❝কচুর লতি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি❞

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

গতকাল কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য বগুড়া শহরে গিয়েছিলাম।রাত প্রায় দশটা পর্যন্ত বিভিন্ন কাজে বিজি ছিলাম।গত কিছুদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে আমার।এর আগে কখনো আমি এত পরিশ্রম করি নাই।যেহেতু এই প্রথমবার এত পরিশ্রম করছি তাই শরীরটা একদম খারাপ হয়ে গেছে।তো গতকাল রাতে বগুড়া শহরেই এক বড় ভাইয়ের বাসায় থেকেছি।সেখান থেকে সকাল দশটার দিক সিরাজগঞ্জে আমার বাসায় এসেছি।কিছুদিন ধরে গরু,খাসি,মুরগির মাংস খেতে খেতে এসবের প্রতি একদম অভক্তি হয়ে গেছে।চিন্তা করলাম আজ দুপুরে কচুর লতি খাব।কচুর লতি খেতে আমি খুব পছন্দ করি।কিন্তু অনেকদিন হয়ে গেল কচুর লতি খাওয়া হয় না।তাই আজ দুপুরে খাওয়ার জন্য কচুর লতির সাথে চিংড়ি মাছের রেসিপি তৈরি করে ফেললাম।কচুর লতি,সাথে ঢেঁড়স দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ খেতে আমি খুব পছন্দ করি।এই খাবারটি খুবই সুস্বাদু।কচুর লতি এবং ঢেঁড়শ একটু পিছলে পিছলে তাই গরম ভাতের সাথে খেতে খুব মজা।তাই আজকে তৈরি করে ফেললাম কচুর লতি এবং ঢেঁড়স দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার একটু রেসিপি।মজাদার এই রেসিপিটি তৈরির পদ্ধতি এখন আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক...


IMG_20230911_105244.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

🔭GcamHero_20230904_123221_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230904_123251_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg
উপাদানপরিমাণ
চিংড়ি মাছ২০০ গ্রাম ।
কচুর লতি২৫০ গ্রাম ।
ঢেঁড়স৪টি।
মরিচ কুচি৫ টি।
পেঁয়াজ কুচি৪ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
রসুন বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

🔭GcamHero_20230904_123234_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভাজলাম।


IMG_20230912_103947.jpg

এরপর পেঁয়াস কুচি এবং মরিচ কুচির মধ্যে হলুদের গুঁড়া,সজের গুঁড়া, মরিচের গুঁড়া,আদা বাটা,রসুন বাটা এবং লবণ সহ চিংড়ি মাছ গুলো দিলাম।

IMG_20230912_104010.jpg🔭GcamHero_20230904_123504_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

চিংড়ি মাছের সাথে সকল উপকরণ ভালোভাবে মিশ্রণ করলাম।এবং চিংড়ি মাছ কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিলাম।

IMG_20230912_104034.jpg

৬ থেকে ৭ মিনিট চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম।

🔭GcamHero_20230904_123618_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

চিংড়ি মাছ গুলো ভাল ভাবে কষানোর পর কড়াইয়ের মধ্যে এবার কচুর লতি এবং ঢেঁড়স দিলাম।

🔭GcamHero_20230904_123724_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpgIMG_20230911_105454.jpg

এবার কচুর লতিগুলো কষানো চিংড়ির মাছের সাথে ভালোভাবে মিশ্রণ করে নিলাম।এবং কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।ঢাকনা দিয়ে ঢেকে দিলে কচুর লতি গুলো ভালোভাবে সিদ্ধ হবে।

🔭GcamHero_20230904_124241_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230904_124327_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

৫ থেকে ৬ মনিট চিংড়ি মাছের সাথে কচুর লতিগুলো কষালাম।এতে করে লতি হালকা সিদ্ধ হয়ে গেছে।

🔭GcamHero_20230904_124346_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

কচুর লতি আরো একটু নরম নরম করার জন্য কড়াইয়ের মধ্যে আবার অল্প পরিমাণ পানি দিলাম।

🔭GcamHero_20230904_125120_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230904_125352_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকলাম।

🔭GcamHero_20230904_125516_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এভাবে ৫-৬ মিনিট জ্বাল দেওয়ার পর সম্পূর্ণ তৈরি হয়ে গেল কচুর লতি এবং ঢেঁড়স দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি।


