প্রতিযোগিতা-সুপারি পাতার প্লেটে আমার বাংলা ব্লগের পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ18 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথমে ভেবেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হবে না। কয়েকদিন থেকে শরীরটা খুব একটা ভালো না। তাই প্রতিযোগিতার জন্য কোন কিছু তৈরি করতেই পারছিলাম না। ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত কোন কিছু তৈরি করতে পারবোনা। এরপর ভাবলাম আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি বলে কথা। তাই যতই কষ্ট হোক যেকোনো কিছু তৈরি করবো। আমার কাছে মনে হয় পুরস্কার পাওয়ার থেকে অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের। তাই বর্ষপূর্তির বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি একটি পেইন্টিং করার চেষ্টা করেছি।


সুপারি পাতার প্লেটে আমার বাংলা ব্লগের পেইন্টিং:

IMG_20240609_141816.jpg
Device-OPPO-A15
IMG_20240609_133711.jpg
Device-OPPO-A15
IMG_20240609_151716.jpg
Device-OPPO-A15


"আমার বাংলা ব্লগ" মানেই হৃদয়ের মাঝে অন্য রকমের ভালোবাসা। "আমার বাংলা ব্লগ" মানেই মনের আবেগ। আমার বাংলা ব্লগের এই বিশেষ দিনটিকে ঘিরে আমি নিজের মতো করে একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আমার বাংলা ব্লগে বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করার জন্য আমি সুপারি পাতার প্লেটের উপর আমার বাংলা ব্লগের পেইন্টিং করার চেষ্টা করেছি। আমি আমার পেইন্টিং এর মাধ্যমে আমার বাংলা ব্লগকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমার বাংলা ব্লগে বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তবে সুপারি পাতার প্লেটের উপর পেইন্টিং করা মোটেও সহজ ছিল না। প্রায় ৮ ঘন্টা লেগেছে এই পেইন্টিং করতে। দেখে হয়তো মনে হচ্ছে খুবই সিম্পল একটি পেইন্টিং। কিন্তু সুপারি পাতার প্লেটের উপর পেইন্টিং করা, এরপর শুকানো, আর ডিজাইনগুলো করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। সুপারি পাতার উপরের অংশ যেহেতু অসমান তাই ছোট ছোট এই পেইন্টিং গুলো করতে অনেক সময় লেগেছে। তবে যখন ফাইনালি সব কিছু শেষ করতে পেরেছি তখন মনের মাঝে ভালো লাগা তৈরি হয়েছিল। আমার ভালোলাগার জায়গা থেকেই আমার বাংলা ব্লগের প্রতিচ্ছবি আমার পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই পেইন্টিং উপস্থাপন করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সুপারি পাতার প্লেট।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. কলম।

IMG_20240609_103137.jpg
Device-OPPO-A15
IMG_20240609_103104.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240608121847.jpg
Device-OPPO-A15
IMG20240608122326.jpg
Device-OPPO-A15


সুপারি পাতার প্লেটে আমার বাংলা ব্লগের পেইন্টিং করার জন্য প্রথমে আমি সুপারি পাতা পরিষ্কার করে নিয়েছি। এরপর সাদা রং দিয়েছি।


ধাপ-২

IMG20240608122624.jpg
Device-OPPO-A15
IMG20240608171404.jpg
Device-OPPO-A15


সুন্দর করে সম্পূর্ণ অংশে সাদা রং দিয়েছি। যাতে করে পেইন্টিং করে নিতে সুবিধা হয়। এই সাদা রং শুকাতে কিছুটা সময় লেগেছে। এরপর যখন সাদা রং ভালোভাবে শুকিয়ে গেছে তখন পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20240608171639.jpg
Device-OPPO-A15
IMG20240608172157.jpg
Device-OPPO-A15


পেন্সিলের দাগ ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এজন্য আমি হালকা করে কলম দিয়ে এঁকে নেওয়ার চেষ্টা করেছি। এরপর রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240608173055.jpg
Device-OPPO-A15
IMG20240608173229.jpg
Device-OPPO-A15


এবার আমি ধীরে ধীরে লেখাটি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240608173409.jpg
Device-OPPO-A15
IMG20240608175624.jpg
Device-OPPO-A15


এবার বুঝতে পারছিলাম না কি করবো। এরপর হঠাৎ করে মাথায় এলো একটি কুলা অঙ্কন করি। এরপর এক কোনায় ছোট করে একটি কুলা অঙ্কন করেছি।


