প্রবাস জীবনের গল্প:- সুখ-দুঃখ দুটোই পরিবর্তনশীল।।

in Incredible Indialast year

আমাদের এ জীবনে সুখ যেমন স্বল্প সময়ের জন্য,ঠিক দুঃখও তেমন স্বল্প সময়ের জন্য।, কেন বলছি? এটার জলজ্যান্ত প্রমাণ আমি নিজেই।

stan-b-F7m0W7QLP1s-unsplash.jpg

Src

সুখ-দুঃখ দিয়েই তো জীবনের প্রতিটি মুহূর্ত চলা, যে বলবে, তার জীবনে শুধু সুখীই আছে, মনে করবেন সে মিথ্যা বলছে। আবার কেউ যদি বলে সে সবসময়ই দুঃখী থাকে, তাহলে সেটাও বিশ্বাসযোগ্য নয়।

সবাই তো জানেন? আমি এই দূর প্রবাসে দীর্ঘ সময় ধরে আছি। এই সময়ের মধ্যেও এমন কিছু সময় আমার জীবনে এসেছে, যে সময়টা মোটামুটি ভাবে অনেক ভালো কেটেছে। আবার এমন সময়ও এসেছে, যে সময়টা এতটা দুঃখে কেটেছে যেটা ভাষায় প্রকাশ করার মত নয়।

যখনই মালয়েশিয়াতে আমি নতুন এসেছিলাম, আসার পরে আমাকে ঠাই দেওয়ার মতো মোটামুটি বেশ কয়েকজন মানুষ ছিল। এটা আমার সৌভাগ্য যে তাদের মত ভাল মানুষের হাতে এসে পড়েছিলাম, মালয়েশিয়ার প্রথম জীবনে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

তবে তাদের সাথে খুব বেশি সময় আমার থাকা হয়নি, মানুষের প্রলোভনে পড়ে আমি তাদের থেকে অনেক দূরে চলে যাই। কারণ একটা জিনিস কি? দিনশেষে সবাই আমরা টাকার অংকটাই দেখি কে কত পেলাম।

kat-j-NPmR0RblyhQ-unsplash.jpg

Src

ঠিক তেমনি আমিও একজনের প্রলোভনে পড়ে, আমার কাছের মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এবং যাওয়ার পরেই আমার জীবনের দুঃসময় টা একেবারেই আঁকড়ে ধরে, যে দুঃখের মধ্যে থেকে আমি একেবারেই বেরোতে পাচ্ছিলাম না।

যখন আমি আমার আপনজনের কাছ থেকে বেরিয়ে আমার সেই বন্ধুর কাছে গেলাম। সেখানে গিয়ে কাজের কোন হদিস পাচ্ছিলাম না, এক কথায় বলতে গেলে যে কাজের প্রলোভন দেখিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিল, সে কাজ আমার সেই বন্ধু আমাকে দিতে পারেনি।

  • তাই বাধ্য হয়ে অন্য একজনের সাথে কথাবার্তা বলে অন্য কাজ ঠিক করি। মোটামুটি দিন ভালোই যাচ্ছিল, দীর্ঘ দুই মাস কাজ করার পর, আমাদের যে বস ছিল? সে বস আমাদেরকে টাকা না দিয়েই ভেঙ্গে যায়। এক কথায় বলতে গেলে পালিয়ে যায়, কোথায় যায়, কেউ জানিনা। আমরা টোটাল বত্রিশ জন ওয়ার্কার ছিলাম,এই ৩২ জনের টাকা নিয়ে সে উধাও।
    3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

    তখনই জীবনের দুঃখ নেমে আসলো, তখনই জীবনে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলাম। না পারছি নিজে খেতে, না পারছি পরিবারের মুখে খাবার দিতে। কারন কিভাবে দেব,দীর্ঘ দুই মাস কাজ করার পর যখন টাকা না পাই। তখন পরিবারের সাথে কি বলবো,তাদেরকে কি বলে বোঝাবো, কতটা কষ্টে আছি আমি।

এমন সময় গিয়েছে দিনে এক বেলা খেয়েছি, আর দুই বেলা না খেয়ে থেকেছি। এভাবেই প্রায় ছয় মাসের মত অনেক কষ্টে দিন কাটিয়েছি। যে কষ্টের কথা মনে পড়লে, নিজের চোখ দিয়ে অঝোরেই অশ্রু নামে।

তারপরও চেষ্টা করেছি, যখন পরিবারের সাথে কথা বলি তাদেরকে আমার এই কষ্টের কথা না জানাতে। তারা যেন এটা বুঝতে না পারে,আমি কতটা কষ্টে আছি, কি বড় দুঃসময় চলছে আমার জীবনে।

d-jonez-jj4x2mlEYQ0-unsplash.jpg

Src

ওই যে কথায় আছে না দুঃখের পরেই তো সুখ আসে, যখন ছয় মাস এভাবে কষ্ট করেছি, দুঃখ পেয়েছি, তখন বাধ্য হয়ে সেখান থেকে কাজ বাদ দিয়ে, অন্য জায়গায় চলে আসলাম। আর চলে আসার পরই আমার জীবনে যেন একটু সুখের আলো দেখতে পেলাম,তখনই যেন এই বিদেশ জীবনের আরাম বুঝলাম।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

