DIY-চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি করা কার্ড সবার ভালো লাগবে।
চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি:

আমার বাংলার ব্লগ কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে দারুন দারুন সব আয়োজন করা হয়েছে। চারপাশে যেন উৎসবমুখর পরিবেশ লেগে রয়েছে। কমিউনিটি জুড়েই যেন অন্য রকমের উৎসবমুখর আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আর এই দারুণ মুহূর্তে দারুন কিছু তৈরি করব না তা কি করে হয়। তাইতো আমি সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে বিশেষ কোন দিনে কার্ড তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কার্ড তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. কলম।
৩. কাঁচি।

ধাপ সমূহ:
ধাপ-১


এই সুন্দর কার্ড তৈরি করার জন্য প্রথমে সুন্দরভাবে কাগজটি প্রস্তুত করে নিয়েছি। এরপর কলম দিয়ে লেখার চেষ্টা করেছি।
ধাপ-২


এবার সুন্দর করে কলম দিয়ে চতুর্থ বর্ষপূর্তি এই লেখাটি লিখেছি। যাতে করে কার্ড এর উপরের ডিজাইন দেখতে ভালো লাগে।
ধাপ-৩


এবার সুন্দর করে একটি কেকের ছবি আর্ট করার চেষ্টা করেছি।
ধাপ-৪


এবার কার্ড এর বিভিন্ন অংশের ডিজাইন করার চেষ্টা করেছি। আর ধীরে ধীরে ডিজাইনগুলো করার চেষ্টা করেছি।
ধাপ-৫


এবার সুন্দর করে কার্ডের ডিজাইন করার চেষ্টা করেছি আর আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৬


এবার এক পাশে কিছু বেলুনের চিত্র আর্ট করেছি আর দেখতে সুন্দর করার চেষ্টা করেছি।
উপস্থাপনা:

চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে তৈরি করা এই সুন্দর কার্ড আপনাদের কাছে কেমন লেগেছিল জানি না তবে আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার। বিশেষ দিন উপলক্ষে বিশেষ কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার ভীষণ ভালো লাগে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1933106068982489090?t=yEWmXxV_LV7bxMZsNYbS7g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুভ:
https://x.com/Monira93732137/status/1933070883310170520?t=qme9EVG4-1O0KHfhf9CS4A&s=19
https://x.com/Monira93732137/status/1933071373313978539?t=cuOJlkr2R9H_YXb02BG_SA&s=19
https://x.com/Monira93732137/status/1933071788734623780?t=ZgiSiJZi3brH7EeZXYef3A&s=19
https://x.com/Monira93732137/status/1933072288456560778?t=-cSff4c2z6lOGRcBclYytw&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)
আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনি বেশ সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। কার্ডের ওপর সুন্দর একটি কেকের কারুকার্য করেছেন এবং তার পাশে সুন্দর বেলুন এঁকেছেন। বেশ ভালো লাগলো দেখে।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই কার্ড তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।
চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সময় ও ধৈর্য নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
সবসময় আপনি আমাদের মাঝে খুবই সুন্দর কিছু পোস্ট শেয়ার করে থাকেন। আজকে যেভাবে আপনি চতুর্থ বর্ষ উপলক্ষে এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এটি তৈরি করার ধাপগুলো যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন শেষ পর্যন্ত এটি তৈরি করার পর একেবারে মুগ্ধ হয়ে রইলাম৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপু আমাদের প্রিয় প্ল্যাটফর্ম এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনি চমৎকার একটি কার্ড বানিয়েছেন। আপনার বানানো কার্ড কিন্তু অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার তৈরি কার্ড তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।