মোবাইল ফোনে ধারণকৃত ফুলের ফটোগ্রাফি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোষ্ট নিয়ে। গত সপ্তাহে আমি কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলাম তা আমার খালাতো বোনের বাসায় গিয়ে। আর সেই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আর আজ আমি যে ফটোগ্রাফি করেছি তা আমার এক আত্মীয়ের বাসায় গিয়ে। আর এই আত্মীয় হচ্ছে আমার মিসেসের কলিগ। তারা একই স্কুলে চাকরি করেন।
তো এই কলিগের বাসায় আমার মিসিসের বিশেষ এক প্রয়োজনে যেতে হয়েছিল। আর যখন আমরা তার বাসায় গিয়েছিলাম, তখন তার বাড়ির উঠানে ছোট্ট পরিসরে সুন্দর একটি বাগান দেখতে পেয়েছিলাম। আর সেই বাগানের কাছে যেতেই দেখি অসম্ভব সুন্দর কিছু ফুল ফুটে রয়েছে। আর ফুল দেখলে তো ফটোগ্রাফি করতেই হবে। কেননা যেদিন থেকে আমার প্রিয় বাংলা ব্লগ প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করেছি, তখন থেকেই ফুল দেখলে ফটোগ্রাফি করতেই হবে, এটা যেন একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে।
যেহেতু নেশা হয়ে গিয়েছে ফটোগ্রাফি করাতে তাই আজও ফটোগ্রাফি করতে ব্যতিক্রম হয়নি, ঝটপট মোবাইল ফোনটি বের করে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো বন্ধুরা আর দেরি না করে চলুন আমার মোবাইল ফোনে ধারণ করা, সেই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
" ১ম : ফটোগ্রাফি "
১। এই ফুলটির নাম আমি জানিনা, যদি আমি এই কথা বলি তাহলে কি আপনারা কেউ বিশ্বাস করবেন? সত্যিই তাই এই কথাটি বিশ্বাস করার মত নয়। কেননা আমার মনে হয় ছোট থেকে বড় এমন কেউ নেই যে এই ফুলটি চিনে না। হ্যাঁ বন্ধুরা, এই ফুলটি হচ্ছে গোলাপ ফুল। আর এই গোলাপ ফুলটি আমার বাড়িতে রোপন করা ফুল গাছ থেকে ফটোগ্রাফি করেছি।
" ২য় : ফটোগ্রাফি "
২। এই ফুলটির নাম রুয়েলিয়া সিমপ্লেক্স ফুল। এই ফুলটি আমি আমার মিসেসের কলিগের বাসার বাগান থেকে ফটোগ্রাফি করেছি। তবে এই ফুলটির নাম আমার জানা ছিল না, তাই গুগলে সার্চ দিয়ে নামটি পেয়েছি। বেগুনি রঙের এই সুন্দর ফুলটি দেখামাত্রই আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল। তাই সাথে সাথে সুন্দর এই ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
" ৩য় : ফটোগ্রাফি "
৩। এই ফুলটির নাম রঙ্গন ফুল। আমার মিসেসের কলিগের বাসার বাগানের একপাশে এই রঙ্গন ফুলের গাছটি শোভা পাচ্ছে। পুরো গাছটিতে থোকায় থোকায় লাল রঙের রঙ্গন ফুল ফুটে আছে, আর এই ফুল যে দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, তা আপনারা ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছেন। আর এই ফুলের গাছে থোকায় থোকায় ফুলগুলো আমাকে খুবই মুগ্ধ করেছিল।
" ৪র্থ : ফটোগ্রাফি "
৪। এই ফুলটির নাম কদোয়া বা ধুন্দল সবজির ফুল। আর এই কদোয়া বা ধুন্দল সবজি আমার কাছে ভীষণ রকম প্রিয়। গাছে যেমন অনেকগুলো কদুয়া ধরেছিল, সেই সাথে অনেক অনেক গুলো ফুলো ফুটেছিল। যেহেতু ফুলের ফটোগ্রাফি করব, সেহেতু এই কদয়া সবজির ফুলটি বাদ রাখি কিভাবে, তাই এই হলুদ রঙের সুন্দর ফুলটির ঝটপট ফটোগ্রাফি করে নিলাম।
" ৫ম : ফটোগ্রাফি "
৫। এই ফুলটির নাম ঘাসফুল। ছোটবেলায় এই ঘাসফুল অনেক লাগিয়েছিলাম। আর মেজেন্ডা কালারের ছোট ছোট ফুলগুলো খুব সুন্দর ফুটে থাকতো। এখন অবশ্য আমার বাসায় এই ফুলের গাছ নেই। এই ফুলের ফটোগ্রাফি করেছি আমার মিসেস এর কলিগের ছোট্ট বাগান থেকে। ছোট ছোট এই ঘাস ফুলগুলো দেখতে ভারী সুন্দর লাগে।
" ৬ষ্ঠ : ফটোগ্রাফি "
৬। এই ফুলটির নাম অলকানন্দা বা অ্যালামন্ডা ফুল। হলুদ রঙের এই অলকানন্দা ফুলটিও কিন্তু দেখতে ভারী সুন্দর। এই অলকানন্দা গাছ অনেকটাই লম্বা প্রকৃতির হয়। আর একটি গাছে অনেকগুলো ফুল ফোটে। তবে আমি যে ফুলের ফটোগ্রাফি করেছি, তা বৃষ্টির ঝাপটাতে ফুলের সৌন্দর্য অনেকটা হারিয়ে ফেলেছে।
