স্মৃতিচারণঃস্মৃতির পাতা থেকে বন্ধুদের সাথে আম চুরি করার গল্প //পর্ব-১

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

এখন গ্রীষ্মকাল, আর গাছে গাছে কাঁচা আম দেখতে পাওয়া যায়। আর এই কাঁচা আম দেখে খেতে খুবই ইচ্ছা করে। তাই স্মৃতির পাতায় থেকে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আসলে বন্ধুদের সাথে গাছ থেকে আম পারার এই স্মৃতিময় গল্পটি আজ খুবই মনে পড়ছে। কারণ কাঁচা আম পারার জন্য আমরা বন্ধুরা মিলে একটি আনন্দময় দিন পার করেছিলাম। তবে সেই দিনে একটি দুর্ঘটনা ঘটে যায়,সেই দিনের কথা আজ খুবই মনে পড়ছে। বন্ধুদের সাথে এই দিনটি খুবই আনন্দের সাথে উপভোগের মুহূর্ত ছিল। ছোট একটি দুর্ঘটনা কারণে দিনটি যেন স্মৃতির পাতায় জমা হয়ে রয়েছে। আর এই দিনটি কখনোই ভুলবো না। তাই আপনাদের মাঝে সেই স্মৃতিময় দিনের গল্প শেয়ার করতে আসলাম। আশা করছি আমার এই গল্পটি পড়ে আপনাদের ভালো লাগবে।


hands-2847508_1280.jpg

Source

আসলে আমি তখন ক্লাস ফাইভে পড়াশোনা করি। স্কুল ছুটি শেষেই সকল বন্ধুরা মিলে ঠিক করলাম আম পারবো। আমাদের স্কুলের পাশে একটি আমের বাগান রয়েছে। এই আম গাছ থেকে আমরা আম পারবো। আসলে এই গাছের আম কাঁচা খেতে খুবই মজা লাগে। আর গাছে অনেক আম ধরেছে। এই গাছে আম দেখতে পেয়ে যেন পারার প্রতি একটা অন্যরকম লোভ ছিল, কারণ যে গাছে আম বেশি থাকে সেই গাছ থেকে পাড়ার একটা অন্যরকম চাহিদা থাকে। আর এই গাছ থেকে আমরা তিন বন্ধু মিলে আম পারা সিদ্ধান্ত নিলাম। যার কারণে বিকেল বেলা আমরা আম পারার জন্য এসেছি। তখন বিকাল পাঁচ বাজে এই সময় আমরা গাছের পাশে এসেছি আম পারার জন্য প্রথমে আমরা একটি ঢিল দিয়ে কয়েকটা আম পারলাম। তবে আমার বন্ধু রনি বলল যে আম গাছে উঠে পারবে। আসলে আম গাছে উঠে পাড়ার মুহূর্তটা অনেকটাই ভয় ছিল, কারণ গাছের মালিক দেখলে খবর আছে।


আসলে মাঠি দিয়ে ঢিল দিয়ে গাছ থেকে আমরা কয়েকটা আম পেরেছিলাম। এই আমগুলো নিয়ে আমরা স্কুলের বারান্দায় বসে খাওয়া শুরু করে দিলাম। আসলে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে আমরা বিতলবণ বানিয়ে, এই কাঁচা আমগুলো খাচ্ছিলাম। আসলে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কাঁচা খাবার মধ্যে অন্যরকম একটা ভালো লাগে।এত ভালো লাগে সেই স্বাদ যেন এখুনো মনে আছে। আর এই কাঁচা আমগুলো এভাবে বিতলবণ বানিয়ে খেতে খুবই ইচ্ছা করে। তারপরে আমরা এই কাঁচা আমগুলো খাওয়া শেষে রনি বলল যে এভাবে ঢিল দিয়ে কম আম পেরে হবে না।


তারপরে রনি বলল আজকে আম গুলো বেশ স্বাদ লেগে গেছে মএভাবে ঢিল দিয়ে আম পেড়ে আর হবে না মগাছে উঠতে হবে, তাই রনি বলল যে চল আবারও যাই এবং গাছে উঠে আমি আম পারবো। তখন আমি বললাম যদি গাছ মালিক এসে দেখে তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ করে দিবে। তখন রানি বলল কোন সমস্যা হবে না, আমি তাড়াতাড়ি গাছে উঠবো তোরা দুজন আমগুলো কুড়িয়ে নিয়ে চলে আসবি। এই বলে রনি আবারও চলে আসলো সেই গাছে ওঠার জন্য। তখন আমি বললাম যে সাবধানে যদি কেউ দেখে তাহলে কিন্তু অবস্থা খারাপ করবে, কারণ এই আম গাছের মালিক অনেক চালাক লোক। রনি বললো সমস্যা নেই, দেরি হবে না। সেই গাছে ওঠার জন্য গাছের কাছে আসলাম।এবং আমার অন্য বন্ধু যে ছিল সেই একটি ব্যাগ নিয়ে আসলো।


