অন্য কাউকে কষ্ট না দেয়। কিংবা অন্য কারো কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। একটি সম্পর্ক অনেক দামি। তাই সেই সম্পর্কের মাঝে তিক্ততা আনা একদমই উচিত নয়। সবশেষে এটাই বলবো নিজের রাগ সংযত করুন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু।এটা খুব সত্যি কথা অতিরিক্ত রাগ মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়।এমনকি সুন্দর কোন সম্পর্কে তিক্ততা এনে দেয়।আমাদের সকলের উচিত রাগকে নিয়ন্ত্রণ করা।আমাদের মনে রাখতে হবে,রেগে গেলেন তো হেরে গেলেন

 5 days ago 

সত্যি আপু মাঝে মাঝে সম্পর্ক গুলো তিক্ততায় পরিণত হয়। আমাদের প্রত্যেকের উচিত নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 5 days ago 

অতিরিক্ত রাগ সব সম্পর্কের মাঝেই তিক্ততা আসে।আসলে অতিরিক্ত রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং রাগী ব্যাক্তির কাছ থেকে মানুষ মুক্তি চায় ও আস্তে আস্তে দূরে সরে যায়।সত্যি অতিরিক্ত রাগ একটি মধুর সম্পর্ক নষ্ট করে দেয়।ধন্যবাদ প্রয়োজনীয় কিছু কথা তুলে ধরে আজকের পোস্ট টি করার জন্য।

 5 days ago 

অতিরিক্ত রাগ কখনোই ভালো কিছু বয়ে আনে না। আর মধুর সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায় আপু। ধন্যবাদ আপনাকে নিজের মতামত তুলে ধরার জন্য।

 5 days ago 

জি আপু আপনি অনেক সুন্দর একটি বাস্তবধর্মী পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অতিরিক্ত রাগের ফলেই কাছের মানুষগুলো দূরে চলে যায়। অনেক মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনার এই কথাটাও একদম ঠিক যে অতিরিক্ত রাগ কখনো কল্যাণ বয়ে আনে না সব সময় অকল্যাণের দিকেই হাটে। ছোট্ট একটা ঘুন
পোকা যেরকম বিশাল বড় একটা গাছকে ধ্বংস করতে পারে ঠিক তেমনি এই অতিরিক্ত রাগের ফলেই অনেক ভালো ভালো মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায় । যাইহোক সুন্দর একটি বাস্তবধর্মী পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 5 days ago 

জীবনের বাস্তবতা থেকেই কিছু লিখতে ইচ্ছে করে। তাই মাঝে মাঝে লিখার চেষ্টা করি ভাইয়া। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশের জন্য।

 5 days ago 

অতিরিক্ত রাগ মানুষকে শেষ করে দেয় আর সেখানে একটি সম্পর্ক সে হওয়াটা তো স্বাভাবিক একটি ব্যপার।আমাদের সবাইকেই রাগ নিয়ন্ত্রণ করতে হবে।চুপ থাকতে হবে সময় এবং পরিস্থিতি বুঝে কথা বলতে হবে।তাহলে হয়তো বা সমাধান আসবে।রাগ কোনো সমাধান বয়ে আনেনা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 days ago 

ঠিক বলেছেন আপু অতিরিক্ত রাগের কারণে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আর সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 days ago 

আসলে আপু অতিরিক্ত কোন কিছুই ভালো না ।আর সেক্ষেত্রে যদি অতিরিক্ত রাগ হয় তাহলে তো সেটি সবার জন্যই ক্ষতিকর। অতিরিক্ত রাগের কারণে পারিবারিক সম্পর্ক নষ্ট হয় ।আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় ।সকলেরই অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করা উচিত ।আপনার লেখার টপিকটা বেশ ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42