লাইফ স্টাইল-অনেকদিন পর সবার সাথে সুন্দর সময় কাটানো||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে সবার সাথে সুন্দর সময় কাটাতে ভালো লাগে। তবে প্রয়োজনের তাগিদে সবাই যে যার মত দূর দূরান্তে বসবাস করি আমরা। তাই তো সেভাবে কারো সাথে দেখা হয়ে ওঠেনা। আর যখন সবাই একসাথে হই তখন অনেক সুন্দর সময় কাটে। তাইতো আজকে আমি আমার কাটানো কিছু মুহূর্ত সবার মাঝে তুলে ধরতে যাচ্ছি।


অনেকদিন পর সবার সাথে সুন্দর সময় কাটানো:

IMG_20240426_171945.png
Device-OPPO-A15
Location
IMG_20240427_094218.jpg

Location


পরিবার মানেই আলাদা রকমের ভালোলাগা। পরিবার মানেই এক অদ্ভুত মায়া। প্রয়োজনের তাগিদে হয়তো যে যার মত দূরদূরান্তে বসবাস করতে হয়। প্রয়োজন কিংবা পড়াশোনার জন্য সবাই আলাদা আলাদা থাকা হয়। ঈদের সময় গুলোতে কিংবা পারিবারিক কোনো প্রোগ্রামগুলোতে সবাই যখন একসাথে হই তখন অনেক ভালো লাগে। আর অনেকদিন পর যখন আমরা সবাই একসাথে হয়েছি তখন সত্যি অনেক ভালো লেগেছিল। বিশেষ করে সব বোনরা মিলে যখন একসাথে হয়েছি তখন অনেক ভালো লেগেছে। আসলে বিশেষ কোন মুহূর্ত সবার মাঝে তুলে ধরতেও ভালো লাগে।


IMG_20240427_094242.jpg

Location
IMG_20240427_094145.jpg

Location


গতকাল আমাদের বাসায় ছোটখাটো একটি প্রোগ্রাম ছিল। ঈদ উপলক্ষে যেহেতু সবাই বাসায় এসেছে তাই সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। এই সুযোগে সবাই @maria47 আপুর কাছ থেকে ট্রিট নিয়েছি। কারণ সে কালকে প্রথমবারের মতো স্টিমিট প্লাটফর্ম থেকে নিজের উপার্জিত টাকা তুলেছিল। নিজের প্রথম উপার্জনের টাকা পেয়ে সে যেমন খুশি হয়েছিল। তেমনি সেই খুশিতে আমাদেরকেউ আইসক্রিম খাইয়েছিল। আমাদের দাবি ছিল আমরা সবাই মিলে আইসক্রিম খাব। যেহেতু সদস্য সংখ্যা বেশি ছিল তাই তো খুব বেশি দাবি করা হয়নি। আসলে সবাই মিলে আইসক্রিম খেতে অনেক ভালো লেগেছিল। মারিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য।


IMG_20240427_094114.jpg

Location


যখন কেউ প্রথমবার কোন কিছু উপার্জন করে তখন সত্যি অনেক ভালো লাগে। আর সবাই আইসক্রিম খেয়েও অনেক খুশি হয়েছিল। এই প্রচন্ড গরমে আইসক্রিমের পাশাপাশি আরো কিছু খাবার খাওয়া হয়েছিল। তবে সেভাবে ছবি তোলা হয়নি। কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো অনেক ভালো লাগে। আর সেই সুন্দর মুহূর্তগুলো জীবনে খুবই কম আসে। কারণ সবাই মিলে একসাথে হওয়া অনেক সময়ের ব্যাপার। তবুও সময়টা উপভোগ করার চেষ্টা করেছি।


IMG_20240426_172232.jpg

Location
IMG_20240427_094004.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু প্রচন্ড গরম ছিল তাই সবাই মিলে আবারো বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, কোক এগুলো খাওয়ার চেষ্টা করেছি। সবাই মিলে একসাথে কোন কিছু খেতেও ভালো লাগে। আর সেই সাথে গল্প, আড্ডা তো আছেই। খাওয়ার পাশাপাশি সবাই মিলে গল্প আড্ডা এসবে মেতে উঠেছিলাম আমরা। সময়টা সত্যি দারুন কেটেছে। আর সেই গল্প আড্ডার ফাঁকে ফাঁকে অনেক স্মৃতিচারণ হয়ে গেছে। অনেকদিনের জমানো কথা যেন কাউকে বলা হয়ে ওঠে না। কিংবা সুযোগ হয় না। আর যখন সবাই একসাথে হই তখন অনেক গল্পই হয়ে যায়।



