ফটোগ্রাফি||বৈচিত্রময় ফুলের সমাহার পর্ব-১||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-05-01_23-46-44-016.jpg

একদম হঠাৎ করেই ঘুরতে ঘুরতে ফুলের রাজ্যে চলে গিয়েছিলাম। বিচিত্র রকম ফুলের মাঝে কিছুক্ষণ থাকতে বেশ ভালোই লেগেছিল। বর্তমানে এই অভ্যাসটা খুব বেশি লক্ষ্য করছি। যেখানেই যাই না কেন ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছে করে।

এই অভ্যাসটা আমার একদমই ছিল না। যখন থেকে আমার বাংলা ব্লগে কাজ করছি তখন থেকে এটা প্রতিদিনের কাজ হয়ে গেছে। তাছাড়া সব সময় মাথায় ঘুরপাক করে কোন বিষয় নিয়ে লিখতে বসবো। তাই চোখের সামনে যখন এতগুলো ফুল দেখলাম, তখন এই সুযোগ কি হাতছাড়া করা যায়।

আমার ফুলের ফটোগ্রাফি গুলো নিয়ে আজকের ব্লগ নিয়ে এসেছি। আমি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যাশা করছি ফুলগুলো দেখে আমার মত আপনাদেরও মন ভালো হয়ে যাবে।

IMG20230424110925.jpg
IMG20230424110913.jpg

ব্লু বাটারফ্লাই, নীলকন্ঠ ও নীল অপরাজিতা এরকম নামে আমরা সবাই চিনি এই ফুলটাকে। সবুজের মাঝখানে গারো নীল রঙের এই ফুলটা দেখতে খুব ভালো লাগে। শুধুমাত্র সৌন্দর্যের দিক থেকেই আমাদের সকলের কাছে ফুলের চাহিদা আছে এটা কিন্তু নয়।

অপরাজিতা ফুল দিয়ে তৈরি নীল চা বা ব্লু টি এর কথা আমি কখনো শুনেছিলাম হয়তো কিন্তু আগ্রহ নিয়ে জানতে চাইনি। আজ যখন লিখতে বসলাম তখন এই ফুলের গুণাবলী জেনে অবাক হয়েছি। এখন তো মনে হচ্ছে ক্যাফেইন মুক্ত ভেষজ এই নীল চা খাওয়া শুরু করতে হবে।

অপরাজিতা ফুল থেকে তৈরি নীল চা এর ঔষধি গুণ অসাধারণ। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী এই নীল চা। তাছাড়াও ক্যান্সার প্রতিরোধক হিসেবেও এর কার্যকারিতা আছে।

IMG20230424110851.jpg
IMG20230424110826.jpg
IMG20230424110738.jpg
IMG20230424110704.jpg
IMG20230424110246.jpg
IMG20230424110235.jpg

গোলাপ ফুলের সৌন্দর্য্য ও সুঘ্রাণের জন্য এর খ্যাতি বিশ্বজুড়ে। গোলাপ ফুল পছন্দ করে না এমন লোক হয়তো একজনও খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন জাতের গোলাপ ফুল আমরা সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিকভাবেও চাষাবাদ করি। গোলাপ ফুলের মন মাতানো বিভিন্ন রঙ আমাদের এখানে দেখতে পাওয়া যায়।

বিশ্বব্যাপী প্রায় তিনশত প্রজাতির গোলাপ ফুল আছে। যদি বিভিন্ন জাতের গোলাপ ফুলের কথা বলতে যাই তাহলে হয়তো হাজারের কাছাকাছি চলে যাবে। আমাদের দেশে সাধারণত সাদা, লাল, হলুদ ও সবুজ রঙ এর গোলাপ ফুল আছে। কি আশ্চর্য ব্যাপার!! আমি আজ প্রথম জানলাম সবুজ রঙের গোলাপ ফুল আছে। আপনারা আগে থেকে জানতেন কিনা সেটা আমার জানা নেই।

আমাদের দেশে ইতিমধ্যে গার্ডেন রোজ বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। হাইব্রিড জাতের এই গোলাপ ফুলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই ফুলের অন্যতম বৈশিষ্ট্য হলো, একই ফুলের পাপড়িতে দুই-তিন রকমের রঙ পাওয়া যায়। যদিও এখনো আমার দেখা হয়নি এই ধরনের অসাধারণ ফুল।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসrealme narzo 50
ফটো@mayedul
লোকেশনখলিলগঞ্জ, কুড়িগ্রাম


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"


https://steemitwallet.com/~witnesses




VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর লাগে আর এমন ফুলে দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। অপরাজিতা ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফুলগুলো বাড়ির সামনে লাগালে দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

গোলাপকে কি এমনিই ফুলের রানী বলা হয়। গোলাপের প্রেমে মুগ্ধ হয়ে গেলাম। কমলা কালার গোলাপটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। প্রতিটা ফুল খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

আপনার ফুলের ছবিগুলো বেশ উপভোগ করলাম। তবে বেশি ভালো লেগেছে, নীলকন্ঠ ফুলের ছবিটা। এক সময় আমার বেলকুনিতে ছিল গাছটা৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফুলের এরকম সৌন্দর্যতা আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে দেখে আমি তো একেবারেই মুগ্ধ। খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এই ফটোগ্রাফির মাধ্যমে। আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আজকে কিছু দারুণ ফুলের ফটোগ্রাফি করেছেন আর বর্ণনায় সেই ফুলগুলোর ঔষধি গুনাগুলো তুলে ধরেছেন। অপরাজিতা ফুল থেকে তৈরি করা চা ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী সেটা জানা ছিল না।

 2 years ago 

ভাইয়া ফুলের সমাহার দেখে মুগ্ধ হয়ে গেলাম।গোলাপকে বলা হয় ফুলের রানী।সেই গোলাপের কতো রঙ তা আজ আপনি আপনার পোস্টে শেয়ার করেছেন। দারুন লাগলো দেখতে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকটি ফুলের খুবই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। নীল অপরাজিতা আমার খুবই পছন্দের একটি ফুল। আর সুগন্ধযুক্ত গোলাপ ফুলের সৌন্দর্যে আমরা সকলেই মুগ্ধ হতে বাধ্য। দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক ধরনের গোলাপ ফুল দেখতে পেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে হলুদ রঙের গোলাপের ফটোগ্রাফি এবং নীলকন্ঠ ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.039
BTC 94802.39
ETH 3313.10
USDT 1.00
SBD 3.32