" ৭ম : ফটোগ্রাফি "
৭। এই ফুলটির নাম জবা ফুল। জবা ফুল ভিন্ন ভিন্ন রঙের হয়। তবে আমি ছোট থেকেই বেশিরভাগ সময় লাল ও সাদা জবা ফুল দেখে এসেছি। তবে ইদানিং অরেঞ্জ রঙের জবা ফুল ও গোলাপি জবা ফুল খুব বেশি চোখে পড়ে। আমি এ পর্যন্ত লাল, সাদা ,অরেঞ্জ ও গোলাপি রঙের জবা ফুল দেখেছি। আর এত রং বেরঙের জবা ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে।
Photographer | @mahbubul.lemon |
---|---|
Device | Oppo A16 |
Location | Kurigram |
আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
আপনার ওয়াইফের কলিগের বাসায় চমৎকার কিছু ফুল গাছ রয়েছে দেখছি। আপনি সেই ফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন। কলিগের বাসায় কাজে গিয়ে তো ভালো হয়েছে এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছেন। সবগুলো ফুল খুব চমৎকার লাগছে। ঠিকই বলেছেন ফটোগ্রাফি নেশা হয়ে গিয়েছে। যা দেখি তাই ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো।
হ্যাঁ আপু ফটোগ্রাফি করাতে ইদানিং যেন নেশা হয়ে গিয়েছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার মিসেসের কলিগের বাসায় গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি আপনি করে নিয়ে এসেছেন । এসব ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। গোলাপ ফুলটি দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা ফুলই অনেক সুন্দর ছিল।
অনেক অনেক ধন্যবাদ আপু, আমার ফুলের ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
আপনি আপনার ওয়াইফের কলিগ এর বাসায় বেশ ভালো সময় কাটিয়েছেন। সেখানে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ঠিক বলেছেন ভাইয়া গোলাপ ফুলটি চিনে না বললে কেউ বিশ্বাস করবে না। কারণ এটা ছোট বড় সবাই চেনে এটা বেশি পরিচিত একটি ফুল। ঠিক বলেছেন জবা বিভিন্ন ধরনের হয়ে থাকে, এত কালারের জবা ফুল দেখতে খুব ভালো লাগে।
হ্যাঁ আপু ইদানিং ভিন্ন ভিন্ন কালারের জবা ফুলগুলো চোখে পড়ে যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া।সকাল সকাল ফুলের সৌরভে চারিদিকে মিষ্টি সুবাস পাচ্ছি।ভাবীর কলিগের বাসায় গিয়ে দারুন সব ফুলের ফটোগ্রাফি আপনি করে এলেন,যা খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও অসাধারণ ফটোগ্রাফি দেখলাম ভাইয়া সকাল সকাল।।
আপনার ফটোগ্রাফি দেখলেই বোঝা যায় আপনার ফটোগ্রাফিতে কত দক্ষ।
বিশেষ করে গোলাপ এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।।
ভাই আমার গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আসলে চোখ ফেরানোর মতো না এরকম ফটোগ্রাফি গুলো। আমি একটু বেশি পছন্দ করি যে কোন কিছুর থেকে ফুলের ফটোগ্রাফি আমি একটু বেশি পছন্দ করি দেখতে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছিল। বর্ণনা সহকারে তুলে ধরেছেন দেখে আরো বেশি ভালো লেগেছে।
ভাই আমার ফটোগ্রাফিতে থাকা গোলাপ ফুলটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, জেনে আমার কাছেও ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এখন কোন কাজে যেহেতু বের হলে একটা জিনিস মাথায় খুব কাজ করে সেটা হচ্ছে কোন সৌন্দর্য জিনিস চোখে পড়ে কিনা। সুন্দর কিছু চোখে পড়লে সাথে সাথে ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করি। ওই যে আপনি বলেলন আমার বাংলা ব্লগে কাজ করার পর থেকে ফটোগ্রাফির নেশাটা এত বেড়ে গেছে ভালো কিছু দেখলে ফটোগ্রাফি নেওয়ার আগ্রহ। ভাবির কলিগের বাসা থেকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে।
অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।
মোবাইলে ধারণ করা দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।