তৃষ্ণা মেটাতে আখের রস
নমস্কার বন্ধুরা,
বিগত কদিন যাবত ফের গরমের উৎপাত বেড়েছে তবে দিন দশেক আগে যে পরিমাণে গরম ছিল তার তুলনায় অনেকটাই কম। মূলত মে মাসে যেমনটা গরম পড়ে বৃষ্টি হওয়ার পর থেকে গরমের প্রভাবটা তেমনই। তাপমাত্রা খুব বেশি না থাকলেও আদ্রতা অতিরিক্ত বেশি হওয়ায় গরম ভালোই অনুভূত হচ্ছে। আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা সবসময়ই কোনো না কোনো উপায় বের করে চলেছি। সাধারণত যারা একটু সচেতন তারা গরমের থেকে বাঁচতে পানীয় জলের বোতল সবসময়ই কাছে রাখেন। আমিও সেই দলের মধ্যেই। আজ দুপুর বেলায় পথে বেরিয়ে যখন তৃষ্ণা পেলো তখন ব্যাগ হাতরে দেখলাম মনের ভুলে জলের বোতল নিয়ে বেরোতে ভুলে গিয়েছি। ওদিকে তৃষ্ণা মেটাতে হবে তখনই আখের রসের দোকানটা নজরে এলো। সুযোগ বুঝে আমিও অনেকদিন পর আখের রস খেয়ে নিলাম।
আসলে জলের দোকানের দিকে হাঁটা দিয়েছি সেই সময়ে চেনা ঘন্টার আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লাম। আখের রসের দোকান, দাম কুড়ি টাকা থেকে শুরু। দূর থেকেই দোকানের পরিচ্ছন্নতা লক্ষ্য করার মতো ছিলো। আমরা রাস্তা ঘটে অনেক সময় আখের রস খেয়ে থাকি তবে সেখানে বেশিরভাগ সময় স্বচ্ছতা মানা হয় না। এমত দোকানের পরিচ্ছন্নতা দেখে আখের রস খাবো ঠিক করলাম। শুরুতে যদিও ভেবেছিলাম কুড়ি টাকায় ২০০ মিলি রস কিনবো কিন্তু দোকানের কাছে গিয়ে রস বানানোর পদ্ধতি দেখে শেষ মেষ পুরো এক লিটারের বোতল আখের রস কিনে ফেললাম।
রাস্তাঘাটে যেখানে আখের রসের সাথে বরফের টুকরো দেওয়া হয়, সেখানে দোকানটিতে বিশেষ ব্যবস্থা ছিলো। মাপ মতো আখ কেটে ফ্রিজে ঠান্ডা করতে রাখা হয়েছিল সেগুলোই পরিষ্কার মেশিনে ঢুকিয়ে দিতেই রস বেরিয়ে আসছিলো। ঝটপট অর্ডার করে দিলাম তারপর ফ্রিজ থেকে ৯-১০ খানা আখ বেরিয়ে এলো। তারপর ছেঁকে সেটাই বোতলে ভর্তি করে আমার হাতে দিয়ে দিলো। দাম, ৯০ টাকা।
ভাইয়া আজ কয়েকটি দিন তুলনামূলকভাবে গরম যেন মনে হচ্ছে আরও বেশি । গরমে সবাই চাই কিছু ঠান্ডা জিনিস খেয়ে নি। কিন্তু এদিকে আমাদের লক্ষ্য করতে হবে ঠান্ডা জিনিস খেলে আবার অন্যদিকে গরম ঠান্ডা লেগে যেতে পারে। গরমের এই তীব্রতার কারণে মনে হচ্ছে যেন বারবারই তৃষ্ণা পাচ্ছে। এই তৃষ্ণা মেটাতে যদি আখের রস পাওয়া যায় তাহলে তো মনে একটা প্রশান্তি লেগে যায়। সাথে সেই আখের রসে যদি আবার ঠান্ডা বরফ দিয়ে কুল ড্রিঙ্কসের মতো ঠান্ডা করা যায় তাহলে তো খেতে আরো বেশ মজার লাগে। আপনার এই আখের রস বোতলে নিলেন এবং ৯০ টাকা নিল এতে এই আখের রস খেয়ে খুবই ভালো লেগেছে আপনার বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
যে গরম পড়েছে তাতে করে আখের রস খেয়ে যদি একটু শান্তি পাওয়া যায়। আপনি তো দেখছি এক গ্লাসের কথা বলে একেবারে এক বোতল কিনে নিলেন। আসলে হাইজেনিক বলে কথা। বেশ ভালো লাগলো পুরো পোস্টটি পড়ে। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
