DIY-ঔষধের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আর আজকে যেহেতু একটি DIY পোস্ট করতে চাচ্ছিলাম তাই ভাবলাম একটি ওয়ালমেট তৈরি করে ফেলি। এমন সময় দেখলাম টেবিলের কোনায় বেশ কিছু ঔষধের খোসা পড়ে আছে। তাই ভাবলাম এটা কাজে লাগিয়ে একটি ওয়ালমেট তৈরি করি। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেট সবার ভালো লাগবে।


ঔষধের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20240424_151619.jpg
Device-OPPO-A15


ফেলে দেওয়া কোন কিছু দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তবে মাঝে মাঝে সেই কাজগুলো করা হয়ে ওঠে না। যেহেতু আমার বাসায় বেশকিছু ঔষধের খোসা ছিল তাই ভাবলাম এগুলো ফেলে না দিয়ে নতুন কিছু করার চেষ্টা করি। আর সেই ভাবনা থেকে ঔষধের খোসাগুলো কেটে রঙ করে এরপর সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা ওয়ালমেট সবার কাছে কেমন লাগবে। তবে এই ঔষধের খোসাগুলো কাজে লাগাতে পেরে আমার বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে যখন দেখি অনেকগুলো ঔষধের খোসা একত্রে জড়ো হয়ে গেছে তখন বেশ খারাপ লাগে। এত এত ঔষধ খেতে খেতে বিরক্তি চলে আসে। এবার সেই ঔষধের খোসা গুলোই কাজে লাগিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. ঔষধের খোসা।
৩. আঠা।
৪. পেন্সিল।
৫. কাঁচি।
৬. রং।
৭. তুলি।

IMG20240424134211.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240424134235.jpg
Device-OPPO-A15
IMG20240424134317.jpg
Device-OPPO-A15


ঔষধের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি ঔষধের খোসা গুলো কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240424134359.jpg
Device-OPPO-A15
IMG20240424134439.jpg
Device-OPPO-A15


এবার ঔষধের খোসাগুলো আরো ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে কেটে নিতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20240424134820.jpg
Device-OPPO-A15
IMG20240424134959.jpg
Device-OPPO-A15


এবার ঔষুধের খোসা গুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যাতে করে রঙ করতে সুবিধা হয়।


ধাপ-৪

IMG20240424135117.jpg
Device-OPPO-A15
IMG20240424135236.jpg
Device-OPPO-A15


ঔষধের খোসাগুলো কাটা হয়ে গেলে এবার রংয়ের ব্যবহার করেছি। সুন্দর করে রং করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240424135437.jpg
Device-OPPO-A15
IMG20240424135840.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সবগুলো ঔষধের খোসায় বিভিন্ন রঙের ব্যবহার করে রঙিন করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240424135919.jpg
Device-OPPO-A15
IMG20240424140004.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেট তৈরি করার জন্য একটি সাদা কাগজ নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240424140213.jpg
Device-OPPO-A15
IMG20240424140723.jpg
Device-OPPO-A15


পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে এবার কালো রং দিয়ে সুন্দর করে ডালপালাগুলো এঁকে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20240424140852.jpg
Device-OPPO-A15
IMG20240424141143.jpg
Device-OPPO-A15


এবার কিছু সবুজ পাতা অংকন করে নিয়েছি। যাতে করে আমার এই ওয়ালমেট দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20240424141215.jpg
Device-OPPO-A15
IMG_20240424_152139.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ঔষধের খোসা গুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর বিভিন্ন জায়গার সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছি। এরপর নিচের দিকে হালকা সবুজ রঙের ব্যবহার করেছি। এভাবেই আমি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20240424_150650.jpg
Device-OPPO-A15


পুরনো কোন কিছু থেকে কিংবা ফেলে দেওয়া কোন কিছু থেকে নতুন কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তাইতো ঔষুধের খোসাগুলো কাজে লাগিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা এই ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে। তবে নতুন ধরনের একটি ওয়ালমেট তৈরি করতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যারা ওয়ালমেট তৈরি করতে পছন্দ করেন তারা এভাবে পুরনো ঔষধের খোসাগুলো কাজে লাগিয়ে নতুন একটি ওয়ালমেট তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

ঔষধের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুন একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ঔষধের খোঁসা দিয়ে যে ওয়ালমেট তৈরি করা যায় বিষয়টা আমার জানাই ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে নতুন ধরনের একটা জিনিস দেখতে পেরে খুবই ভালো লাগলো।

