"শুধু তুমি" বাংলা নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
" আজ মঙ্গলবার - ২২শে ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ, ০৭মার্চ - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নাটকের রিভিউ পোস্ট নিয়ে। বাংলা নাটক সব সময় সেরা, তাই বাংলা নাটক দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে অপূর্ব ও মেহজাবিনের নাটক আমার খুবই প্রিয়। তাই এই প্রিয় দুই অভিনেতার অভিনীত খুব সুন্দর একটি নাটকের রিভিউ উপস্থাপন করব। তো বন্ধুরা চলুন নাটকের রিভিউটি দেখে নেয়া যাক।

নাটকের কিছু তথ্য
নাটকশুধু তুমি
অভিনয়েঅপূর্ব, মেহজাবিন, ইমরুল রাফাত, জয়া, তালহা খান, রমিজ আনিল
চিত্রগ্রহণফুয়াদ বিন আলমগীর
সম্পাদনা ও কালারলিংকন
রচনা ও পরিচালনাইমরাউল রাফাত
প্রোডাকশনমোশন রক এন্টারটেইনমেন্ট

IMG-20230307-WA0000.jpg

IMG-20230307-WA0009.jpg

IMG-20230307-WA0003.jpg

নাটকের শুরুতেই আমরা দেখতে পাই, নাটকের মূল নায়িকা মেঘলা স্কুল ড্রেস পরে হেঁটে যাচ্ছে, আর তার সৌন্দর্য কে নিয়ে খুবই বিব্রত বোধ করছে। ছোট থেকেই তার এর সৌন্দর্য তাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করেছে। আর এই পরিস্থিতির মধ্য দিয়ে মেঘলা একদিন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ঢাকায় চলে যায়।

আর ইউনিভার্সিটিতে যাওয়ার পর দুই সপ্তাহ ধরে ডিস্টার্ব করছিল শ্যামল। তাই নাটকের মূল নায়ক নাম মুহিব যাকে ইউনিভার্সিটির সবাই বড় ভাই বলে ডাকে।সে শ্যামলকে ডেকে মেঘলার কাছে সরি বলতে বলে। কিন্তু শ্যামল যখন সরি বলছিল না, তখন বড় ভাই শ্যামলকে থাপ্পড় মেরে সরি বলতে বাধ্য করে।

এই ঘটনার পর থেকে বড় ভাই মেঘলার প্রতি প্রেমে আসক্ত হয়ে পড়ে। একদিন মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে বড় ভাই মেঘলাকে পিঠা খেতে দেয়। তারপর মেঘলার বান্ধবী মেঘলাকে বড় ভাইয়ের প্রেমে ঝুলে পড়তে বলে। একদিন মেঘলা বড় ভাইকে ডেকে বুঝিয়ে বলে তার এসব ঝামেলা ভালো লাগেনা। সে সাধারণ ঘরের মেয়ে সাধারণভাবে থাকতে চায়।

তাই মেঘলা ক্যাম্পাসের ভেতরে বড় ভাইকে কথা বলতে নিষেধ করে দেয়। যেহেতু ক্যাম্পাসে কথা বলা নিষেধ বড় ভাইয়ের, তাই মেঘলাকে ক্যাম্পাসের বাইরে ডেকে বড় ভাই মেঘলাকে প্রপোজ করে। মেঘলা খুব গভীরভাবে চিন্তা-ভাবনা করে বড় ভাইকে ডেকে বলে, মানুষ হিসেবে ভাইকে খুব পছন্দ করে কিন্তু তার বিষয়ে ভালোভাবে না জেনে, আগেই রিলেশন করবে কিনা তাই চিন্তাভাবনা করছে।

যাইহোক অবশেষে মেঘলা বড় ভাইকে হ্যাঁ অথবা না কোনটাই উত্তর দেয় না। এরপর বড় ভাই অর্থাৎ মুহিবের বাইকে করে মেঘলা তার ক্যাম্পাসে যেতে চায়। তারপর একদিন কফি আড্ডায় বড় ভাই মেঘলাকে তার পরিবর্তনের কথা বলে দেয়। মেঘলা কে নিয়ে স্বপ্ন দেখার কথা বলে। হঠাৎ করে একদিন মেঘলার বাবা অসুস্থ হওয়ার কারণে তাকে গ্রামের বাড়ি যেতে হয়, সেই সময় ক্যাম্পাসও বন্ধ ছিল। কিন্তু গ্রামে গিয়ে মেঘলা তার ছুটি শেষ হয়ে গেলেও কলেজে ফিরে আসে না, এদিকে তার মোবাইলও বন্ধ। তাই মুহিব মেঘনাদের বাড়ি যাওয়ার চিন্তা-ভাবনা করে এবং এক বন্ধুর সাহায্যে মেঘনাদের বাড়ি গিয়ে পৌঁছায়।

