❝মজার মজার তিনটি রেসিপি পোস্টের রিভিউ❞

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আগে বৃহস্পতিবার আসলেই আমরা পুরো সপ্তাহের পোস্ট গুলো একসাথে রিভিউ করতাম।কিন্তু এখন আর সেটি করা হয় না।না করে অবশ্য ভালই হয়েছে।একদিনে সবার একই পোস্ট থাকতো।যে কারণে পোস্ট কোয়ালিটি খারাপ হয়ে যেতো।গত প্রায় পাঁচ দিন ধরে আমার দাদি খাজা ইউনুস আলী মেডিকেল হসপিটালে ভর্তি।এই চার পাঁচ দিন ধরে দাদীর সাথে আমিও হসপিটালে আছি।অনেক পরিশ্রম করতে হচ্ছে এখানে।আজকের এই পোস্টটি আমি হসপিটালে বসে বসেই লিখছি।তাই আপনাদের মাঝে কোন বড় ধরনের পোস্ট আজকে শেয়ার করতে পারছি না।সেজন্যই আমি আজকে আমার বিগত দিনের তিনটি রেসিপি পোস্ট এর রিভিউ নিয়ে হাজির হয়েছি।যেহেতু আমি হসপিটালে বসে পোস্ট লিখছি সেহেতু আমি এর থেকে ভালো কোন টপিক আর খুঁজে পেলাম না।তাই হাজির হয়ে গেলাম মজার মজার তিনটি রেসিপি পোস্টের রিভিউ নিয়ে।আশা করি আপনাদের ভাল লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করি...


IMG_20230914_103511.jpg

❝কচি চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার রেসিপি❞

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAsVMs7iqB4rhVPXcWBFjEqfhXDMLAxTe7Y5S3fVMBt2KSwuLRoSXhZy21C9ETx75FwDj2y2VexNK93sqvWutsmXxhX8i.jpeg

সম্পন্ন রেসিপি পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

প্রথমেই আপনারা যে রেসিপিটি দেখতে পাচ্ছেন এটি আমার অনেক পছন্দের একটি খাবার।কচু লতি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি।চিংড়ি মাছ এমন কোন তরকারি নাই যে যার সাথে খাওয়া যায় না।তবে বিশেষ করে ছোট ছোট চিংড়ি মাছগুলো কচুর লতির সাথে খেতে বেশি মজা লাগে।কচু লতিগুলো পিছলে পিছলে হাওয়ায় গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে।পোষ্টের মাধ্যমে আমি কচু লতি এবং ঢেঁড়স দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ রেসিপি তৈরি করার পদ্ধতির ধাপ গুলো খুব সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম।আপনারা চাইলে এই রেসিপি পোস্টটি আবার দেখে আসতে পারেন ।

❝আলু দিয়ে ভাজা রুই মাছ ভুনার মজাদার রেসিপি❞

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yNkNWDxBuKBp7ADpTVAYsmxF2JNrmApJN6yHR41v8n41JEARDXq7nyfwWwnPoUg5idUTZ6v9YyyL7nAoGrMVJWJZW2nwY.jpeg

সম্পন্ন রেসিপি পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

এখন আপনাদের মাঝে যে রেসিপি পোস্টে তুলে ধরব এটি হচ্ছে আলু দিয়ে রুই মাছের মজাদার ভুনা রেসিপি।রুই মাছ খেতে আমরা কম বেশি প্রায় সকলেই পছন্দ করি।আমি মনে করি ইলিশ মাছের পর রুই মাছি আমাদের পছন্দের একটি মাছ।রুই মাছ খেতে এমনিতে অনেক মজা লাগে।আর যদি হয় আলু দিয়ে রুই মাছ ভুনা তাহলে তো কোন কথাই নেই।আলু দিয়ে রুই মাছ ভুনা গরম গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ।আলু দিয়ে রুই মাছ ভুনার মজাদার এই রেসিপিটি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম।আপনারা চাইলে আবার রেসিপিটি দেখে আসতে পারেন।

❝কচি চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার রেসিপি❞

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yjwivFPvtDKzMJ4wauF9jPFx9cvwvEputX1ipW8wgmTKqLr4obPqAzWVBr38u5HDkjMVXR53ZjjsYZC1G5cEZfs4fTJAi.jpeg

