রাগ নিয়ন্ত্রণ।

in আমার বাংলা ব্লগ14 days ago

আজ- ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



1000039710.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন।আমিও বেশ ভালো আছি। আমার প্রত্যেকটা মানুষ বৈশিষ্ট্যগত, চিন্তাধারা সবকিছু থেকেই আলাদা। একজন মানুষের সাথে অন্য মানুষের খুব কমই মিল থাকে। সৃষ্টিকর্তা সৃষ্টির সময় ওভাবেই আলাদা আলাদা করে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। যার ফলে প্রত্যেকটা মানুষের কর্মকান্ড কিংবা চিন্তা ধারার মধ্যে এতটা ভিন্নতা। মানুষের মধ্যে আসলে এই ভিন্নতা টা একদিক থেকে যেমন মঙ্গলজনক তেমনি অন্য দিক থেকে কিছুটা অসুবিধার। মঙ্গলজনক এ কারণেই বলছি, কেননা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হওয়ার ফলে মানুষের মধ্যে আলাদা আলাদা ব্যক্তিত্ব এবং ক্রিটিভিটি রয়েছে যা মানুষের জ্ঞান ও নানা দিক দিয়ে প্রসারিত করে। আর অন্যদিকে প্রতিটি মানুষ যে আলাদা আলাদা সেটির একটি অন্যতম দিয়ে অসুবিধার দিক হলো - মানুষের মানুষের মধ্যে মতের অমিল। আমরা প্রায় সময় দেখি মানুষের মতের না মিল হওয়ার কারণে দেখা যায় ঝগড়া বিবাদ ফলে সৃষ্টি হয় এক অপ্রীতিকর পরিস্থিতির।

আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা খুব অল্পতেই রেগে যায় আবার কিছু মানুষ রয়েছে যারা নিজেরা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে। দিনশেষে কিন্তু ওই সকল শান্ত মানুষগুলোই জয়ী ওই সকল রাগী মানুষগুলোর তুলনায়। কথায় আছে রেগে গেলে তো হেরে গেলেন। আসলেই তাই, রেগে গেলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয় কিন্তু নিজেকেই। তাই রাগ কন্ট্রোল করাটা অবশ্যই উচিত। তবে যারা এই রাগ কন্ট্রোল করতে পারেনা তাদের উচিত কিভাবে তারা নিজেকে নিয়ন্ত্রণ করবে তার একটি উপায় জেনে নাওয়া অর্থাৎ নিজের সম্পর্কে নিজেকে বোঝা এবং ভালোভাবে জানা এবং সে সম্পর্কে একটি পদক্ষেপ নেওয়া। রাগ যেমন নিজের ক্ষতি করে তেমনি আশেপাশে মানুষগুলোরও ক্ষতি করে। কিন্তু আমরা যখন রেগে যায় তখন আমাদের জ্ঞান লোপ পায় এবং রাগের মাথায় যা খুশি তাই করে ফেলি। কিন্তু পরবর্তীতে আমরা তা নিয়ে আফসোস করি রাগের বসে ভুল পদক্ষেপ গুলো বহন করার জন্য।

রাগ জিনিসটা আসলে মানুষের জন্মগত ভাবে আসে। কিছু মানুষ রয়েছে তারা হয়তো জন্মগতভাবে খুব রাগে এবং উগ্র ধরনের। তারা যদি চায় তাদের রাগ দমিয়ে রাখতে তাহলে তারা অভ্যাস এবং চর্চার মাধ্যমে সেটি করতে পারে। রাগের সময় ভুল কোন পদক্ষেপ কিংবা কারো মনে কষ্ট দেয়ার আগে নিজেকে আলাদা কোন জায়গায় সরিয়ে নেওয়া উত্তম। লাগামহীন রাগ মানুষের মধ্যে অনেক ক্ষতিকর প্রভাব ফেলে।

আজকে তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 14 days ago 

চমৎকার একটি টপিক নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রাগ নিয়ন্ত্রণ নিয়ে লেখাগুলো পড়ে আমি এর সাথে সহমত পোষণ করছি।আসলে রেগে গেলেন তো হেরে গেলেন।একটি সুস্থ সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য রাগ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। একটি সম্পর্ক থেকে তৈরি হয় একটি পরিবার।একটি দুইটি পরিবার মিলে তৈরি হয় সমাজ।তাই সবচেয়ে আগে যেকোনো সম্পর্কে রাগ নিয়ন্ত্রণ ভীষন জরুরী। তবেই ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণ সম্ভব হবে সমাজ ও দেশের মানুষের।

 14 days ago 

রাগ এমন একটি জিনিস যা ঘুর্ণি ঝড়ের মত আগে বোঝা যায় না। ঘুর্ণি ঝড় থেমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায় কেমন ক্ষতি হলো। কোন ব্যক্তির জন্য রাগ ভালো নয়। কারণ রাগ মানুষের ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক খুবই ক্ষতি করে। সবার রাগ নিয়ন্ত্রণ রাখা উচিত। ধন্যবাদ আপনাকে সুন্দর টপিক্স নিয়ে লেখার জন্য।

 14 days ago 

আসলে কথায় আছে যে আপনি রাগ করলেন তো আপনি লস করলেন। আসলে রাগের মাথায় কোন ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর যারা রাগী মানুষ তাদের দ্বারা কিন্তু তেমন একটা বেশি উন্নতি কখনোই হয় না। আসলে এই পৃথিবীতে তাই আমাদেরকে সব সময় শান্ত মাথায় কাজ করতে হবে। আর আপনার পোষ্টের প্রতিটা কথা কিন্তু একদম সত্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

অতিরিক্ত রাগ কখনোই ভালো কিছু বয়ে আনে না। কারণ রাগের বশে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এতে করে পরবর্তীতে আমাদেরকে চরমভাবে পস্তাতে হয়। তাই আমাদের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। এতে করে দিনশেষে আমরাই ভালো থাকতে পারবো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। ঠিক বলেছেন সৃষ্টিকর্তা আলাদা আলাদা মানুষ তৈরি করেছেন বলেই হয়তো আজ সবার মধ্যে ভিন্নতা রয়েছে। তবে একদিক থেকে যেমন ভালো হয়েছে তেমনি অন্যদিকে ঝামেলাও রয়েছে। সাধারণত রাগের বিষয় চিন্তা করলেই বুঝা যায় সবার মাঝে কতটা ভিন্নতা রয়েছে। একজন রাগ কন্ট্রোল করতে পারে আরেকজন তা পারে না। তবে এই রাগ কন্ট্রোল করতে না পারলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। অনেকে তো রাগের বশে ভুল পথে চলে যায়। যারা রাগের সময় শান্ত থাকতে পারে তারাই জয়ী হয়। যাদের রাগ বেশি তাদের চর্চার মাধ্যমে হলেও কন্ট্রোল করা শেখা উচিত। তাহলেই জীবনে সুন্দর মুহূর্ত কাটাতে পারবে।

 13 days ago 

পৃথিবীতে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো এই রাগ নিয়ন্ত্রণ করা। রাগের মাথায় মানুষ সবসময় ভুল কাজ করে ভুল সিদ্ধান্ত নেয়। রাগকে নিজের বশবর্তী করতে পারে খুবই কম সংখ‍্যক মানুষই। চমৎকার লাগল আপনার লেখাটা ভাই। আমি সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করি নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60364.09
ETH 2378.39
USDT 1.00
SBD 2.57