স্মৃতিচারণঃস্মৃতির পাতা থেকে বন্ধুদের সাথে আম চুরি করার গল্প //পর্ব-১
আসলে মাঠি দিয়ে ঢিল দিয়ে গাছ থেকে আমরা কয়েকটা আম পেরেছিলাম। এই আমগুলো নিয়ে আমরা স্কুলের বারান্দায় বসে খাওয়া শুরু করে দিলাম। আসলে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে আমরা বিতলবণ বানিয়ে, এই কাঁচা আমগুলো খাচ্ছিলাম। আসলে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কাঁচা খাবার মধ্যে অন্যরকম একটা ভালো লাগে।এত ভালো লাগে সেই স্বাদ যেন এখুনো মনে আছে। আর এই কাঁচা আমগুলো এভাবে বিতলবণ বানিয়ে খেতে খুবই ইচ্ছা করে। তারপরে আমরা এই কাঁচা আমগুলো খাওয়া শেষে রনি বলল যে এভাবে ঢিল দিয়ে কম আম পেরে হবে না।
আমার অন্য বন্ধু তো আম নিয়ে পালিয়ে গেল। আমি আর রনি সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা যে গাছের মালিক মনে করেছিলাম, আসলে সেই মালিক না। সে আমাদেরই গ্রামের এক বড় ভাই। সে আসলে, বললো কি তোরা আম চুরি করা শুরু করে দিয়েছিস। তোদের তো সাহস কম না, তখন বড় ভাইকে বললাম বড় ভাই এই গাছের আম অনেক মিষ্টি তাই খেতে আসিলাম। আপনাকেও দেবোনি আম।আর আপনি তো এর আগে একদিন এখান থেকে লুকিয়ে পেরেছিলেন। সেই দৃশ্যটি দেখেই তো আমাদেরও আম পাড়ার প্রতি ইচ্ছা জেগেছে। তখন বড় ভাই বলল ঠিক আছে কোন সমস্যা নেই। আগে রনিকে নিয়ে চল, অন্য কেউ চলে আসলাম। তাই সেখান থেকে বড় ভাইয়ের রনিকে কোলে নিয়ে আমাদের স্কুলের মাঠের দিকে আসলাম। মাঠে এসে রনিকে আমরা স্কুলের মাঠে শুয়ে পানি ঢালতে লাগলাম।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার বিট লবন দিয়ে আম খাওয়ার লেখা গুলো পড়তে পড়তে আমার সত্যি জিভে জল চলে এসেছে। কাঁচা আম মাখা আমার ভীষণ পছন্দের ও প্রিয়।আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। যদিও বা কখনো আম চুড়ি করে খাইনি।আপনার আম চুরি করার সঙ্গী বন্ধুটি ব্যাথা পেয়েছে জেনে খারাপ লাগলো।ধন্যবাদ ভাইয়া আপনার চুরি করে খাওয়ার স্মৃতিচারন করে পোস্ট টি শেয়ার করার জন্য।
আম চুরির গল্পটি পড়ে ভালো লাগলো। তবে একটা বিষয় খুব খারাপ লেগেছে, আপনার বন্ধুর রনি যখন গাছ থেকে পড়ে গিয়েছিল, আসলে এই গাছ থেকে পড়ে যাওয়ার ঘটনা আমার জীবনে রয়েছে। এখান থেকে পড়ে গিয়ে যেন হাত-পা ভেঙে যায়। যাই হোক রনির বেশি কিছু হয়নি জানতে পেরে ভালো লাগলো এবং পরবর্তী পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।
আপনার আম চুরি করার গল্পটি পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম কত ঘটনা আছে আমার সবার সঙ্গে আম চুরি করার। চুরি করে যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। আপনার স্মৃতিচারণ পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।