সম্পন্ন রেসিপি পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

এবার আপনাদের মাঝে আরো একটি চিংড়ি মাছের রেসিপি রিভিউ নিয়ে আসলাম।আসলে আমি মাছ খেতে তেমন পছন্দ করি না।কিন্তু চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। তাই কিছুদিন পরপর চিংড়ি মাছের রেসিপি তৈরি করি।এই রেসিপি পোস্টে আমি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছিলাম।চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে খুব মজা।আবারো বলতে হচ্ছে যে,যেকোন তরকারির সাথে চিংড়ি মাছ খেতে খুব স্বাদ।চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের মজাদার এই রেসিপি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছিলাম।আপনারা চাইলে রেসিপিটি আবার দেখে আসতে পারেন।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

তিনটি মজার খাবারের রিভিউ দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। সত্যি খাবারগুলো দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। তবে আপনার এই তিনটা রেসিপি এর আগে আমি দেখেছি। মাঝে মাঝে এরকম রিভিউ পোস্ট দেখতে অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার শেয়ার করা এই রেসিপিগুলোর প্রত্যেকটি ছবি দেখে অনেক লোভনীয় দেখা যাচ্ছে৷ তিনটি রেসিপি যেন একসাথে খেতে ইচ্ছে করছে৷ খুবই ভালো লাগলো এই তিনটি রেসিপি একসাথে দেখতে পেরে।

 last year 

আমার মনে হচ্ছে ভাই আপনার এই তিনটা রেসিপি এর আগে আমি দেখেছি। আপনি অনেক সুন্দর করে রেসিপিটি তৈরি করেছিলাম। বিশেষ করে কচুর লতি দিয়ে যে রেসিপিটা এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর লাউ আমার খুব প্রিয় কিন্তু চিংড়ি মাছ এলার্জির জন্য খাওয়া হয় না। আপনার রেসিপি গুলো পুনরায় শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ইস্ কি মজার মজার রেসিপি নিয়ে আসলেন আজ। আপনার করা রেসিপি দেখে তো জিভে জল টলমল করছে। অবশ্য এই রেসিপিগুলোর মধ্যে মনে হয় মাছের ঝোল রেসিপিটি এর আগে দেখার সুযোগ হয়েছিল। এত সুন্দর রেসিপি গুলো একটু খেয়ে দেখলে মন্দ হতো না।

 last year 

অবশ্য এর আগে একটি পোস্ট দেখেছিলাম।পুনরায় পোস্টগুলো রিভিউ করায় তিনটি চমৎকার রেসিপি পোস্ট দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুস্বাদু ও মজাদার তিনটি রেসিপি পোস্ট রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই খুব চমৎকার তিনটি রেসিপি পোস্ট এর রিভিউ শেয়ার করেছেন। সত্যি বলতে দুটো রেসিপি আমি দেখিনি। তবে আজকে দেখতে পেলাম আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 last year 

ভাইয়া আপনার প্রত্যেকটি রেসিপি দারুন ছিল। বিশেষ করে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি বেশি ভালো লেগেছে। খুবই লোভনীয় লাগছে দেখতে। অনেক সুন্দর করে এই রেসিপিগুলো আবারো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

অনেক সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছিলেন ইতো পূর্বে। আর সে সমস্ত রেসিপিগুলো আমাদের মাঝে আজকে পুনরায় একটি পোষ্টের মধ্যে রিভিউ করে দেখেছেন দেখে অনেক অনেক খুশি হলাম। খুব সুন্দর এর রেসিপি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনি তো দেখছি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন আপনার দাদিকে নিয়ে। যেহেতু অসুস্থ আছেন তাহলে সেবা-যত্ন করেন অনেক ভালো হচ্ছে কাজটি। আজকে আপনি অনেক সুন্দর একটি রেসিপির রিভিউ নিয়ে হাজির হলেন অনেক ভালো লাগলো। যেহেতু আপনি নতুন পোস্ট তৈরি করতে পারতেছেন না সেজন্য রিভিউ পোস্ট নিয়ে হাজির হওয়ার জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68305.20
ETH 2710.66
USDT 1.00
SBD 2.72