❝আলু দিয়ে ভাজা রুই মাছ ভুনার মজাদার রেসিপি❞

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230830_150711.jpg

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আলু দিয়ে রুই মাছ ভুনার মজাদার একটি রেসিপি।রুই মাছ খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি।বিশেষ করে যখন রুই মাছ ভেজে আলু দিয়ে ভুনা ভুনা করা হয় তখন তো আরো বেশি মজা লাগে।রুই মাছ ভাজা থেকে শুরু করে কিভাবে আলু দিয়ে রুই মাছের ভুনা রেসিপি তৈরি করলাম,সে সকল পদ্ধতি গুলো আপনাদের মাঝে আজকে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক...


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

🔭GcamHero_20230830_121455_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_121511_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg
উপাদানপরিমাণ
রুই মাছকয়েক পিচ।
আলু৬ টি ।
মরিচ কুচি৪ টি।
পেঁয়াজ কুচি৫ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
রসুন বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

🔭GcamHero_20230830_121543_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

প্রথমে রুই মাছগুলো ভাজার জন্য মরিচের গুঁড়া,সজের গুঁড়া,হলুদের গুঁড়া,রসুন বাটা এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।


🔭GcamHero_20230830_121610_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

রুই মাছগুলো ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিলাম।

🔭GcamHero_20230830_121647_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_121658_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

তেল একটু গরম হলে কড়াইয়ের মধ্যে রুই মাছগুলো দিয়ে দিলাম।

🔭GcamHero_20230830_122331_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_122342_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

🔭GcamHero_20230830_122437_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

কিছু সময় ধরে রুই মাছগুলো হালকা করে ভেজে নিলাম।যেহেতু আমরা মাছগুলো তরকারির মধ্যে দিবো সেহেতু রুই মাছ গুলো কড়া করে ভাজার কোন দরকার নেই, হালকা করে ভাজলেই চলবে।

🔭GcamHero_20230830_122452_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_122532_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এবার দ্বিতীয় ধাপের পালা।প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সয়াবিন তেল দিয়ে ভাজলাম।

🔭GcamHero_20230830_122722_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এবার কড়াইয়ের মধ্যে হলুদের গুড়া, সজের গুড়া,মরিচের গুড়া,আদা বাটা,রসুন বাটা,লবণ এবং তেলসহ আলুগুলো দিয়ে দিলাম।

🔭GcamHero_20230830_122814_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_122901_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

সবগুলো উপকরণ একসাথে মিশ্রণ করার উপর আলু গুলো কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিলাম।

🔭GcamHero_20230830_123420_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

আট থেকে নয় মিনিট ধরে আলু কষিয়ে নিলাম।

🔭GcamHero_20230830_123718_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_124214_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

আলুগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য এবং তরকারিটা একটু ঝোল ঝোল করার জন্য এর মধ্যে আরও কিছু পানি দিলাম।

🔭GcamHero_20230830_124244_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_124437_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

যখন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং তরকারির একটু আঠালো হবে তখন তরকারির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।

🔭GcamHero_20230830_124548_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

তরকারির মধ্যে ভেজে রাখা মাছ গুলো দেওয়ার পর ৫ থেকে ৬ মিনিট জ্বাল দিতে থাকলাম।তারপরে প্রস্তুত হয়ে গেল আলু দিয়ে রুই মাছ ভুনার মজাদার একটি রেসিপি।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

IMG_20230830_150651.jpg

আজ আমি আপনাদের মাঝে রুই মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করলাম।প্রথমে রুই মাছগুলো ভেজেছি তারপর আলু দিয়ে ভুনা করেছি।যা খেতে খুবই মজা হয়েছিল।রেসিপিটি তৈরির প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ
ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝আলু দিয়ে ভাজা রুই মাছ ভুনার মজাদার রেসিপি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আসলে আলু দিয়ে যে রেসিপিটি তৈরি করা হোক না কেন তা সুস্বাদু অবশ্যই হয়। তেমনি আলু দিয়ে মাছ ভুনা করলে তা তো সুস্বাদু হবেই হবে। আপনি আলু দিয়ে ভাজা রুই মাছ ভুনা করেছেন, যা দেখে ইচ্ছে করছে এক টুকরো নিয়ে খেয়ে ফেলতে। নিশ্চয়ই এটা অনেক সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছিল। আমার কাছেও রুই মাছ ভুনা করলে অনেক মজা লাগে খেতে।

 11 months ago 

অনেক মজাদার একটি রেসিপি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রুই মাছ ভাজা খেতে আমার তো ভীষণ পছন্দ। রেসিপিটি সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

মাছের মধ্যে সেরা মাছ রুই মাছ। রুই মাছ যে কোন দরকারে মধ্য দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে আলু দিয়ে রুই মাছ রান্না করেছেন। আপনার রান্নার প্রক্রিয়াটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রান্নার প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি তো আমার পছন্দের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন। আপনার তৈরি করা রেসিপি টা দেখে আমার ইচ্ছে করছে তুলে নিয়ে খেয়ে ফেলতে। আপনি আলু দিয়ে ভাজা রুই মাছ ভুনার মজাদার রেসিপি তৈরি করেছেন। রুই মাছ এভাবে আলু দিয়ে ভুনা করলে সত্যি অনেক মজাদার হয় এবং খেতে আরো বেশি ভালো লাগে। আপনি উপস্থাপনার মাধ্যমে সম্পূর্ণ রেসিপিটা তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। ভালো লেগেছে আমার কাছে সম্পূর্ণ রেসিপি টা দেখে।

 11 months ago 

যেহেতু জব করি তাই প্রায় বাহিরে খাওয়া দাওয়া করতে হয়। আর তাইতো আপনার করা আজকের রেসিপিটি আমার বেশ পরিচিত একটি রেসিপি। এই রিসিপিটি কিন্তু প্রায় রেস্তোরাগুলো তে করা হয়ে থাকে। তবে আপনার করা রেসিপিটি দেখেই কিন্তু বুঝাই যাচেছ যে খাবারটি বেশ মজার হয়েছিল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাজে শেয়ার করার জন্য।

 11 months ago 

রুই মাছ নরমালি ভাজ ভাজা করে নিয়ে তারপর রান্না করলে সবজি দিয়ে মজা হয়। আপনি সেই কাজটিই করেছেন। খেতেও মজা হয়েছে নিশ্চয়।

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলো দিয়ে মজাদার রুই মাছ ভুনার রেসিপি। আসলে রুই মাছ যেকোনো সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে। রেসিপি তৈরি দেখে সত্যিই জিভে জল চলে আসলো। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রসেস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 11 months ago 

আলু সবজিটি আমার খুবই পছন্দের। আর রুই মাছ দিয়ে এভাবে ভুনা করলে তো কথাই নেই। আলু দিয়ে এভাবে রুই মাছ ভুনা করলে খেতে আমার কাছে খুব ভালো লাগে। রেসিপি তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

যেকোনো মাছের মধ্যে আলু দিলে সেই মাছের স্বাদ আরো বেড়ে যায়। তাছাড়া মাছ ভেজে রান্না করলে তো খেতে খুবই মজাদার হয়। আপনার মাছ ভাজা দেখেই খেতে ইচ্ছা করছে। তাছাড়া আপনি রান্নার প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে যে খেতে খুবই মজাদার হয়েছিল। কালারও বেশ লোভনীয় লাগছে দেখতে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45