টার্গেট ডিসেম্বর সিজন - ৩ | ১০ স্টিম পাওয়ার আপ |

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আবার চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে এবং সেটি হচ্ছে পাওয়ার আপ পোস্ট। @rex-sumon ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই প্রতিযোগিতায় আমি প্রতিনিয়ত অংশগ্রহন করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে ১টি পাওয়ার আপ করার চেষ্টা করি। পাওয়ার আপ করলে একাউন্টে এসপির পরিমাণ বৃদ্ধি পাবে । নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কাজের গতিও বেড়ে যায় । আমি এই প্লাটফর্মে দীর্ঘ দিন কাজ করতে চাই এই জন্য প্রতি সপ্তাহে একবার করে হলেও পাওয়ার আপ করার চেষ্টা করছি। টার্গেট ডিসেম্বর সিজন-৩ তে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আজ ১০ স্টিম পাওয়ার আপ করব। আমি নিচে পাওয়ার আপের প্রক্রিয়া বর্ণনা করছি।


Purple Floral Fabric Quote Animated Social Media Graphic (1).jpg

Canva দিয়ে তৈরী

কিভাবে পাওয়ার আপ করবো তা নিম্নে নিচে উল্লেখ করা হলো:-

ধাপ:-০১

IMG_20230404_000540.jpg

আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ১৭৯৯.১৪৮ স্টিম। এখন আমি ওয়ালেটের স্টিমকে পাওয়ার আপ করে এস পি তে কনভার্ট করব।

ধাপ:-০২

IMG_20230404_000607.jpg

প্রথমে স্টিমের ড্রপডাউনে ক্লিক করে পাওয়ার আপ এ ক্লিক করব।

ধাপ:-০৩

IMG_20230404_000642.jpg

IMG_20230404_000739.jpg

যে পরিমান পাওয়ার আপ করব সেই পরিমাণ এমাউন্টের ঘরে বসিয়ে দিব। আমি যেহেতু ১০ স্টিম পাওয়ার আপ করব তাই ১০ স্টিম দিয়েছি। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিয়েছি।

ধাপ:-০৪

IMG_20230404_000816.jpg

আমার পাওয়ার আপ করা সম্পন্ন হয়েছে। পাওয়ার আপের আগে আমার স্টিম পাওয়ার ছিল স্টিম । ১০ স্টিম পাওয়ার আপ করার পরে হয়েছে ১৮০৯.১৪৯ স্টিম ।

টাইটেলআমার ব্যালেন্স
পূর্বের এসপি১৭৯৯.১৪৮
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি১৮০৯.১৪৯

আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। আপনারাও পাওয়ার আপ করার জন্য চেষ্টা করবেন।
ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

টার্গেট ডিসেম্বর সৃজন -৩ এ আপনার ১০ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখে ভালো লাগলো। পাওয়ার আপ মানে হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। ধারাবাহিকতা বজায় রাখলে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এভাবেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভাল লাগলো। আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করলেন। ধারাবাহিকতা বজায় রাখলে খুব শীঘ্রই আপনি ভাল পজিশনে চলে আসবেন।ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত বেশি এগিয়ে থাকবে। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। আপনি দশ সিস্টেম পাওয়ার আপ করেছেন খুবই ভালো লাগলো ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। আমার কাছে পাওয়ার আপ পোস্ট দেখলে অনেক ভালো লাগে। পাওয়ার আপ করলে নিজেদের শক্তি বৃদ্ধি পায়। যত বেশি পাওয়ার তত বেশি শক্তি বৃদ্ধি। দীর্ঘমেয়াদী কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। এভাবে অল্প অল্প পাওয়ার আপ করতে থাকলে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য করুন করতে পারবেন।

 2 years ago 

১০ স্টিম পাওয়ার আপ দেখে খুবি ভালো লাগছে। এভাবেই পাওয়ার আপ এর মাধ্যমে আপনার শক্তি বৃদ্ধি করছেন।শুভকামনা রইলো।

 2 years ago 

আমরা সকলেই পাওয়ার বৃদ্ধি করতে অনেক বেশি ভালোবাসি সকলের পাওয়ার বৃদ্ধি দেখে নিজেরও ইচ্ছে হয় পাওয়ার বৃদ্ধি করি। যেহেতু নিজের ইচ্ছে হয় পাওয়ার বৃদ্ধি করার সেই ধারাবাহিকতা থেকে আমিও মাঝে মাঝে পাওয়ার বৃদ্ধি করি। আপনারে ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশা রাখি শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দরভাবে পাওয়ার আপ করে যাচ্ছেন প্রতি সপ্তাহে দেখে অনেক ভালো লাগে। আপনি এই সপ্তাহেও ১০ স্টিম পাওয়ার আপ করেছেন অনেক ভালো একটি উদ্যোগ। এভাবে এগিয়ে গেল আপনার একাউন্টে সক্ষমতা অনেক বেড়ে যাবে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.039
BTC 94309.43
ETH 3309.61
USDT 1.00
SBD 3.28