কবিতা-আলো আঁধারির খেলা||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। কবিতা হলো মনের আবেগের বহিঃপ্রকাশ। কবিতার সাথে জীবনের বাস্তবতার কোন মিল নেই। কবিতা হলো জীবনের এক অদ্ভুত অনুভূতি। কবিতার ভাষায় যেন মনের কিছু অব্যক্ত কথা প্রকাশিত হয়। কখনো বাস্তবতার সাথে মিলে যায় কখনো বা অন্য কারো জীবনের সাথে মিলে যায়। কবিতা জীবনের কথা বলে। হয়তো সেভাবে কবিতা লিখার দক্ষতা এখনো হয়ে ওঠেনি। তবে মাঝে মাঝে দু চার লাইন কবিতা লিখতে বেশ ভালো লাগে। একটা সময় ছিল যখন দু লাইন কবিতা লিখতে গিয়েও বারবার থেমে যেতাম। এখন কেন জানি মাঝে মাঝেই ইচ্ছে করে কবিতা লিখতে। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের সকলের প্রিয় @rme দাদা এবং আমাদের সকলের প্রিয় @hafizullah ভাইয়ার জন্য। উনাদের লেখা কবিতা গুলো পড়েই কবিতা লেখার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। এছাড়া কবিতা লিখার প্রতি ভালোলাগা তৈরি হয়েছে এবিবি কবিতার আসরের মাধ্যমে। তাই তো আজকে আমি একটি কবিতা লিখে সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


আলো আঁধারির খেলা:


IMG_20240429_132228.jpg


মায়াবী রাতের আঁধার
দখিনের জানালা দিয়েছি খুলে,
শিউলি ফুলের মাতাল করা ঘ্রান
আজও তোমায় খোঁজে প্রিয়,
তুমি ছাড়া অনুভূতিগুলো নিষ্প্রাণ।


আলো আঁধারির খেলার মাঝে
জীবন তরী হারিয়েছে আজ তীর
হৃদয় জুড়ে আজ যেন শুধুই
গহীন আঁধারের ভিড়।


অনুভূতি গুলো আজ নিশ্চুপ
রাতের আঁধার আপন করেছি আজ
হৃদয়ের ব্যথায় ব্যথিত হয়ে,
বদলে গেছে আঁধার রাতের
মায়াবী সেই সাজ।


মনের অজান্তেই আঁধারের মাঝে
খুঁজে ফিরি আলো
মাঝে মাঝে বলতে ইচ্ছে করে
ওহে প্রিয়, আঁধার জীবন
বেসেছি আমি ভালো।


বিরহ আজ আপন হয়েছে
খুঁজে ফিরি ভালোবাসা
হয়তো খুঁজি জীবনের মানে
এটুকুই যেন আশা।


নিশি রাত আঁধার কালো
জোনাকিরা দিয়ে যায়
মিটিমিটি আলো।


আঁধারের মাঝেও খুঁজি
বেঁচে থাকার আলো
আঁধার জীবন আপন করেছি
আঁধার বেসেছি ভালো।


মাঝে মাঝে অনুভূতিগুলো যখন নিষ্প্রাণ হয়ে যায় তখন আঁধার রাত বড্ড ভালো লাগে। হয়তো আঁধার রাতের সেই নিশ্চুপ অন্ধকার হৃদয়ের মাঝে অনুভূতিগুলো জাগ্রত করে। প্রিয় মানুষের প্রতীক্ষায় হয়তো হৃদয়ের অনুভূতিগুলো খুঁজে পেতে চায় ভালোবাসা। মাঝে মাঝে হয়তো আঁধার রাতের সেই মায়াবী সৌন্দর্য হৃদয়ের মাঝে ভালোবাসা জাগায়। আবার কখনো বা আঁধারের মাঝে খুঁজে ফিরে এক টুকরো আলো। হয়তো আঁধার জীবনের মাঝেই লুকিয়ে থাকে জীবনের হারানো ভালোলাগা। মাঝে মাঝে আঁধার জীবন বড্ড ভালো লাগে। কারণ আঁধারের সেই মায়াবী মায়া হৃদয়টাকে শীতল করে দেয়। হয়তো অনুভূতিগুলো আঁধারের মাঝে ঢাকা পড়ে যায়। কখনো বা আঁধার রাতের সেই নিশ্চুপ প্রকৃতি ভালোবাসা খুঁজে ফিরে। নিজের অনুভূতি থেকে এই কবিতাটি লেখার চেষ্টা করেছি। যদিও ভালো কবিতা লিখতে পারিনা। তবুও কেন জানি মাঝে মাঝে দু চার লাইন লিখতে ইচ্ছে করে।