IMG-20230307-WA0004.jpg

কিন্তু মেঘনাদের বাড়ি গিয়ে মুহিব পুরাই অবাক, কেননা মেঘলার বিয়ে ঠিক হয়েছে এরকমটি বলছে তার বাবা। তারপর মুহিব ও মেঘলা দুজনে একান্তে কথা বলে, তখন বড় ভাই অর্থাৎ মুহিব মেঘলাকে জিজ্ঞেস করে বিয়েতে রাজি হল কেন? সে বলে মুহিবের কোন দোষ নেই সমস্ত দোষ মেঘলার। মেঘলা ইউনিভার্সিটিতে চান্স পেলেও তার বাবা-মা তাকে ভর্তি হতে দিচ্ছিল না, তাই মেঘলা তার বাবার পায়ে ধরে কথা দিয়েছিল মেঘলা শুধু ঢাকায় পড়াশোনার জন্য যাবে। পড়াশোনা শেষে ফিরে এলে মেঘলাকে তার বাবা-মা যার সাথে বিয়ে দিবে, তাকেই সে বিয়ে করবে। এসব কথা শুনে মুহিব মেঘলাকে বলে কাজটা তুমি ঠিক করনি, তোমার জন্য আমি যতটুকু ভালো হয়েছিলাম ঠিক ততটুকুই খারাপ হয়ে যাব।

এরপর একদিন মেঘলা মুহিবের কাছে হাতজোড় করে মাফ চায় তাকে যেন সে ক্ষমা করে দেয়। এরপরও মুহিব ইমোশনাল হয়ে মেঘলার কাছে ভালোবাসার কথা বলে। মুহিবকে ভালো না বাসলে তার বিয়ে ভেঙে দিবে বলে রাগ দেখায়। তবে সে আরো বলে যে সত্যিকারের ভালবাসে, সে কখনো ভালবাসার মানুষের ক্ষতি করতে পারেনা। এই কথাগুলো বলার সময় মুহিব ও মেঘলাকে একসঙ্গে মেঘলার হবু বর দেখে ফেলে।

IMG-20230307-WA0005.jpg

এরপরের দিন মেঘলার হবু বর মেঘলাকে জিজ্ঞেস করেছিল মুহিবের সাথে মেঘলার সম্পর্ক কতদিনের। মেঘলা বলেছিল মুহিবের সাথে তার সম্পর্ক ঠিক প্রেমের কিনা সে কখনো বুঝে উঠতে পারেনি। কারন সে মুহিবের প্রেমের কথায় হ্যাঁ উত্তর অথবা না উত্তর দেয়নি। এসব শুনে মেঘলার হবু পর মেঘলাকে বলে তোমার ভুল সিদ্ধান্তের জন্য তিন তিনটি জীবন নষ্ট হয়ে যাবে।

তাই তোমার মন যা বলে তুমি তাই কর। এদিকে মুহিব ঢাকায় ফিরে যাওয়ার জন্য ট্রেন স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় মুহিবের সামন দিক দিয়ে ট্রেন চলে গেলেও মহিব ফিরে যেতে পারে না,তার ভালোবাসার মানুষের জন্য। ঠিক এমন সময় ট্রেন স্টেশনে মেঘলা মুহিবের কাছে ফিরে আসে। এবং দুজনের মধ্যে ভালোবাসা চূড়ান্ত হয়ে যায়। এভাবেই নাটকটির হ্যাপি এন্ডিং হয়ে গেল।

নিজস্ব মতামত

যুগ যুগ ধরে মানুষ সুন্দরের পূজারী আর এ কথা আমরা সকলেই জানি। তবে কিছু কিছু ক্ষেত্রে সৌন্দর্য মানুষকে খুবই বিড়ম্বনায় ফেলে দেয়। তাইতো নাটকের নায়িকা মেঘলা অতিরিক্ত সৌন্দর্যের কারণে সব সময় স্কুল কলেজে কিংবা ইউনিভার্সিটিতে হয়রানির শিকার হয়েছে।

তার এই হয়রানির জন্য সে স্বাধীনভাবে চলাফেরা কিংবা লেখাপড়া করতে গিয়ে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমাদের বাস্তব জীবনেও আমরা এই ঘটনাগুলোর সম্মুখীন হই। এই নাটকটি বাস্তব জীবনের ঘটনা প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যার কারণে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি এই নাটকটি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তাই একবার হলেও আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে নাটকটি দেখার চেষ্টা করবেন।

