আমার রেসিপি পোস্টের সংগ্রহশালা:- ১৮
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
![]() |
|---|
হ্যালো বন্ধুরা। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমার রেসিপি পোস্টের সংগ্রহশালা:- ১৮ আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
- স্পেশাল চিকেন রেজালা রান্নার রেসিপি। চিকেন দিয়ে কত যে রেসিপি তৈরি করা যায় তা বলা মুশকিল। চিকেন দিয়ে বিভিন্ন ধরণের রেসিপি তৈরি করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। চিকেন রেজালা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো।
- মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল। চিংড়ি মাছ খেতে বেশির ভাগ মানুষ পছন্দ করেন। চিংড়ি আর লাউ খেতে একসাথে অনেক ভালো লাগে। আমি একটি ঝাল বেশি দিয়েছিলাম তাই খেতে একটু বেশি ভালো লেগেছে।
- আলু দিয়ে সুস্বাদু রুই মাছের ঝাল ঝাল রেসিপি। রুই মাছ আমাদের বাসার সবাই ভীষণ পছন্দ করেন। তার মধ্যে আমিও একজন। রুই মাছ আলু দিয়ে রান্না করতে খেতে বেশ ভালো লাগে। আমাদের বাসায় একটু ঝাল বেশি খাওয়া হয়ে থাকে।
- আলু আর ঢেঁড়স দিয়ে টেংরা মাছের ভুনা রেসিপি। টেংরা মাছ আমি ছোট বেলা থেকে খেতে ভীষণ পছন্দ করি। আমি টেংরা মাছ সবজি দিয়ে রান্না করেছিলাম। সবজি দিয়ে রান্না করাতে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো।
- মুখে স্বাদ লেগে থাকার মতো লাউ দিয়ে ডাল রান্নার রেসিপি। লাউ দেয়ে লাড রান্না করে খেতে ভীষণ মজা লাগে। আমাদের বাসায় মাঝে মধ্যে রান্না হয়। পুষ্টিকর ও বটে।
এই ছিলো আমার আজকের আয়োজন। আমার রেসিপি পোস্টের সংগ্রহশালা:- ১৮। আশাকরি আপনাদের সবার রেসিপি গুলো দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | আমার রেসিপি পোস্টের সংগ্রহশালা:- ১৮। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR













আপনি তো দেখছি আপনার রেসিপি পোষ্টের সংগ্রহশালা পোস্ট শেয়ার করেছেন আজকে। রেসিপি পোস্ট দেখলেই লোভ লেগে যায়। আপনার প্রত্যেকটা রেসিপি খুবই লোভনীয় ছিল। এক একটা রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে কি রকম সুস্বাদু হয়েছিল। আবারো নতুন করে আপনার প্রত্যেকটা রেসিপি দেখতে পারলাম এই রিভিউ পোস্ট এর মাধ্যমে। প্রত্যেকটা রেসিপি একেবারে মজাদার ছিল দেখে বুঝতে পারছি।
ধন্যবাদ আপনাকে আপু।
https://twitter.com/HouqeLimon/status/1645971920041676800?t=cDWp_bfKaO63JpelFhBnXA&s=19
ভাইয়া আপনার রেসিপি পোস্টের সংগ্রহ শালা দেখে খুব ভাল লাগলো। একসাথে রেশকিছু রেসিপি দেখা যায়। আপনার করা রেসিপি গুলো আগেও দেখেছি।তবে আজ একসাথে বেশকিছু রেসিপি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
দারুণ সব রেসিপি তৈরি করেছেন ভাইয়া ৷ আপনার রেসিপি গুলো অনেক সুন্দর এবং লোভনীয় ছিলো ৷ রেসিপি পোস্টের সংগ্রহশালা দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
সকাল সকাল আপনার এতগুলো রিভিউ পোস্ট দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে তা ও রোজার সময়। রোজার সময় দিনের বেলায় রেসিপি দেখলে লোভ সামলাতে পারি না যার জন্য অনেক কষ্ট হয়। আপনি আজকে নতুন করে প্রত্যেকটা রেসিপি পোষ্টের সংগ্রহশালা তুলে ধরেছেন সবার মাঝে আবার নতুন করে উপস্থাপনা করেছেন। যাইহোক সম্পূর্ণটা দেখে ভীষণ ভালো লেগেছে।
ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভাইয়া আপনার রেসিপি পোস্টের সংগ্রহশালা দেখে অনেক ভালো লাগলো। প্রতিটা রেসিপি খুবই ইউনিক আর সুস্বাদু ছিল। এর আগে হয়তো সবগুলো দেখা হয়নি কিন্তু এখন সংগ্রহশালায় মজাদার রেসিপি পোস্টগুলো দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল যাতে সামনে আরো ইউনিক রেসিপি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
রেসিপি পোস্টের সংগ্রহশালা দেখে খুব ভালো লাগলো ভাই। আগে সবগুলো রেসিপি দেখা হয়নি। তবে এই পোস্টের মাধ্যমে সবগুলো রেসিপি দেখে নিতে পেরেছি। প্রতিটি রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। তবে চিকেন রেজালা রেসিপিটা বেশি সুস্বাদু মনে হচ্ছে। যাইহোক সংগ্রহশালা পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতিনিয়তই আপনি অনেক সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেন। আজকের পোষ্টের মাধ্যমে অনেকগুলা রেসিপি পোষ্টের কথা আমাদের সাথে শেয়ার করেছেন প্রত্যেকটা রেসিপি অনেক লোভনীয় এবং মজাদার ছিল।।
তোমার রেসিপি পোস্টের সংগ্রহশালা দেখে ভীষণ ভালো লাগলো। প্রতিটি রেসিপি অসাধারণ ছিল এবং উপস্থাপনা বরাবরই চমৎকার করে থাকো। ধন্যবাদ লিমন চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।