যদিও খুব একটা কবিতা লিখা হয় না। তবুও আজ কেনো জানি হঠাৎ করে কবিতা লিখতে ইচ্ছে করল। আর সেই ভালোলাগা থেকেই একটি কবিতা লিখে আপনাদের মধ্যে শেয়ার করলাম। ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন সবাই।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপু আমার একটি আত্মবিশ্বাস আছে সেটা হচ্ছে চেষ্টা করলে কখনো বিফলে যায় না। সেটা যে কোন কঠিন কাজ হোক না কেন বারবার যখন চেষ্টা করা হয় একদিন আয়ত্তের ভিতরে চলে আসে। একদিন সে কাজের প্রতি সফলতা মিলে। আমরা এত সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করি যেখানে অনেক কবিরা আছেন। বিশেষ করে আমাদের প্রিয় দাদারা এডমিন মডারেটররা আছেন তাদের কবিতা গুলো পড়লে আমার খুব ভালো লাগে। তাদের অনুপ্রেরণায় আজকে সুন্দর কবিতা লিখতে পারি। আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখলেন। যদিও আপনি আগে দুলাইন কবিতা লিখলে থেমে যেতেন। কিন্তু দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতেছেন এটা অবশ্যই সবার অনুপ্রেরণা থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো লাগলো আপনার কবিতা পড়ে।

 2 months ago 

সত্যি আপু চেষ্টা করলে সবাই সফলতা অর্জন করতে পারে। আমিও নিজের মতো করে চেষ্টা করেছি আপু। তাইতো আপনাদের মাঝে সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। কিছুটা বিরহ অনুভূতিতে গড়া কবিতা গুলো আমার অনেক অনেক ভালো লাগে। তবে আপনার কবিতা লেখার কৌশলটা অসাধারণ ছিল। প্রতিটা লাইন আবৃত্তি করতে ভালো লাগলো।

 2 months ago 

বিরহের কবিতা গুলো লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তেও ভালো লাগে। তাই তো চেষ্টা করেছি কবিতা লেখার অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

আমিও একটা বিষয় খেয়াল করেছি আমার বাস্তব জীবনে। একটা সময় গিয়ে রাতের আধার টাই বেশি ভালো লাগে। সত্যি বলতে এখন আমার রাতের আধারই বেশি পছন্দ। রাতে সব অনূভুতি একএিত হয় খুজে বেড়ায় আমার থেকে হারিয়ে যাওয়া আমার সেই প্রিয় মানুষ গুলোকে।

আজও তোমায় খোঁজে প্রিয়,
তুমি ছাড়া অনুভূতিগুলো নিষ্প্রাণ।

এটা দারুণ ছিল আপু। সত্যি সেই প্রিয় মানুষ টা ছাড়া অনূভুতিরা একেবারে নিষ্প্রাণ। সুন্দর ছিল আপনার লেখা কবিতা টা আপু।

 2 months ago 

কবিতা জীবনের কথা বলে। কখনো বা কারো জীবনের সাথে মিলে যায় কখনো নিজের অনুভূতির সাথে। আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 months ago 

অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে। আপনি কবিতার নামের সাথে কবিতার ছন্দের মিল রেখেছেন। আপনার কবিতাটা কিছু বিরহ অনুভূতি দিয়ে লেখা। তবে কবিতার প্রত্যেকটা লাইন খুবই ভালো লাগলো। অনেক সুন্দর উপস্থাপনা ছিল কবিতার। সুন্দরভাবে কবিতাটা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

কবিতার ছন্দ গুলো মিলিয়ে লেখার চেষ্টা করেছি। আর বিরহের কবিতাগুলো লিখতেও ভালো লাগে। মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

আপু আমার কবিতা পড়তে কিংবা লিখতে দুটোই ভীষণ ভালো লাগে।এই কমিউনিটিতে এসে আজ অনেকেই কবিতা লিখছেন।দাদা আর ভাইয়ার কবিতা পড়ে পড়ে অনুপ্রানিত হয়ে আজ আমরা ও চেষ্টা করে যাচ্ছি।কবিতা হলো অনুভুতির কথা।সেই অনুভূতির কথা গুলো ছন্দে ছন্দে লিখে নিলেই কবিতা হয়ে যায়। তবে সেই কথা গুলোর মাঝে গভীর অর্থ থাকতে হয়।আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আপু। কবিতার লাইনগুলোর মাঝে অনেক কথা লুকিয়ে আছে।ধন্যবাদ আপু মনের অনুভূতি দিয়ে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 months ago 

কবিতা পড়তে এবং লিখতে আপনার ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো। আমিও সময় পেলে কবিতা লেখার চেষ্টা করি। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

কবিতাটা দারুন হয়েছে আপু। প্রত্যেকটা লাইন পড়ে এক অন্যরকম অনুভূতি কাজ করল। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতার লাইন গুলো লিখেছেন। নিজের ভেতরের অনুভূতিগুলোকে কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। বেশ ভালো লিখেছেন। আপনাকে ধন্যবাদ আপু।

 2 months ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে দারুণ লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। মাঝে মাঝে কবিতা লিখতে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65156.13
ETH 3530.38
USDT 1.00
SBD 2.48