আশা করি আমার পোস্ট আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-05_20-41-43-208.png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর নাটক রিভিউ করেছেন দেখি খুব ভালো লাগলো। নাটকটি আমি দেখেছি খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে নাটকের শেষ অংশগুলো খুবই দুর্দান্ত হয়েছে। নাটকের দৃশ্য এবং সংলাপ সত্যি খুব অসাধারণ। সুন্দর করে এত দুর্দান্ত নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই নাটকের রিভিউ দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সময় সুযোগ করে শুধু তুমি নাটকটি দেখে নিবেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার একটি বাস্তবধর্মী নাটকের রিভিউ করার জন্য। সত্যিই তাই সৌন্দর্য অনেক সময় মানুষের বিপদ কিংবা ঝামেলার কারন হয়ে দাঁড়ায়। এখানে নায়িকার একই অবস্থা হয়েছে। সমাজের বেশ কিছু বাস্তবতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে।

 2 years ago 

শুধু তুমি নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো। এই নাটকের কাহিনী খুবই সুন্দর। অপূর্ব আর মেহজাবিনের নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি তাদের দু'জনের প্রায় অনেক নাটক দেখছি। আমার কাছে এই জুটি অনেক ভালো লাগে। আমি এই নাটক এর আগেও দেখেছি খুব ভালো লাগে।ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু নাটকটি সত্যিই খুব সুন্দর। আমার দেয়া নাটকের রিভিউ পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ

 2 years ago 

বাহ দারুন একটি নাটকের রিভিউ দিয়েছেন এই নাটকটি এখনো দেখা হয়নি। আমি নাটক দেখতে খুবই পছন্দ করি মুভি তেমন একটা দেখা হয় না কিন্তু নাটক প্রায় দেখা হয় এ নাটকটি দেখার চেষ্টা করব।

 2 years ago 

ভাই, শুধু তুমি নাটকটি না দেখা হয়ে থাকলে, সময় সুযোগ করে দেখে নিবেন। আমার বিশ্বাস ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন ভাই। অপূর্ব এবং মেহজাবিন জুটির প্রায় সব নাটকই আমার খুব ভালো লাগে। তবে এই নাটকটি আমার এখনো দেখা হয়নি। আপনার রিভিউ দেখে আমার এই নাটকটি দেখতে ইচ্ছে করছে,তাই সময় করে দেখে নিব। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্য।

 2 years ago 

ভাই নাটকটি এখন পর্যন্ত না দেখে থাকলে, সময় সুযোগ করে দেখে নিবেন। কেননা নাটকটি খুবই সুন্দর।। ধন্যবাদ

 2 years ago 

আপনি অসম্ভব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট করেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। নাটকের রিভিউ পোস্ট গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। অপূর্ব এবং মেহজাবিন এর নাটক গুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে সেই সাথে তাদের অভিনয় জাস্ট অসাধারণ হয়। আপনার আজকের সম্পূর্ণ নাটকের রিভিউ পোস্ট পড়ে ভালোই লাগলো আমার কাছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার মূল্যবান সময় নষ্ট করে শুধু তুমি নাটকের রিভিউটি পড়ার জন্য। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট করেছেন। আপনি ঠিক বলেছেন বাংলাদেশের নাটক গুলো সত্যিই অসাধারণ। নাটকের মধ্যে মেহজাবিন এবং অপূর্ব আমার খুব পছন্দের অভিনেতা। অনেক সুন্দর নাটকটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে নাটকটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অপূর্ব ও মেহজাবিনের নাটক আমার কাছেও খুবই ভালো লাগে। আর তাইতো মাঝে মাঝেই এই প্রিয় জুটির নাটক দেখি। শুধু তুমি নাটকের রিভিউ আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

মেহজাবিন ও অপূর্বর প্রতিটি নাটকই অনেক চমৎকার হয়,আর আমার অনেক ভালো লাগে। ধরতে গেলে আমার প্রিয় একটি জুটি। তবে এই নাটকটি এর আগে দেখা হয়নি। সময় স্বল্পতার কারণে এখন নাটক দেখা হয় না। তবে আপনার রিভিউ দেখে খুব শীঘ্রই নাটকটি দেখার ইচ্ছে পোষণ করছি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

ভাই, শুধু তুমি নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই যদি সময় সুযোগ হয় নাটকটি দেখে নিবেন। আমার বিশ্বাস ভালো লাগবে। ধন্যবাদ

 2 years ago 

জি ভাই আসলেই নাটকটি খুব চমৎকার ছিল। ধন্যবাদ খুব শীঘ্রই দেখে নেব ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62892.68
ETH 2581.23
USDT 1.00
SBD 2.73