 2 months ago 

ঔষধের খোসা দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

পুরাতন ওষুধের খোকা দিয়ে আপনি এরকম একটি ওয়ালমেট যে তৈরি করেছেন তা দেখতে খুবই ইউনিক লাগছে। এরকম পুরাতন জিনিস ফেলে না দিয়ে কাজে লাগানো আমার কাছে খুব ভালো লাগে। আমি এরকম অনেক কাজ করে থাকি। আপনি ওষুধের খোকাগুলো কেটে অনেক সুন্দর সুন্দর একটা কালার করেছেন এবং কালারের কম্বিনেশন টা অনেক সুন্দর ছিল। আপনার ওয়ালমেট এর উপরে কালারফুল রঙিন ওষুধের খোকাগুলো লাগানোর জন্য ওয়ালমেট টা দেখতে অনেক সুন্দর লাগছে। এরকম একটি ইউনিক ড্রাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

বানানের ক্ষেত্রে একটু সতর্ক হবেন ভাইয়া। যাই হোক আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করেছি নতুন কিছু করার।

 2 months ago 

দারুন ক্রিয়েটিভিটি আপু প্রশংসা না করেই পারছিনা। আপনারা এত সুন্দর সুন্দর ক্রিটিভিটি শেয়ার করেন সত্যি আপনি নিজের ও তৈরি করতে ইচ্ছে করে। কিন্তু এত সময় দিয়ে তৈরি করা সম্ভব হয় না যেহেতু বাচ্চাদের সময় দিতে হয়। যদি সময় দিতে পারি তাহলে তৈরি করা সম্ভব হয়। অবশেষে আপনার মাধ্যমে বেশ সুন্দর একটি ডাই পোস্ট দেখতে পেলাম। আপনি ওষুধের খোসা দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করলেন। অনেক ভালো লাগলো দেখে।

 2 months ago 

মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি আপু। তাইতো ফেলে দেওয়া ঔষধের খোসা গুলো কাজে লাগিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 months ago 

আপনার বুদ্ধি দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম। আসলে এত সুন্দর ভাবে ওষুধের খোঁসা দিয়ে একটি ওয়ালমেট তৈরি করলেন সেটা দেখে ভীষণ ভালো লাগলো। আমরা কিন্তু অনেক জিনিস প্রয়োজনীয় না মনে করে ফেলে দি। মাঝেমধ্যে যদি চিন্তা করি সেই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগে। যাইহোক আপনার ওয়ালমেট আমার কাছে দারুণ লাগবে।

 2 months ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। সত্যি আপু অপ্রয়োজনীয় অনেক কিছু দিয়ে নতুন কিছু তৈরি করা যায়।

 2 months ago 

আপু আপনার আইডিয়াটা তো দারুন। ফেলে দেওয়া ঔষধের খোসা দিয়ে অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আপনি যে রকমই পোস্ট তৈরি করেন না কেন উপস্থাপন টা খুবই সুন্দর করেন। আপনার উপস্থাপন পদ্ধতি আমার কাছে খুবই ভালো লাগে ধন্যবাদ আপু।

 2 months ago 

ফেলে দেওয়া ওষুধের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে আর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আসলে আইডিয়া আর বুদ্ধি থাকলে কোন কিছুই ফালানো যায় না। আজ আপনাকে দেখে বুঝলাম আপু। কি সুন্দর ফেলে দেওয়া ঔষধের খোসা দিয়ে অপূর্ব একটি ডাই ওয়ালমেট বানিয়ে নিলেন। মাশাল্লাহ আপনাদের এত সুন্দর প্রতিভাগুলোকে মাঝে মাঝে আমাদের মাঝে একটু ছড়িয়ে দিয়েন আপু। ধন্যবাদ আপু। খুবই ইউনিক একটি ডাই ওয়ালমেট আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

এটা ঠিক বলেছেন আপু অনেক সময় অনেক কিছুই ফেলে দেওয়ার মত হয় না। আর বুদ্ধি করে কোন কিছু কাজে লাগালে বেশ ভালো কিছুই তৈরি করা যায়।

 2 months ago 

ঔষধের খোসা দিয়ে তৈরী ওয়ালমেটটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ ইউনিক একটি আইডিয়া আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ওয়ালমেটটি তৈরী করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 months ago 

ঔষধের খোসা দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এবং আমার আইডিয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

খুবই ইউনিক একটি আইডিয়া। অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার আইডিয়াটি বেশ দারুন ছিল। ওষুধের খোসা গুলোকে বিভিন্ন রং করে ওয়ালমেট এর উপর বসার কারনে ওয়ালমেট টির সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে। আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর একটি ওয়ালমেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ইউনিক লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ঔষুধের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি আপু।

 2 months ago 

ঔষধের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। রঙিন কাগজ ও ওষুধের খোসা দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা যায়, সেটা কল্পনাতে আসেনি। আজকে আপনি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ডাইটি আমার কাছে অসাধারণ লেগেছে।

 2 months ago 

ঔষধের খোসা দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে নতুন নতুন আইডিয়া কাজে লাগানোর চেষ্টা করি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66015.85
ETH 3551.21
USDT 1.00
SBD 3.13