প্রিয় দাদা খুব সুন্দর একটি পোস্ট আপনি শেয়ার করেছেন আজকে। আসলে অধিকাংশ মানুষের অনেক পছন্দ আখের রস আর যে গরম পড়ছে তাতে শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন। অবশ্য আমাদের গাংনী শহরে 10 টাকায় এক গ্লাস পাওয়া যায়। তবে সেখানকার পরিবেশ খুব বেশি একটা ভালো না ,খুব ভালো লাগলো এটা পড়ে যে আপনি পরিষ্কার একটি দোকানে গিয়ে আখের রস কিনেছেন পুরো এক বোতল এক লিটারের। ধন্যবাদ আপনাকে দাদা এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা আপনি খুবই সময় উপযোগী সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। গরমের হাত থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য পানীয় জলের কোন বিকল্প নেই। এই গরমে পানি জলের অভাবে অনেকের জন্ডিসও বেধে যায়। আর এই জন্ডিসের হাত থেকে রক্ষা করার প্রতিরোধক হচ্ছে আখের রস। পানির পরিবর্তে আখের রস খেয়েছেন আপনার যেরকম শরীরটা ঠান্ডা হয়েছে ঠিক তেমনি জন্ডিসের জন্য প্রতিরোধক হিসেবে কাজ করেছেন। এখন অধিকাংশ জায়গাতেই বরফের মাঝে আখের রস মাড়াই করা হয়। কিন্তু আপনার ওই দোকানটা দেখলাম ভিন্ন ধর্মী কারণ আখটাকেই ফ্রিজে রাখা হয় ঠান্ডার জন্য। সবশেষে সুন্দর একটি বাস্তব সময় উপযোগী পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
ঠিকি বলেছেন দাদা কয়েকদিন যাবত বেশ গড়ম পরছে তবে এবার বৃষ্টির কারনে তাপমাত্রা অনেকটাই কম।
আসলেই আখের রসের গাড়িটার ডেকরেশন এরপরে পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে দেখার মতো ছিল।খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন আমাদের মাঝে।অনেক ধন্যবাদ আপনাকে।
কয়েকদিন বেশ গরম পড়ছে আমাদের এখানেও।গ্রীষ্মকালে গরম পড়বে এটাই স্বাভাবিক ।তবে ইদানিং অতিরিক্ত গরম সবজায়গায় যেজন্য মানুষ অসুস্থ হয়ে পড়ছে।আপনি জলের বোতল নিতে ভুল করেছিলেন তার জন্য আখের রস কিনে নিলেন এক লিটার।দোকানের পরিচ্ছন্নতা আসলেই চোখে পড়ার মতো,বেশ ভালো লাগলো ভাইয়া আপনার পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
জল নিতে ভুলে গিয়েছিলেন এটা জেনে সত্যিই খারাপ লাগলো দাদা। অনেক সময় বাইরে গেলে অনেক তৃষ্ণা পায়। আর সেই সময় জল খেতে ইচ্ছে করে। ৯০ টাকা দিয়ে আখের রস কিনেছেন দেখে ভালো লেগেছে দাদা।
এই তীব্র গরমে তরল খাবারের কোনো বিকল্প নেই। কারণ গরমে শরীর অতিরিক্ত ঘেমে যায়। তাই বিভিন্ন ধরনের পানীয় পান করা উচিত আমাদের। যাইহোক আখের রস আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে আমাদের এখানে আখের রস খেয়ে কোনো শান্তি নেই। কারণ তারা একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশে আখের রস তৈরি করে। যাইহোক ১ লিটার আখের রস ৯০ টাকা দিয়ে নিয়েছেন, জেনে খুব ভালো লাগলো দাদা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যা, খোলা বা বাহিরের ফুটপাতের আখের রস সব সময় নিরাপদ হয় না। আমাদের এই দিকেও একটা পরিচিত দোকান আছে, দোকানদার নিজের ফ্রিজে পরিস্কার পানি রেখে বরফ বানিয়ে নিয়ে আসেন, সেখানেও এক গ্লাস রস বিশ টাকা। আমি মাঝে মধ্যেই সুযোগ পেলে তৃষ্ণা নিবারণ করে আসি, হি হি হি।