লাইফস্টাইল-হসপিটালে কিছুটা সময়||

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। দৈনন্দিন বিভিন্ন মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। যদিও হসপিটালে যাওয়ার কোন আনন্দের কাজ নয়। তবুও নিজের মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে চলে এসেছি।


হসপিটালে কিছুটা সময়:

IMG_20240613_110143.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240613_105353.jpg
Device-OPPO-A15
Location


দুইদিন আগে হঠাৎ করে আমার মোবাইল ফোনে একটি রিলেটিভের ফোন আসে। যেহেতু শহরে থাকা হয় তাই সে আমাকে ফোন করে জানায় সে ডাক্তার দেখাতে পারবে কিনা। আর সেই সময় কোন ডক্টর দেখাতে পারবে কিনা। তার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এরপর আমি বললাম আপাতত সদর হসপিটালে এমার্জেন্সিতে দেখাতে পারেন। এরপর তিনি আমাকে বললেন সাথে যেতে। আমিও সেখানে চলে গেলাম। যাওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল ডক্টরের জন্য।।


IMG_20240613_110008.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240613_110119.jpg
Device-OPPO-A15
Location


রিসিপশন থেকে টিকিট নিয়ে এরপর ডক্টরের জন্য অপেক্ষা করার সময় আমি চারপাশে ঘুরাঘুরি করছিলাম আর দৃশ্য গুলো দেখছিলাম। হসপিটাল এখন অনেক বদলে গেছে। আগের মত সেই পুরনো জরাজীর্ণ ভবন এখন আর নেই। কিংবা দুর্গন্ধ এখন আর নেই। এখন সব কিছুই বদলে গেছে। চারপাশে ফুলের বাগান লাগানো হয়েছে। এরকম সুন্দর পরিবেশ যদি হসপিটালের হয় তাহলে রোগীরা অনেক মানসিক শান্তি পায়। আর কেউ হসপিটালে যেতে বিরক্ত বোধ করেনা।।


IMG_20240613_110100.jpg
Device-OPPO-A15
Location


আমি হসপিটালে সময় কাটাচ্ছিলাম আর ছবি তুলেছিলাম। আসলে আমার তেমন কিছু করার ছিল না। যেহেতু আমার সেই রিলেটিভ ডক্টর দেখানোতে ব্যস্ত ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবো। তাই আসে পাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম। তবে আশেপাশে যখন অনেক অসহায় রোগী গুলোকে দেখছিলাম তখন খুবই খারাপ লেগেছিল। এক এক মানুষ একেক সমস্যা নিয়ে এসেছে। ছোট বাচ্চা গুলো অনেক কষ্ট পাচ্ছে। এই দৃশ্য দেখে খুবই খারাপ লেগেছে।


IMG_20240613_110028.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240613_104745.jpg
Device-OPPO-A15
Location


আমি সেখানে যখন ঘোরাঘুরি করছিলাম তখন দেখতে পেয়েছি অনেকেই অটোতে করে কিংবা গাড়িতে করে দ্রুত হসপিটালে আসার চেষ্টা করছে। অসুস্থ মানুষগুলোকে নিয়ে দ্রুত এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাদের ট্রিটমেন্ট করানো হচ্ছে। তবে সব কিছুর পরিবর্তন হলেও যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তাদের মানসিকতার কতটুকু পরিবর্তন হয়েছে এটা ভাবার বিষয়। হয়তো পরিবেশ বদলে গেছে। কিন্তু মানুষগুলো বদলায়নি। তাদের ব্যবহার যে খুব একটা ভালো এমনটাও মনে হয়নি।


IMG_20240613_104911.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240613_105011.jpg
Device-OPPO-A15
Location


দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য হসপিটালে আসে। কিন্তু হসপিটালে যারা দায়িত্বরত আছেন তারা সব সময় অবহেলার চোখে দেখে। কোন রকমে রোগী দেখে ছেড়ে দেয়। সেভাবে গুরুত্ব দিয়ে দেখে না। কি আর করার মানুষ বিপদে পড়ে আসলে সেখানে আসে। এই চিত্রগুলো দেখে মাঝে মাঝে খুবই খারাপ লাগে। হয়তো বাহিরের চাকচিক্য, ফুলের বাগান, উঁচু উঁচু দালানকোঠা সবকিছুই হয়েছে। কিন্তু কবে যে সেই হসপিটালের কর্মচারীদের কিংবা কর্মকর্তাদের মানসিকতা বদলাবে সেটা কেউ জানে না। তারা যদি একটু ভালো করে গুরুত্ব দিয়ে ট্রিটমেন্ট করতো তাহলে অসহায় মানুষগুলোকে বেসরকারি ক্লিনিক গুলোর দিকে ছুটতে হতো না।


নিজের অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। মাঝে মাঝে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে ভালো লাগে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার রিলেটিভের একজন অসুস্থ থাকার কারণে হসপিটালে এসে আপনাকে ফোন দিয়েছিল, আপনি তাকে পরামর্শ দিয়েছেন এবং তিনি আপনাকে হসপিটালে যেতে বলেছিল আপনি সেখানে গিয়ে ডাক্তার দেখানো তো অনেক সাহায্য করেছেন জেনে বেশ ভালো লাগলো। আসলে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিতে পারলে সব সময় বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 days ago 

প্রয়োজনে আমরা হসপিটালে ছুটে যাই। তাই তো সেদিন আমাকে যেতে হয়েছিল। আর অনেকটা সময় কাটিয়েছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 9 days ago 

আপু আজ আপনি হসপিটালে কিছুটা সময় কাটানোর অনুভূতি তুলে ধরেছেন আমাদের মাঝে। একদম সত্যি কথা আপু হসপিটালে যদি নিজেদের পরিচিত লোক না থাকে তাহলে সেখানে কর্মরত ডাক্তাররা খুব ভালোভাবে রোগী দেখেনা। আর হাসপাতালে গেলে বোঝা যায় মানুষ কতটা অসহায়। কত রোগী আসে যায় এর মাঝে ছোট বাচ্চারাও আসে রোগ নিয়ে। এসব দেখতে খুবই কষ্ট লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোষ্ট লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 days ago 

ঠিক বলেছেন আপু কর্তব্যরত ডাক্তাররা এখন ঠিকভাবে রোগী দেখেনা। আর তাদের কথা শুনেও মনে হয় রোগী দেখতে তাদের বিরক্ত লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 7 days ago 

আপনার রিলেটিভ কে নিয়ে হাসপাতালে যাওয়ার দারুন কিছু মুহূর্ত শেয়ার করেছেন আপু। কাউকে সাহায্য করতে সত্যি অনেক ভালো লাগে।ঠিক বলেছেন আপু এখনকার দিনে মানবতার বড়ই অভাব।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 days ago 

ঠিক বলেছেন আপু কাউকে সাহায্য করতে অনেক ভালো লাগে। আর এই কাজগুলো অনেক বেশি আনন্দের। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54