৭ টি রেন্ডম ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগlast year
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আমার তোলা কিছু রেন্ডম ফটোগ্রাফি শেয়ার করব।

ফটোগ্রাফি আমার খুব ভালো লাগে। সুন্দর দৃশ্য ছবি না তুলে থাকা যায় না। ফটোগ্রাফির মাধ্যমে অনেক নতুন কিছু দেখা যায় জানা যায়। এই প্ল্যাটফর্মে অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছেন। তাদের ফটোগ্রাফি পোস্ট দেখে আরো বেশি অনুপ্রাণিত হই। তাহলে চলুন আমার করা ফটোগ্রাফি দেখে আসি।

IMG_20230703_141731.jpg

কয়েকদিন আগে পতেঙ্গা সি বিচ এ গিয়েছিলাম পরিবার নিয়ে ঘুরতে। তখন ছিল পড়ন্ত বিকেল। সমুদ্রের পাড়ে একটি সুন্দর দৃশ্য হচ্ছে সূর্যাস্তের দৃশ্য। যদিও সূর্য অস্ত যেতে আরো কিছু সময় বাকি ছিল কিন্তু আমার খুব ভালো লাগছিল সেই মুহূর্ত। সূর্যটা সমুদ্রের ঠিক উপরে বসে ছিল। আর এই দৃশ্য কি মিস করা যায়, সাথে সাথে ক্যামেরাবন্দি করে নিলাম।

IMG_20230703_142325.jpg

চট্টগ্রাম ঘুরতে গিয়েছিলাম ঈদের পরপর মুহূর্তে। এই সময় অনেক মানুষই ছুটিতে নিজ শহরে গিয়েছে। যেহেতু পতেঙ্গা বিচ একটি সুন্দর ট্যুরিস্ট স্পট সেহেতু মানুষের আনাগোনা অনেক ছিল। এত মানুষের ভিড়ে সমুদ্র ঠিকভাবে উপভোগ করতে পারিনি তবে এত মানুষ দেখে ভালোও লাগছিল কারন একটি উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছিল। সমুদ্রের পাড়ে সেই মানুষগুলোর বেড়ানোর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি।

IMG_20230703_130524.jpg

রেল লাইন দেখতে খুব সুন্দর লাগে। সমান্তরাল দুটি লাইন ধরে যতদূর চোখ যায় একই রকম দৃশ্য অসাধারণ লাগে দেখতে। কুমিল্লা রেল স্টেশনের তেমন একটি দৃশ্য আমি ক্যামেরাবন্দী করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমার মনে অনেকেরই রেল লাইনের এই রকম দৃশ্য দেখতে ভালো লাগে।

IMG_20230703_130417.jpg

কুমিল্লা রেল স্টেশনের প্ল্যাটফর্মে পরিবার নিয়ে বসেছিলাম। আমাদের পেছনে বসা এক ভদ্রলোক আমার মেয়েকে একটি ফুল দিল। ফুলের রঙ খুবই সুন্দর ছিল মেজেন্টা রঙের। এই ফুলের নাম আমার জানা নেই তবে অনেক সুন্দর একটি ফুল।

IMG_20230703_142219.jpg

পতেঙ্গা বিচের পাশেই বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড বসেছিল। এর মধ্যে নাগরদোলা ও ছিল। অনেকদিন পর বাঁশ ও কাঠের তৈরী নাগরদোলা দেখে নস্টালজিক হয়ে গিয়েছিলাম। কিছু মানুষ সেই দোলনায় উঠেছিল যেখানে আমার চোখ আটকে গেল। কিছুক্ষণ দাড়িয়ে তাদের সেই দৃশ্য দেখলাম।

IMG_20230703_141936.jpg

পতেঙ্গা বিচ থেকে বের হওয়ার পথে সি এন জি দেখছিলাম। সি এন জি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে রইলাম। আমার পাশেই দেখলাম ঝাউ গাছ এর ফাঁকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছিল। এরকম দৃশ্য দেখে ক্লান্তি কিছুক্ষণের জন্য থেমে ছিল। আমার ভালো লাগায় ছবি তুলে রেখেছিলাম।

IMG_20230703_141601.jpg

বেলুন বাচ্চাদের খুব পছন্দের। নীল সমুদ্রের পাড়ে এক লোক লাল নীল হলুদ মিশ্রণের অনেকগুলো বেলুন নিয়ে হাঁটছিল। আমি প্রথমে খেয়াল করিনি পড়ে আমার মেয়ে বেলুন বেলুন বলে চিৎকার করছিল। দেখে খুব ভালো লাগল কারণ সমুদ্রের পাড়ে এরকম কালারফুল দৃশ্য দেখে।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়রেন্ডম ফটোগ্রাফি
what3wordslocationhttps://what3words.com/different.brambles.ditched
ক্রেডিট@miratek

আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো আমার কাছে। আপনি যে ফুলটির ফটোগ্রাফি করেছেন সেই ফুলটি হচ্ছে টাইম ফুল। পতেঙ্গা সি বীচে আমাদেরও যাওয়া হয়েছিল কয়েকবার।। আপনি বেশ এলোমেলোভাবে কয়েকটা ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আর আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে সেখানে গিয়েছিলেন এটা জেনে আরো বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুবই সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো।
আসলে ফটোগ্রাফি পোস্ট ঘুরে দেখতে খুবই ভালো লাগে কেননা একটি পোষ্টের মাধ্যমে অনেকগুলো সৌন্দর্য উপভোগ করা যায়।
আজকের ফটোগ্রাফির মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লাগলো।

 last year 

ভাই আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

পতেঙ্গা সী বিচে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।খুব ভালো লাগলো ফটোগ্রাফি আজ। পতেঙ্গা সী বিচের দৃশ্যগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।আমিও অনেক আগে গিয়েছিলাম।সেদিনও খুব ভীড় দেখেছিলাম।আজও এতো লোকজন সেখানে।ফটোগ্রাফির সাথে বর্ননা তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

পতেঙ্গা সমুদ্র সৈকতে আমিও গিয়েছি। অসাধারণ দৃশ্য সেখানে। সমুদ্র দেখেই মন ভরে যায়।
তবে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবসময় একটু মানুষ বেশি থাকে ।

 last year 

পরিবারকে সাথে নিয়ে যেকোনো জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে। সময় সুযোগ পেলে আমিও পরিবারের সাথে ঘুরতে যায়। আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফির মধ্যে প্রথম ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আসলে পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে খুবই ভালো লাগে যদিও ঈদের পর অনেক ঝামেলা থাকে। কুমিল্লা রেলওয়ে স্টেশন আমার খুবই পরিচিত। বিচের মধ্যে তো দেখছি প্রচুর মানুষ। যাইহোক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো।

 last year 

ভাই আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার মেয়েকে খুব সুন্দর একটি ফুল দিয়েছে,আমরা এটাকে টাইম ফুল বলে থাকি। বেলুনের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া। ঠিক বলেছেন বেলুন ছোট বাচ্চাদের খুব পছন্দ দেখলে কিনে দিতেই হবে। তাছাড়া সী বিচ এর পড়ন্ত বিকেলের সূর্যাস্তের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33