"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || শীতকালীন ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি এই পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৪৮তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এবারের প্রতিযোগিতা হচ্ছে শীতকালীন ফটোগ্রাফি নিয়ে। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তীব্র শীত পড়ে গিয়েছে, কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশে শীত এখনো পরেনি। আমাদের এখানেও শীতের কোনো দেখা নেই। যেহেতু শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতা চলছে, তাই ভাবলাম যেভাবেই হোক না কেনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারলে, ভীষণ খারাপ লাগে। যেহেতু আমার বাসার আশেপাশে কুয়াশা বা শিশির নেই বললেই চলে, তাই আমি দুই দিন সকাল ৬ টায় ঘুম থেকে উঠে, আবার বাসা থেকে মোটামুটি অনেক দূরে চলে গিয়েছিলাম ফটোগ্রাফি করতে


একদিন গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে,সেখানে যেতে আমার বাসা থেকে ৪০/৫০ মিনিট সময় লেগেছিল। আরেকদিন গেলাম অন্য একটি গ্রামে। সেখানে যেতে ৩০ মিনিট সময় লেগেছিল। তবুও কুয়াশার দেখা নেই তেমন। হালকা কুয়াশা ছিলো এবং শিশির বেশ ভালোই পরেছিল। তবে শেষ পর্যন্ত ফটোগ্রাফি করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এটাই অনেক। যাইহোক আমি শীতের সকালে ব্রহ্মপুত্র নদী,নীল আকাশ,প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা, ধানক্ষেত, চাষ করা শীতকালীন কিছু সবজি, পাখি এবং আরও বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই পোস্টে আমি সর্বমোট ২৫ টি ফটোগ্রাফি শেয়ার করবো। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



সূর্যোদয়ের ফটোগ্রাফি সমূহঃ


Notes_231121_170411_846.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy 20 Ultra 5g

Notes_231121_170414_3cf.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy 20 Ultra 5g

প্রথম ফটোগ্রাফিটা করেছিলাম আমার বাসার ছাঁদ থেকে। ফজর নামাজ আদায় করে রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিলাম,হঠাৎ তখন মনে হয়েছিল বাসার ছাঁদে গিয়ে সূর্যোদয়ের ফটোগ্রাফি করতে। তখন সূর্যোদয় দেখে এতটাই ভালো লেগেছিল, সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। মোটামুটি অনেক দিন পর সূর্যোদয় দেখলাম। যাইহোক এরপর বাসা থেকে বের হয়ে লাঙ্গলবন্দ বাজারে গিয়েছিলাম। ঘাটে দাঁড়িয়ে সূর্যোদয়ের দ্বিতীয় ফটোগ্রাফিটা করেছিলাম। ব্রহ্মপুত্র নদীর উপর সূর্যের আলোর প্রতিফলন দেখে ভীষণ ভালো লেগেছিল।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-6.png

ব্রহ্মপুত্র নদীর ফটোগ্রাফি সমূহঃ

Notes_231121_170413_45f.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy 20 Ultra 5g

Notes_231121_170422_8bf.jpg

Notes_231121_170420_370.jpg

Notes_231121_170419_940.jpg

Notes_231121_170417_a9e.jpg

Notes_231121_171148_f92.jpg

Notes_231121_170409_f39.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy 20 Ultra 5g

প্রথম ফটোগ্রাফিটা করেছিলাম লাঙ্গলবন্দ বাজারের একটি ঘাট থেকে। নীল আকাশ বরাবরই আমার ভীষণ পছন্দ। উপরে নীল আকাশ এবং নিচে নদীর পানি, সবমিলিয়ে সকাল সকাল এমন মনোরম দৃশ্য বেশ উপভোগ করেছিলাম। উত্তর দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়ক। যাইহোক সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর অটো নিয়ে কাইকারটেক ব্রিজে চলে গেলাম। এতো সকাল সকাল কাইকারটেক ব্রিজে আগে কখনো যাওয়া হয়নি। শীতের সকালে নদীর পাড়ে সময় কাটাতে এতো ভালো লাগে, সেটা জানা ছিলো না। মৃদু বাতাস এসে শরীরটাকে একেবারে শীতল করে দিয়েছিল। ব্রিজের উপর দাঁড়িয়ে জল তরঙ্গ রেস্টুরেন্টের ভিউ চমৎকার ভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি। আকাশ নীল হওয়ার কারণে,সেটার প্রতিফলন পানির উপর পরেছে, সেজন্য পানির রং দেখে মনে হচ্ছে নীল।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-6.png

প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি সমূহঃ

Notes_231121_170446_344.jpg

Notes_231121_170438_220.jpg

Notes_231121_170436_880.jpg

Notes_231121_170432_132.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy 20 Ultra 5g

এতো সকালে সেখানে পৌঁছানোর পর দেখলাম তেমন কুয়াশা নেই। একেবারে হালকা কুয়াশা ছিলো। তারপর বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করে,হালকা কুয়াশাচ্ছন্ন ফটোগ্রাফি করে নিলাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। শিশির ভেজা গাছগুলো দেখতে বেশ সতেজ এবং সবুজ লেগেছিল। বিশেষ করে কলাগাছ গুলো দেখতে বেশি সুন্দর লেগেছিল। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ ধরে অনেকটা পথ হেঁটে হেঁটে ফটোগ্রাফি গুলো করে নিয়েছিলাম। সেই গ্রামে বাড়িঘর খুবই কম। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ এবং খালি জায়গা। সবমিলিয়ে বেশ উপভোগ করেছি এমন মনোরম দৃশ্য।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-6.png