ধাপ-৬

IMG20240608175841.jpg
Device-OPPO-A15
IMG20240608180246.jpg
Device-OPPO-A15


এবার চারপাশের বর্ডার সুন্দর করে দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20240608181326.jpg
Device-OPPO-A15
IMG20240608182322.jpg
Device-OPPO-A15


এবার আমি সুন্দর করে কুলার একপাশের অংশে কলাপাতা এঁকেছি। আমার বাংলা ব্লগের সাথে যেন কুলা আর কলাপাতার সৌন্দর্য নিচে থাকে তাই আমি এই পেইন্টিং এর সৌন্দর্য বাড়িয়ে তোলার চেষ্টা করেছি। এরপর "আমার বাংলা ব্লগ" কমিউনিটির লোগো অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240608182956.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে লোগোটি সুন্দর করে ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি। এই কাজটি করা মোটেও সহজ ছিল না। সুপারি পাতার উপর রঙ গুলো ভালোভাবে বসছিল না। আর অসমান হওয়ার কারণে সমস্যাটা বেশি হচ্ছিল।


ধাপ-৯

IMG20240608183715.jpg
Device-OPPO-A15
IMG20240608184309.jpg
Device-OPPO-A15


এরপর আরো কিছু অংশ অঙ্কন করেছি। যেহেতু প্রথমবার এই ধরনের পেইন্টিং শুরু করেছিলাম তাই অনেকটা সমস্যা হয়েছিল। আর সুপারি পাতার উপর পেইন্টিং করতে অনেক সময় লেগেছিল।


ধাপ-১০

IMG20240608193748.jpg
Device-OPPO-A15
IMG20240608194318.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সুন্দর করে একটি কেক অঙ্কন করেছি। আর কেকের উপরে শুভ জন্মদিন লিখে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20240608195942.jpg
Device-OPPO-A15
IMG20240608204201.jpg
Device-OPPO-A15


এবার "আমার বাংলা ব্লগ" কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য কুলার চারপাশে এবিবি ফান, এবিবি স্কুল, সাইফক্স, এবিবি চ্যারিটি এসব লেখাগুলো লেখার চেষ্টা করেছি। এই লেখাগুলো লিখতে গিয়ে আমার খুবই সমস্যা হয়েছে। আসলে এত ছোট ছোট করে লেখাগুলো লিখতে গিয়ে অনেকটাই সময় লেগে গিয়েছে।


শেষ ধাপ

IMG_20240609_150638.jpg
Device-OPPO-A15


এবার তৃতীয় বর্ষপূর্তি এই লেখাটি সুন্দর করে লিখেছি। এরপর মোমবাতি এবং অন্যান্য কিছু অংশের ডিজাইন সুন্দর করে করে করেছি। এরপর এই পেইন্টিং শেষ করেছি। যদিও আরো কিছু কাজ করার ইচ্ছে ছিল। তবে অনেক রাত হয়ে গিয়েছিল। তাই আর করতে পারছিলাম না।


উপস্থাপনা:

IMG_20240609_151737.jpg
Device-OPPO-A15
IMG_20240609_131507.jpg
Device-OPPO-A15


দুপুর বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত এই পেইন্টিং করেছিলাম। অনেকটা সময় লেগেছিল পেইন্টিং করতে। তাই রাতে সেভাবে ছবি তুলতে পারিনি। এরপর সকাল বেলায় উঠে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এরপরেও চেষ্টা করেছি এই পেইন্টিং এর ছবি আপনাদের মাঝে উপস্থাপন করার। সুপারি পাতার প্লেটের উপর আমার বাংলা ব্লগের পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। যদিও অনেকটা কষ্ট হয়েছে। তবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে মনে হচ্ছে আমার এই পেইন্টিং করা সার্থক হয়েছে এবং পরিশ্রম সার্থক হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 18 days ago 

আসলে অসুস্থ থাকলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে এবারে ভালোই লাগেনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারলে তখন অনেক বেশি খারাপ লাগে নিজের কাছে। আপনি কষ্ট করে হলেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো আপু। সুপারি পাতার প্লেটের মধ্যে পেইন্টিং করে আপনি সবকিছুকেই তুলে ধরেছেন এটা দেখে ভালো লাগলো। কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 16 days ago 

শরীর ভালো না থাকলে কোন কিছুই করতে ভালো লাগেনা। তবুও আমি চেষ্টা করেছি। আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম আপু।