IMG_20240427_093930.jpg

Location


গল্প আড্ডার ফাঁকে ফাঁকে খাওয়া দরকার তো চলতেই ছিল। একটার পর একটা মজার মজার খাবার খেতেও ভালো লেগেছে। যেহেতু বাসায় অনেকে এসেছিল তাই তো সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর এই সুন্দর মুহূর্তগুলো হয়তো বারবার জীবনে আসবে না। সুন্দর মুহূর্তগুলো সব সময় স্মৃতি হয়ে থাকে। তাইতো আমি আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আর নিজের অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো সবার ভালো লাগবে।


আমাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো আমরা যখন সবার মাঝে উপস্থাপন করি তখন অনেক ভালো লাগে। তাই আজকে এই সুন্দর লাইফ স্টাইল পোস্ট সবার মাঝে উপস্থাপন করলাম।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

বাহ আপু,খুব সুন্দর সময় কাটিয়েছেন সবাই মিলে।আর অনেকদিন পর বোনেরা একসাথ হলেও ভালো লাগে।আর এটা জেনে খুব ভালো লাগলো যে মারিয়া আপু আপনাদের সবাইকে আইস্ক্রিম খাইয়েছে।নিজের ইনকামের টাকা যদি এভাবে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে।

 2 months ago 

ঠিক বলেছেন আপু অনেকদিন পর বোনেরা একসাথে হলে অনেক ভালো লাগলো। আর মারিয়ার কাছ থেকে আইস্ক্রিম ট্রিট পেয়ে অনেক ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনার আপুর এই প্ল্যাটফর্ম থেকে প্রথম উপার্জিত টাকা পাওয়ার যে অনুভূতিটা সত্যিই বেস্ট। এরকম যে কোন জায়গায় নতুন কিছু পাওয়ার অনুভূতিটাই থাকে অন্যরকম। তার পাশাপাশি আপনাদেরকে টিট দিয়েছে সত্যিই অনেক আনন্দের মুহূর্ত ছিল ভালো লাগলো। সেই মুহূর্তে আইসক্রিম তারপর বিভিন্ন ধরনের পানি খাওয়া সত্যিই ভালো লাগার বিষয় ছিল। আমাদের সাথে সেই মুহূর্তের দৃশ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

বোনের কাছ থেকে ট্রিট পেয়ে সত্যি অনেক ভালো লেগেছে ভাইয়া। আর প্রথম উপার্জিত টাকা দিয়ে সবাইকে ট্রিট দিতে অনেক ভালো লাগে।

 2 months ago 

আপু বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে। সত্যিই কিন্তু বোনে বোনে যখন দেখা হয় তখন বেশ আনন্দই হয়। আর মারিয়া আপু যে আপনার বোন সেটা আজ আপনার পোস্ট পড়ে জানলাম। তবে আমিও কিন্তু এবার ঈদে মারিয়া আপুর মত টাকা তুলেছি।

 2 months ago (edited)

ঠিক বলেছ আপু সবাই যখন একসাথে হই আমরা তখন অনেক ভালো লাগে। আপনিও ঈদের সময় টাকা তুলেছেন জেনে ভালো লাগলো আপু।

 2 months ago 

অনেকদিন পরে যদি সবার সাথে একসাথে হয়ে ভালো সময় কাটানো হয়। তখন তো অনেক বেশি ভালো লাগে। সেই সময়টা আজীবনের জন্য থেকে যায় স্মৃতির পাতায়। মারিয়া আপু এই প্রথম স্টিমিটের উপার্জিত টাকা তুলেছে শুনে অনেক ভালো লেগেছে। আশা করছি তিনি এভাবেই ভালো কাজ করে যাবেন। তিনি আপনাদের সবাইকে একটা করে আইসক্রিম খাইয়েছে শুনে অনেক ভালো লেগেছে। আইসক্রিম খাওয়ার মুহূর্তটা নিশ্চয়ই অনেক বেশি স্পেশাল এবং খুবই সুন্দর ছিল। সেই সাথে দেখছি কোল্ড ড্রিংকস ও খেয়েছেন। সবকিছু অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন।

 2 months ago 

সত্যি আপু অনেকদিন পর যখন সবাই একসাথে হয় তখন অনেক ভালো লাগে। আর এরকম সময় খুবই কম আসে। এই সুযোগে আমরাও মারিয়া আপুর কাছ থেকে ট্রিট নিয়েছিলাম।

 2 months ago 

বোঝাই যাচ্ছে সকলে মিলে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। পরিবারের সকলে মিলে এরকম সুন্দর মুহূর্ত কাটাতে আসলেই অনেক বেশি ভালো লাগে, যদিও এই মুহূর্তগুলো খুব দ্রুতই শেষ হয়ে যায়। যাইহোক মারিয়া আপু প্রথম স্টিমেট প্ল্যাটফর্ম থেকে টাকা তুলেছিল আর সেই টাকায় তুলেই আপনাদেরকে ট্রিট দিয়েছে জেনে খুশি হলাম। আপনাদের সুন্দর মুহূর্তটা আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সবার সাথে দারুন সময় কাটিয়েছি। আর গরমের সময় আইসক্রিম কোলড্রিংস পেয়ে সবাই তো অনেক খুশি। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।