শিশির ভেজা ঘাস এবং শীতকালীন শাক সবজি চাষের ফটোগ্রাফি সমূহঃ

Notes_231121_170434_407.jpg

Notes_231121_170444_35a.jpg

Notes_231121_170426_fb5.jpg

Notes_231121_170424_03c.jpg

Notes_231121_170429_b37.jpg

Notes_231121_170721_234.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy 20 Ultra 5g

ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দু গুলো সামনা-সামনি দেখতে খুবই চমৎকার লেগেছিল। শিশির ভেজা ঘাসগুলো হাত দিয়ে স্পর্শ করার পর মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করেছিল। কলার মোচা থেকে শিশির বিন্দু নিচের দিকে পরছিল। আমি সেই মুহূর্তটা ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি। চাষ করা শীতকালীন সবজি এবং সবুজ গাছপালা গুলো শিশির ভেজা অবস্থায় একেবারে সতেজ লেগেছিল। শীতকালীন শাক সবজি বরাবরই আমার ভীষণ পছন্দ।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-6.png

কয়েকটি ফুল এবং পাখির ফটোগ্রাফি সমূহঃ

Notes_231121_170442_789.jpg

Notes_231121_170430_674.jpg

Notes_231121_170722_8fb.jpg

Notes_231121_170440_76f.jpg

Notes_231121_170724_00a.jpg

Notes_231121_170725_347.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy 20 Ultra 5g

পদ্মফুল বরাবরই আমার ভীষণ পছন্দ। সকাল সকাল বিলের মধ্যে এমন পদ্মফুল দেখে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছিল। তারপর রাস্তার পাশে থাকা নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি করলাম। একটু দূরে তাকাতেই খেয়াল করলাম অনেকগুলো কাশফুল ফুটে আছে একটি জায়গায়। তারপর ক্যামেরা জুম করে কাশফুলের ফটোগ্রাফিটা করে নিয়েছিলাম। তারপর কয়েকটি পাখির ফটোগ্রাফি করলাম। পাখির ফটোগ্রাফি করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। কারণ একটু পরপরই এখানে সেখানে উড়ে চলে যাচ্ছিল। সকাল সকাল পাখির কিচিরমিচির শব্দ ভীষণ ভালো লেগেছিল আমার। সবমিলিয়ে দুই দিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফটোগ্রাফি গুলো করে নিয়েছিলাম এবং বেশ উপভোগ করেছিলাম পুরোটা সময়।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিপ্রতিযোগিতা
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২২.১১.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 8 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।খুবই সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করছেন।প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। আপনি অসাধারণ ফটোগ্রাফি করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

আপনি ঠিকই বলেছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 
 8 months ago 

এই সপ্তাহে কিন্তু সত্যি অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শীতকালীন ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন আপনি। আপনি সর্বমোট ২৫ টা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো অনেক বেশি সুন্দর ছিল। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ টা দেখে সত্যি অনেক আনন্দিত হলাম। এত সুন্দর করে বিভিন্ন রকম ফটোগ্রাফি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 8 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনার খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

বাহ! অসাধারণ সুন্দর হয়েছে। শীতকালের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যে কুয়াশা থাকতে হবে এমন কথা নেই। আপনি অনেক সুন্দর করে নদীর দৃশ্য শেয়ার করলেন। সেই সাথে আকাশের দৃশ্যটা অসাধারণ ছিল। তাছাড়া শীতকালীন শাক সবজি ফটোগ্রাফি শেয়ার করলেন। ফুল এবং পাখি ফটোগ্রাফি শেয়ার করলেন। আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 8 months ago 

ঠিক বলেছেন আপু, কুয়াশা ছাড়াও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায় শীতকালে। তবে হালকা কুয়াশার ফটোগ্রাফি শেয়ার করেছি এই পোস্টে। যাইহোক এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

শীতকালীন দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন ছিল। যদিও এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 8 months ago 

আপনি এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি, জেনে খুব খারাপ লাগলো আপু। যাইহোক এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

প্রতিযোগিতার আয়োজন দেখেই বুঝেছিলাম যে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো।
ঠিক তেমনি হচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল শীতকালীন সৌন্দর্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন অনেকগুলো ফটোগ্রাফির মাধ্যমে।
সবুজ প্রকৃতি পাখি ফুল এক কথায় আপনার ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধকর ছিল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

এবারের প্রতিযোগিতার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে আমাকে। কারণ মোটামুটি অনেক দূরে গিয়ে দুইদিন ফটোগ্রাফি করেছিলাম শুধুমাত্র এই প্রতিযোগিতার জন্য। যাইহোক এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

আমাদের এই কমিউনিটির সবাই এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। যেহেতু এবারের প্রতিযোগিতার বিষয় ছিল শীতকালীন ফটোগ্রাফি, তাই সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে। এবং অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি শেয়ার করছে। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ টা দেখে খুশি হলাম।

 8 months ago 

আপনি ঠিক বলেছেন ভাই, সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে। আমার অংশগ্রহণ দেখে আপনার খুব ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো ভাই। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 8 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন খুব সুন্দর ভাবে শীতকালীন ফটোগ্রাফি সংরক্ষণ করার মধ্য দিয়ে যেখানে প্রাকৃতিক দৃশ্য; শীতকালীন ফুল ফলের দৃশ্য আকাশের দৃশ্য মাঠে দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছেন।

 8 months ago 

হ্যাঁ ভাই চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি সুন্দরভাবে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64646.41
ETH 3230.29
USDT 1.00
SBD 2.63