তারপরে আমার বন্ধু আম গাছে উঠতে, আর আমি পাশ থেকে দেখতেছিলাম কেউ আমতলা আসে নাকি এবং আমার অন্য বন্ধু মাটিতে ফেলা আমগুলো কুড়িয়ে একটি বেগিয়ে রাখতে। রনি যখন ১০-১২ টার মতো আম নিচে ফেলেছে, সেগুলো আমরা কুড়ালাম। ইতিমধ্যে আম পারার শব্দ শুনতে পেলাম কে জানি বললো কি গাছ তলায় কে। কথাটা শুনতে পেয়ে আমার অন্য বন্ধু এই আমগুলো নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। আমি তখন কি করব রনিকে বললাম তাড়াতাড়ি গাছ থেকে নেমে আই।রনি যখন তাড়াতাড়ি করে গাছ থেকে নামতে ছিল, তখন গাছ থেকে মাঠিতে পড়ে যায়, আর পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পায়। আর দাঁড়াতে পারছিল না ।


আমার অন্য বন্ধু তো আম নিয়ে পালিয়ে গেল। আমি আর রনি সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা যে গাছের মালিক মনে করেছিলাম, আসলে সেই মালিক না। সে আমাদেরই গ্রামের এক বড় ভাই। সে আসলে, বললো কি তোরা আম চুরি করা শুরু করে দিয়েছিস। তোদের তো সাহস কম না, তখন বড় ভাইকে বললাম বড় ভাই এই গাছের আম অনেক মিষ্টি তাই খেতে আসিলাম। আপনাকেও দেবোনি আম।আর আপনি তো এর আগে একদিন এখান থেকে লুকিয়ে পেরেছিলেন। সেই দৃশ্যটি দেখেই তো আমাদেরও আম পাড়ার প্রতি ইচ্ছা জেগেছে। তখন বড় ভাই বলল ঠিক আছে কোন সমস্যা নেই। আগে রনিকে নিয়ে চল, অন্য কেউ চলে আসলাম। তাই সেখান থেকে বড় ভাইয়ের রনিকে কোলে নিয়ে আমাদের স্কুলের মাঠের দিকে আসলাম। মাঠে এসে রনিকে আমরা স্কুলের মাঠে শুয়ে পানি ঢালতে লাগলাম।


তারপরে বড় ভাই আর আমি মিলে রনি পায়ে পানি ঢালতে লাগলাম। অনেকক্ষণ পানি ডালার পরে এবার রনি বলতেছে যে ব্যথা একটু কমেছে। আসলে ও গাছ থেকে লাফ দেওয়ার কারণে হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছে এবং সেখানে অনেকখানি ফুলে গেছে। বড় ভাই বলেছে এখন তোদের বাড়ি যেতে হবে। আর কালকে দেখা করিস এর মধ্যে আমার বন্ধু যে আম নিয়ে পালিয়েছে, ওকে দেখতে পেলাম স্কুলের মাঠের এক কোণে চুপ করে বসে রয়েছে। আসলে অনেক ভয় পেয়েছে। তখন আমরা ওকে ডাকলাম, ও আমাদের দেখে খুবি খুশি হলো।তো বন্ধুরা আজকে পর্ব এখানেই শেষ করলাম। বাকি গল্পের অংশটুকু আপনাদের সাথে পরবর্তী পর্বে শেয়ার করবেন ইনশাআল্লাহ।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আপনার বিট লবন দিয়ে আম খাওয়ার লেখা গুলো পড়তে পড়তে আমার সত্যি জিভে জল চলে এসেছে। কাঁচা আম মাখা আমার ভীষণ পছন্দের ও প্রিয়।আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। যদিও বা কখনো আম চুড়ি করে খাইনি।আপনার আম চুরি করার সঙ্গী বন্ধুটি ব্যাথা পেয়েছে জেনে খারাপ লাগলো।ধন্যবাদ ভাইয়া আপনার চুরি করে খাওয়ার স্মৃতিচারন করে পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

আম চুরির গল্পটি পড়ে ভালো লাগলো। তবে একটা বিষয় খুব খারাপ লেগেছে, আপনার বন্ধুর রনি যখন গাছ থেকে পড়ে গিয়েছিল, আসলে এই গাছ থেকে পড়ে যাওয়ার ঘটনা আমার জীবনে রয়েছে। এখান থেকে পড়ে গিয়ে যেন হাত-পা ভেঙে যায়। যাই হোক রনির বেশি কিছু হয়নি জানতে পেরে ভালো লাগলো এবং পরবর্তী পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।

 6 months ago 

আপনার আম চুরি করার গল্পটি পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম কত ঘটনা আছে আমার সবার সঙ্গে আম চুরি করার। চুরি করে যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। আপনার স্মৃতিচারণ পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68431.46
ETH 2457.08
USDT 1.00
SBD 2.60