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu4XkNDpzmbXENk2cirUBvdJGUwmDc4GwkjCedWRWATRsS8gCNEAQoZTLmHRdDTpNFbJpCdG1T5B3rYxXGjqixZpN58JAzdvMoCA91h7wJ6.jpeg

IMG_20230911_105335.jpg

আজ আমি আপনাদের মাঝে খুব মজার একটি রেসিপি তুলে ধরলাম। কচুর লতি এবং ঢেঁড়স দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আমি অনেকদিন পর পেট ভরে অনেকখানি ভাত খেয়েছিলাম।যাইহোক এত সুন্দর একটি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমি খুবই আনন্দিত।রেসিপিটি তৈরির সবগুলো প্রসেস আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝কচুর লতি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

হঠাৎ করে এত পরিশ্রম করলে শরীর এমনিতেই ক্লান্ত হয়ে পড়ে ভাইয়া। কিন্তু আপনার রেসিপিটা চমৎকার হয়েছে। এই রেসিপিটা আমারও খুব পছন্দের। কচুর লতি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের তরকারি অসাধারণ লাগে গরম ভাত দিয়ে খেতে। আপনি রেসিপিটির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 
 last year 

আসলে ভাইয়া পরিশ্রম করার অভ্যাস না থাকলে হঠাৎ করে পরিশ্রম করলে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়ে। যাই হোক আপনার আজকের রেসিপিটি খুবই চমৎকার হয়েছে ।কচুর লতি ও
ঢেঁড়স দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। কালারটা এত লোভনীয় এসেছে যে দেখেই লোভ লাগছে খাবার জন্য । আর এই রেসিপিটি আমার কাছেও খেতে বেশ ভালো লাগে। আর কচুর লতির সাথে ঢেঁড়সের কম্বিনেশনটা বেশ চমৎকার হয়েছে। তাছাড়া কচুর লতির সঙ্গে চিংড়ি একদম পারফেক্ট একটি খাবার। বেশ ভাল ছিল খাবারটি ।ধন্যবাদ আপনাকে।

 last year 

যদি কাজ করার অভ্যাস না থাকে তাহলে হঠাৎ করে কোন কাজ করলে শরীর অনেক বেশি খারাপ হবে এটাই স্বাভাবিক। তবে এই কাজ যদি প্রতিনিয়ত কন্টিনিউ করা যায় তাহলে আস্তে আস্তে আর তেমন বেশি সমস্যা হয় না। যাই হোক কচুর নদী দিয়ে ছোট চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

কচুর লতি দিয়ে ছোট চিংড়ি মাছের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে ভাইয়া। রেসিপি কালার দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর ভাবে আপনি পুরো রেসিপি উপস্থাপন করেছেন। ধন্যবাদ

 last year 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই, আপনি ঠিক বলেছেন, একটানা কয়েকদিন মাংসের রেসিপি খেলে মুখে রুচি নষ্ট হয়ে যায়। তখন ভিন্ন ধরনের রেসিপি খাওয়ার ইচ্ছে হয়। আর তাই আপনার তৈরি কচুর লতি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজার রেসিপি খেয়ে নিশ্চয়ই খুবই স্বাদও পেয়েছেন। আমার কাছেও চিংড়ি দিয়ে কচুর লতি খেতে খুবই মজা লাগে। আর আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে, গরম গরম ভাত নিয়ে এক্ষুনি খেতে বসে পরি। অনেক অনেক ধন্যবাদ ভাই, সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমার বেশ পছন্দের। এই রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে সাথে ঢেঁড়স দিয়ে কচুর লতি চিংড়ি মাছ এভাবে রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

কচুর লতি দিয়ে সুন্দর ভাবে চিংড়ি মাছের সুস্বাদু একটি রেসিপি তৈরি করছেন।আমিও কচুর লতি আর ঢেঁড়স খেতে পছন্দ করি।গরম ভাতের সঙ্গে এগুলো খেতে খুব ভালো লাগে। আপনি দারুণ ভাবে রান্নার ধাপ গুলো সাজিয়ে উপস্থাপন করেছেন। আপনার পরিবেশন দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

চিংরি চরচরি খুবই মজাদার একটি রসিপি সাথে আবার কচুর লতি যোগ করেছেন দারুন হয়েছে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে রেসিপি ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Posted using SteemPro Mobile

 last year 

কচুর লতি দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছেন আপনি ভাইয়া।আপনি খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58951.49
ETH 2505.59
USDT 1.00
SBD 2.48