 2 months ago 

কথায় তো বলে যে গাঙ্গে গাঙ্গে দেখা হলেও বোনে বোনে দেখা হয় না। আর সেই বোনদের সাথে যখন ঈদ উপলক্ষ্যে দেখা হয়েই গেল তখন তো একটু আনন্দ হবেই। কিন্তু কথা হলো আমাদের ড্রিম গার্ল @ maria47 যে আপনার বোন সেটা তো জানতাম না। তাহলে তো আমিও ট্রিট চেতাম। প্রথম বার টাকা উঠানো বলে কথা। তাই আপুর কোন ছাড় নেই। ট্রিট ছাড়া চলবে না। এমন সুন্দর মূহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

মারিয়া আপনার ড্রিম গার্ল এটা আমিও তো জানতাম না আপু। তাহলে আপনাকেও ডেকে নিতাম ওর কাছ থেকে ট্রিট নেওয়ার জন্য।

 2 months ago 

আসলে এখন একসাথে সবাই হওয়ার সময় হয় না। অনেকদিন পরেই সবার দেখা হয়। আপনারা সবাই একসাথে হওয়ার পর দেখছি দারুন সময় অতিবাহিত করেছেন, দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। এই গরমের সময় আপনাদের আইসক্রিম খাওয়া দেখে তো ইচ্ছে করছে সবার হাত থেকে আইসক্রিম গুলো নিয়ে আমি খেয়ে ফেলি। মারিয়া আপু তাহলে ট্রিট দিয়েছে আপনাদেরকে। আমাদের ট্রিট কোথায় তাহলে?? যদি আপনারা পান তাহলে তো আমরাও পাবো। যাইহোক আপনাদের মুহূর্তটা অনেক সুন্দর ছিল।

 2 months ago 

সময়ের সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তাই তো সেভাবে আর একসাথে হওয়া হয়ে ওঠেনা। তবুও মাঝে মাঝে একসাথে হতে ভালোই লাগে। আপনাদের ট্রিট রেডি আছে ভাইয়া। যেকোন সময় চলে আসুন।

 2 months ago 

এই যে আপু এটা কেমন কথা হলো, ছোট বোন মারিয়া আপনাদেরকে ট্রিট দিল, তাহলে আমাদের ভাগটা কোথায়? আমাদেরকেও তো ডেকে নিলে পারতেন, আপনাদের সাথে সুন্দর সময় কাটিয়ে আসতাম। যাক এবার না হয় মিস করে গেছেন, এর পরবর্তী সময়ে অবশ্যই মনে করে ডাকবেন। আপু এটা ঠিক, প্রথম ইনকামের টাকা হাতে পেলে এবং কাউকে কিছু খাওয়াতে পারলে তার আনন্দটাই থাকে ভিন্নরকম। আর সেই ভিন্ন রকম আনন্দটা ছোট বোন মারিয়ারও হয়েছিল। আপনারা সবাই খুব সুন্দর সময় কাটিয়েছেন তা বেশ উপলব্ধি করতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আপু, পরিবারের সদস্যদের সাথে সুন্দর কাটানোর মুহূর্তটুকু শেয়ার করার জন্য।

 2 months ago 

এরপর যখন আবারো ট্রিট দিবে তখন আপনাকে ডেকে নিব ভাইয়া। ঠিক বলেছেন ভাইয়া কাউকে কিছু খাওয়াতে পারলে আনন্দটা অনেক বেশি হয়।

 2 months ago 

শুনে ভালো লাগলো আপু সবাই মিলে খুব সুন্দর সময় অতিবাহিত করলেন। ঠিক বলছেন আপু পরিবারের সবাই যখন একত্রিত হয় তখন ভালো সময় কাটানোর সম্ভব। যেহেতু মারিয়া আপু আপনাদেরকে ট্রিট দিলেন। ট্রিট দামী হোক বা সস্তা হোক বেশ ভালো লাগে। সবাই মিলে আইসক্রিম খেলেন কোল্ডড্রিংস খেলেন অনেক সুন্দর একটি সময় কাটালেন। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু ট্রিট দামি হোক কিংবা সস্তা হোক ভালোবাসাটা অনেক বেশি ছিল। আর সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি এবং সবাই ভীষণ আনন্দ করেছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64886.88
ETH 3516.64
USDT 1.00
SBD 2.37