তাই বন্ধুরা আপনাদের একটা কথাই বলব, কখনোই ভেঙে পড়বেন না। মনে এতটুকু সাহস রাখবেন, এখন হয়তো আপনার দুঃসময় চলছে। কিন্তু সব সময় আপনার জীবনে যে দুঃসময় থেকেই যাবে এটার কোন গ্যারান্টি নাই। দুঃখের পরেই আপনি সুখের অনুভূতি অবশ্যই পাবেন, তাই সব সময় সেই দুঃখটাকে মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে থাকবেন। আপনার জীবনে তাহলেই আপনি সঠিক সুখের সন্ধান পাবেন।

জানিনা আমার এই প্রবাস জীবনের গল্প আপনাদের কেমন লাগবে হয়তো এটা ভাবতে পারেন আমি মিথ্যা বলছি কিন্তু আসলে না যেটা আমার সাথে ঘটে গিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

যদি কোন ভুল ত্রুটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই যদি আমার এই লেখাগুলো পড়ে আপনাদের মনে হয়। যে না আসলেই দুঃখের পরে মানুষ সুখের সঠিক সন্ধান পাওয়া যায়। অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন, ধন্যবাদ সকলকে আমার এই ছোট্ট জীবনের হৃদয়বিদারক গল্পটি শোনার জন্য।

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

তাই বন্ধুরা আপনাদের একটা কথাই বলব, কখনোই ভেঙে পড়বেন না। মনে এতটুকু সাহস রাখবেন, এখন হয়তো আপনার দুঃসময় চলছে। কিন্তু সব সময় আপনার জীবনে যে দুঃসময় থেকেই যাবে এটার কোন গ্যারান্টি নাই। দুঃখের পরেই আপনি সুখের অনুভূতি অবশ্যই পাবেন, তাই সব সময় সেই দুঃখটাকে মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে থাকবেন। আপনার জীবনে তাহলেই আপনি সঠিক সুখের সন্ধান পাবেন।

আপনি ঠিকই বলেছেন দুঃখের সময় ভেঙে না পড়ে মনে সাহস রেখে চলতে হবে তাহলে অবশ্যই ভালো কোন কিছুর সন্ধান খুঁজে পাওয়া যাবে।

এবং খুবি খারাপ লাগলো আপনার পুরো পোষ্টটি পড়ে আপনি খুবি কষ্ট করেছেন এই দূর প্রবাসে এসে আবার শুনে খুবি ভালো লাগলো এখন বর্তমানে আপনি অনেক ভালো আছেন আপনার জীবনের সুখ-দুঃখের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


Congratulations 🥳


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @anasuleidy

 last year 

Thank you so much for your support it's my pleasure to you think it's quality content

 last year 

আমাদের জীবনটা,, দুঃখ সুখ এই দুইটা শব্দ মিলিয়ে! আপনি মালেশিয়াতে যাওয়ার পরে! আপনার বন্ধু আপনাকে কাজের প্রলোভন দেখিয়ে তার কাছে নিয়ে গিয়েছিল! কিন্তু যে কাজের কথা বলেছিল! সেটা দিতে পারেনি! আপনি আপনার প্রিয় মানুষগুলোর কাছ থেকে,,, অনেকটা দূরে চলে গেছেন! দুঃখ আপনাকে আঁকড়ে ধরেছে।

যাইহোক অনেক দুঃখ কষ্টের পরে,,, আপনি একটা কাজ পেয়েছেন! তাও ঠিক মত কাজ করতে পারেননি! পরে আপনি আরেকটা কাজে যোগ দিয়েছেন! পরিবারকে কখনো আপনার কষ্ট বুঝতে দেননি! এখন আপনি বেশ ভালো একটা জায়গায় আছেন! বিদেশের আরাম সুখ এখন আপনি,,, বুঝতে পারছেন।

আসলে আমি যতদূর জানি আমাদের জীবনটাই কষ্টের,,,, প্রবাস বলতেই কষ্টের জীবন! আমি যতটুকু অনুধাবন করি! কারণ আমরা যখন প্রবাসীদের কোন ভিডিও দেখি! তখন বুঝতে পারি তারা কতটা কষ্ট করে,,, অসংখ্য ধন্যবাদ প্রবাস থেকে,,, আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সাহায্য করার জন্য! অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67519.16
ETH 3532.90
USDT 1.00
SBD 2.68