 18 days ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি আপু। আর ঠিক বলেছেন, পুরস্কার পাওয়ার থেকে অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের।সুপারি পাতার প্লেটে চমৎকারভাবে আমার বাংলা ব্লগের পেইন্টিং করেছেন। দেখতে অসাধারণ লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

 16 days ago 

সত্যিই আপু পুরস্কার পাওয়ার থেকে অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের। তাই তো আমি চেষ্টা করেছি। ধন্যবাদ আপু।

 18 days ago 

একদম সবাইকে চমকে দিয়েছেন আপু। অসাধারণ সুন্দর লেগেছে সুপারি পাতার উপর দারুন পেইন্টিং করেছেন। অনেক সুন্দর কুলার আর্ট করেছেন আর তার পাশ দিয়ে ট্যাগ গুলো বসিয়ে দিয়েছেন যেটা আরো বেশি ভালো লেগেছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 16 days ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুপারি পাতার উপর প্রতিটি সৌন্দর্য ফুটিয়ে তোলার প্রতিটি ট্যাগ উপস্থাপন করার। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 18 days ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুপারি পাতার প্লেটে আপনি খুব সুন্দর একটি পেন্টিং করেছেন। পেইন্টিং টি দেখতে অসম্ভব সুন্দর লাগছে । পেইন্টিং এর উপরে খুব সুন্দর করে আমার বাংলা ব্লগ এ,বি,বি স্কুল সাইফক্স ইত্যাদি তুলে ধরেছেন চমৎকার লাগছে। সময় এবং খুব সুন্দর দক্ষতা নিয়ে আপনি কাজটি সম্পন্ন করেছেন। সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 days ago 

বর্ষপূর্তি উপলক্ষে আমি সুন্দর একটি পোস্ট তৈরি করার চেষ্টা করেছি আপু। আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 18 days ago 

তৃতীয় বছর পূর্তি উপলক্ষে সুপারি পাতার প্লেটে আমার বাংলা ব্লগ পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে আমার বাংলা ব্লগ আমাদের একটা আবেগ। আপনার পোস্টে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেছি। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 16 days ago 

বর্ষপূর্তি উপলক্ষে আমি সুপারি পাতার প্লেটের উপর সুন্দর পেইন্টিং করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে আর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 18 days ago 

এই সুপারি পাতার প্লেট গুলো বেশ সুন্দর লেগেছে আমার।কিছুদিন আগে টিভিতে নিউজে দেখেছিলাম আপনাদের বিভাগের এক লোক এই প্লেট তৈরি করেন।প্লেটের উপর আমার বাংলা ব্লগের পেইন্টিং টি জাস্ট অসাধারণ ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 16 days ago 

সুপারি পাতার প্লেট গুলো কোথায় পাওয়া যায় সেভাবে জানিনা। তবে আমি এগুলো অনলাইন থেকে কিনেছিলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 18 days ago 

সুপারি পাতার প্লেটে এখন পর্যন্ত কোন পেন্টিং দেখা যায়নি। সুপারি পাতার পেরা আপনি খুবই সুন্দর করে বাংলা ব্লগের একটি পেইন্টিং করেছেন। বিশেষ করে আমার কাছে স্টিম কয়েনের লোগো পেইন্টিংটি অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে আপনার পেইন্টিংটি অনেক বেশি ভালো লেগেছে। আপনি একটি কোয়ালিটি ফুল পেইন্টিং করেছেন।

 16 days ago 

আপনি প্রথমবার এই ধরনের আর্ট দেখলেন জেনে ভালো লাগলো ভাইয়া। আমিও চেষ্টা করেছি সুন্দর করে পেইন্টিং করার। লোগোটি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি।

 18 days ago 

বাহ,আপনার পেইন্টিংটি অসাধারণ হয়েছে আপু।সুপারি পাতার উপর পেইন্টিং করাতে এটা বেশ ইউনিক লাগছে দেখতে, তাছাড়া বিভিন্ন বিষয়ও তুলে ধরেছেন দেখছি।যেটা দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে,আপনি ভালো একটি অবস্থানে থাকবেন বরাবরের মতোই আশা করি।শুভকামনা রইলো আপু।

 16 days ago 

সুপারি পাতার উপর করা পেইন্টিংটি আপনার কাছে অনেক লেগেছে জেনে ভালো লাগলো। আপু আমি চেষ্টা করেছি প্রতিটি বিষয়ে তুলে ধরার। অনেক অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60716.58
ETH 3369.74
USDT 1.00
SBD 2.48