স্বরচিত কবিতাঃমাহে রমজান

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


দীর্ঘ একটি বছর পরে আবারো মাহে রমজান আমাদের সামনে আসলো। আসলে মাহে রমজান রহমত এবং বরকতের মাস। এই মাসে মহান আল্লাহতালা পবিত্র কুরআন নাযিল করেছেন। যার কারণে এই মাসটি আরো মূল্যবান হয়েছে। কোরআনের উসিলায় আর এই মাসটিকে মর্যাদাবান করেছেন ।আসলে আমরা সৌভাগ্যবান দীর্ঘ একটি বছর পরে আমরা এই রমজান মাস পেয়েছি। আমাদের মধ্যে থেকে অনেকেই রমজান মাস পাইনি। গত বছর আমাদের সাথে ছিল তারা এই মাসে আমাদের মাঝে নেই। তাই আমরা রহমতের সাথে আল্লাহতালা শুকরিয়া আদায় করছি। আর এই রহমতের মার যেন আমাদের সকলের জন্যই ইবাদতের মাস হয়ে যায়। আমরা যেন জীবনের সকল গুনাহ খাতা মাফ করে নিতে পারি। তাই রমজান মাস উপলক্ষে আপনাদের মাঝে একটি কবিতা লিখে শেয়ার করলাম। আশা করছি এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। আর সকলেই সুস্থতা কামনা করছি। সকলেই যেন রহমতের মাসের এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারে এবং মহান আল্লাহতালা নৈকট্য লাভ করতে পারে ।


islamic-3710002_1280.jpg

সোর্স

“ মাহে রমজান”
মোঃ ফয়সাল আহমেদ


দীর্ঘ একটি বছর পরে,
এলো খুশির মাস।
এরই নাম মাহে রমজান,
থাকবে সকলেই মিলে তাই উপাস।

পবিত্র এই মাসটি জুড়ে,
সকলের ঘরে আনন্দের হাসি ফুটবে আলো জ্বেলে।
এই মাসেতে সন্ধ্যা বেলা,
আজান দিলে ইফতার নিয়ে বসবে সবাই মিলে।

সন্ধ্যাবেলা ইফতারির আয়োজনে,
ভিন্ন ভিন্ন রেসিপি।
সকলেই একসাথে মোরা খাব তাই,
আনন্দের আর হাসি খুশি।

সেহেরী খেতে উঠবো রাতে,
পরিবারের সকলের সাথে।
উঠতে যদি না চায় মন,
ডাকতে থাকবে তাই বারে বারে।

রহমতের এই মাসটা জুড়ে,
মসজিদে বীর লেগেই থাকে।
বেশি বেশি নামাজ পড়বে।
হাদিস শুনেছে তাই মন দিয়ে।

রহমতের এই মাসটা জুড়ে,
থাকব সকলের ইবাদতের সাথে।
নিজের সওয়াব হাসিল করব,
পরকালে তাই জান্নাত পাবো।

ওহে মুমিন মুসলমান,
হৃদয়ে রাখো যে আল কুরআন।
মাহে রমজানের রহমতে নিয়ে,
জীবনটাকে গড়ো তাই নতুন করে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

বাহ দারুন একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে রমজান মাস আমাদের জন্য অনেক খুশির একটি মাস বরকতপূর্ণ মাস। আপনার কবিতা প্রতিটি লাইন বেশ ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

রমজান মাস বারোটি মাসের মধ্যে সবথেকে পবিত্র মাস। এ মাসে শুধু রোজা থাকার মূল বিষয় না। মূল কথা হলো সব খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। আপনি মাহে রমজানে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

মাহে রমজান সামনে রেখে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই আপনি আজকে আমাদের মাঝে। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে মাহে রমজান মাসে সেহরি এবং ইফতারের সময় প্রত্যেকটি রোজাদার এর কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আসলে মাহে রমজান মাস রহমত বরকতের মাস। আপনি এই রহমতে বরকতের মাস উপলক্ষে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতাটি যেন মাহে রমজানের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

রমজান মাস আমাদের সকলের জন্য একটি পবিত্র। রমজান মাসের মধ্যে অনেক ধরনের ফজিলত রয়েছে৷ যা আমরা সকলে প্রতিনিয়ত গ্রহণ করে যাচ্ছি৷ আজকে আপনি এই রমজান মাসকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন৷ এই কবিতাটি আপনার কাছ থেকে পড়ে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর কিছু লাইন এর সামজ্ঞস্যতা রেখে আপনি এই কবিতা তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 3 months ago 

বাহ্ দারুণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। মাহে রমজান উপলক্ষে সুন্দর একটা কবিতা উপস্থাপন করছেন। আসলে সব মাসের থেকে মাহে রমজানের অনেক ফজিলত।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

দীর্ঘ এক বছর পর আবার মাহে রমজান উপস্থিত ।এই রমজান কে কেন্দ্র করে বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি।ভালো লাগলো আপনার কবিতার লাইনগুলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

আসলে আমরা দীর্ঘ এক বছর পর আবারও মাহে রমজান পেয়েছি। কিছু কিছু মানুষ রয়েছে যারা এই এক বছরের মধ্যেই পৃথিবী ত্যাগ করেছে যারা পায়নি এই রমজানটা। আবার অনেকেই রয়েছে, রমজানের আগের দিনও পৃথিবী ত্যাগ করেছে। এই মাসটা হচ্ছে বরকতের মাস যা, আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আজকে মাহে রমজান নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে, আমার কাছে পুরো কবিতাটা পড়তে খুবই ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন সত্যি মন ছুঁয়ে গিয়েছে একেবারে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67692.69
ETH 3797.88
USDT 1.00
SBD 3.51